ইকমার্স ব্যাবসার মোবাইল অ্যাপ তৈরিতে ‘ইশপার’

প্রচলিত বিক্রয় ব্যবস্থার পাশাপাশি অনলাইনের মাধ্যমে সাশ্রয়ী দামে গ্রাহক পর্যায়ে সরাসরি পণ্য পৌঁছে দিতে দেশে জনপ্রিয়তা অর্জন করেছে ই-কমার্স ব্যবসা। ছোট-বড় কয়েক হাজার ই-কমার্স কম্পানি নানা ধরনের পণ্য ও সেবা পৌছে দিচ্ছে গ্রাহকের দৌরগোড়ায়। আবার ফেসবুকের মাধ্যমেও এফ-কমার্স ব্যবসারও বিস্তৃতি ঘটেছে। ই-কমার্স ব্যবসার উদ্যোক্তাদের জন্য নতুন উদ্ভাবন ‘ইশপার। ‘ইশপার’ সমাধানে নিজের অ্যাপ নিজেই তৈরী করতে করা যাবে। এজন্য মোবাইল অ্যাপ তৈরীর জন্য লক্ষাধিক টাকা ব্যয় করতে হবে না। ইকমার্স ব্যাবসার প্রসারে এই নেটিভ মোবাইল অ্যাপ্লিকেশন সল্যুশন খুব বড় ধরনের অবদান রাখবে।

এটি ইকমার্স ব্যাবসায়ী এবং ডেভেলপারদের কথা চিন্তা করে তৈরী করা হয়েছে। এই সল্যুশন ব্যবহার করে কেউ খুব অল্প খরচে দুই থেকে সাত দিনের মধ্যে তার ইকমার্স ব্যাবসার জন্য নেটিভ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। একটি সম্পুর্ন ইকমার্স অ্যাপ্লিকেশন তৈরি করতে কয়েক লাখ টাকা বাজেটের প্রয়োজন হয়, যেখানে এই সল্যুশন ব্যবহার করে যে কেউ একশো ডলারেরও কম খরচে তার ইকমার্স অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। একটি সম্পুর্ন ইকমার্স অ্যাপ্লিকেশনে যে সকল ফিচার থাকা উচিত তার সবকিছুই এই সল্যুশনে পাওয়া যাবে, যেমনঃ WooCommerce বেসড নেটিভ অ্যাপ্লিকেশন, ডাইনামিক হোমপেজ, সমৃদ্ধ প্র্রাডাক্ট সার্স এবং ফিল্টারিং সুবিধা, একাধিক প্রাডাক্ট ইমেজ দেওয়ার সুবিধা, সমৃদ্ধ এইচটিএমএল প্রাডাক্ট বিবরণ সুবিধা, ফেসবুক, গুগল এবং মোবাইল লগইন সুবিধা, আন্তর্জাতিক  পেমেন্ট গেটওয়ে, কার্টলিস্ট, উইশলিস্ট সুবিধা ইত্যাদি।

জনপ্রিয় ইকমার্স টেকনোলজি ওকমার্স (WooCommerce)-এর ওপর ভিত্তি করে এই অ্যাপ্লিকেশনটি বানানো হয়েছে। ওকমার্সভত্তিক ইকমার্স ওয়েবসাইট যাদের আছে এই মুহুর্তে তারা তাদের সাইটের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। সাইট না থাকলেও কেউ চাইলে শুধু মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক ইকমার্স ব্যাবসা ও শুরু করতে পারবে, সেক্ষেত্রে তার একটি অতিরিক্ত ওয়েব হোস্টিং কিনতে হবে। ইশাপর ব্যবহার করে তৈরী করা অ্যাপ গুগল প্লে স্টোরে রাখার সুবিধা থাকায় ক্রেতা সহজেই সার্চ করে ডাউনলোড করতে পারবেন যা বেশি গ্রাহকের কাছে পৌঁছানো নিশ্চয়তা প্রদান করে।

বর্তমানে এই ইকমার্স অ্যাপ্লিকেশনে পেমেন্ট গেটওয়ে সংযুক্ত (Stripe পেমেন্ট গেটওয়ে) রয়েছে যা ভিসা, মাস্টারকার্ড, অ্যামেক্সসহ সব ক্রেডিট কার্ড পেমেন্ট সাপোর্ট করে। তবে যে কেউ চাইলে দেশীয় কোন পেমেন্ট  গেটওয়ে এই অ্যাপ্লিকেশনে সংযুক্ত করতে পারেন। সেক্ষেত্রে কাঙ্ক্ষিত পেমেন্ট গেটওয়েটির মোবাইল এসডিকে (SDK) থাকা প্রয়োজন।

ইশপারের কিছু স্ক্রিনশট:

 

এই সলুশন্স পাওয়া যাবে এই লিঙ্কে: http://bit.ly/eshopper-mcc

ইশপার অ্যাপ্লিকেশনের  ডেমো  পাওয়া যাবে এই লিঙ্কে:  http://bit.ly/eshopper-demo

Level 0

আমি আশিকুজ্জামান আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস