ডোমেইন এবং ওয়েব হোষ্টিং কোম্পানি নির্বাচন করা অনেক সময় আপনার জন্য কঠিন হতে পারে।ডোমেইন হোস্টিং কেনার আগে আপনাকে সেই কোম্পানী সম্পর্কে কিছু ধারনা রাখতে হবে। ভালো সার্ভিস পেতে হলে আপনাকে যে সকল বিষয় ধারনা নিয়ে কোম্পানী নির্বাচন করতে হবে তার কিছু বিষয় এখানে আলোচনা করা হলো।
---------------------------------------------------------------
১।একটি ওয়েব হোষ্টিং কোম্পানির ব্যাকগ্রাউন্ড জানতে হবে।
২।তারা কাস্টমার সাপোর্ট কেমন দেয় সে সম্পর্কে জানতে হবে।
৩।তাদের সার্ভার কনফিগারেশন ও লোডিং ক্ষমতা সম্পর্কে জানতে হবে।
৪।হোষ্টিং আপটাইম কত তা জানতে হবে।
৫।তাদের সিকিউরিটি সিস্টেম কেমন সে সম্পর্কে জানতে হবে।
৬।তাদের প্যকেজ সম্পর্কে জানতে হবে।কোন প্যাকেজ নিলে কি করা যাবে সে সম্পর্কে ধারনা হবে।কয়টা ডোমেইন সাবমিট করতে পারবেন,কত ইমেইল একাউন্ট রাখতে পারবেন, কত ব্যান্ডউইথ আছে ।
৭।তাদের সার্ভারের হার্ডডিস্ক কেমন, প্রসেসর কেমন।
আমি কায়সার আহমেদ। Marketing Officer, Web Host BD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।