আপনার ওয়েবসাইট বছরে ৩৬৫ দিন সবসময় কিভাবে অনলাইনে রাখবেন ।কিভাবে যে কেউ আপনাকে খুঁজে পাবে ?

এর আগে আপনাদের বলেছি ওয়েবসাইট করলে কি কি উপকারিতা পাবেন।আজ আমি বলব আপনার এই ওয়েবসাইট কিভাবে সবার কাছে পৌঁছাবেন।

ইন্টারনেটের যুগে বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সব ধরণের প্রতিষ্ঠানেরই ওয়েব সাইট থাকে। বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েব সাইট তৈরি করেছে, বা করছে। শুধু প্রতিষ্ঠান নয়, এখন ব্যক্তি পর্যায়েও অনেকেই ওয়েব সাইট করছেন। কেউ কেউ আবার অনলাইনে আয়ের মাধ্যম হিসাবেও নিজের ওয়েব সাইট বা নিজের ব্লগকে বেছে নিচ্ছেন। আর এই ওয়েবসাইট এবং ব্লগ গুলো সবসময় অনলাইনে রাখার জন্য ডোমেইন হোষ্টিং প্রয়োজন।যাতে যে কেউ যেকোন সময় আপনার ব্লগ গুলো দেখে এবং আপনার ওয়েবসাইট ভিসিট করে উপকৃত হতে পারে।এখন আপনি হয়ত জানেন বাংলাদেশে অনেক বড় বড় ডোমেইন হোষ্টিং প্রভাইডার কোম্পানি রয়েছে যারা বিভিন্ন অফারের মাধ্যমে ডোমেইন হোষ্টিং প্রভাইড করে থাকে।এখন আপনি আপনার একটা ওয়েবসাইট এর জন্য ভালো মানের ডোমেইন-হোষ্টিং কোম্পানি অবশ্যই খোঁজ করবেন।শুধু অফার দেখে ডোমেইন হোষ্টিং কোম্পানি সিলেক্ট করবেন না,নিশ্চয়ই।আপনি আপনার ওয়েবসাইট ভালো রাখার জন্য নিম্মলিখিত বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবেন...।।

১।সার্ভার আপটাইম কেমন ?

২।সার্ভার কি SSD ডিস্ক ব্যবহার করা হয় ?

৩।সার্ভার Security Protection আছে কিনা ?

৪।তাদের কাস্টমার সাপোর্ট সেটিস্ফিকশন কেমন ?

৫।আপনার হোষ্টিং প্রভাইডার কোন কনফিগারেশনের সার্ভার ব্যবহার করে ?

৬।তাদের গ্রাহক সেবা সমূহের শর্তাবলী জানতে হবে ।তারা কি কি সার্ভিস প্রদান করে এবং কি কি সুবিধা সমূহ প্রদান করবে ?

৭।কোন মানিব্যাক গ্যারান্টি আছে কিনা ?

৮।সার্ভার ওভারলোড রাখে কিনা ?

৯।আপনাকে সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল দিবে কিনা তা নিশ্চিত হয়ে নিন।

আমি কিছু ডোমেইন হোষ্টিং কোম্পানি কথা সাজেস্ট করতে পারি ।যারা বাংলাদেশে প্রথম শ্রেনীর হয়ে সেরা মানের ডোমেইন হোষ্টিং প্রভাইড করছে।

১। http://www.webhostbd.com

২। http://www.dhakawebhost.com

৩। Eicra.com

 

Level 0

আমি কায়সার আহমেদ। Marketing Officer, Web Host BD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস