
লেখার তেমন অভ্যাস নেয় তাও মাঝে মাঝে খানিকটা লিখার জন্য মন চায় তাই মনকে শান্তনা দেওয়ার জন্য লিখতে বসেছি। আজ আমি আপডেট আর আপগ্রেড নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে বেশির ভাগ মানুষ মনে করে আপডেট আর আপগ্রেড একই। আমি যদি বলি দুইটা সম্পূর্ন আলাদা তাহলে অনেকেই মনে করবেন আমি একটা পাগল । কোথায় থেকে দড়িকাড়া ছিরে আসছি এন তেন সিলিং ফ্যান আরও কত কিছু। যাই মনে করেন না কেন কোন ব্যাপার না শুধু আমার লিখাটা শেষ পর্যন্ত পড়বেন তাহলেই চলবে । এখন মূল কোথায় ফিরা যাক।
আপডেটঃ
কোন হার্ডওয়্যার বা সফটওয়্যার অথবা যেকোন মেশিন বা যন্ত্রপাতির কোন সমস্যাকে চিহ্নিত করে তা পূর্নরায় ঠিক করা এবং তার সাথে নতুন কিছু যুক্ত করাকে বলে আপডেট। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে আমাদের অ্যান্ডয়েড অ্যাপ গুলো কেন আপডেট নেয় তার কারন হল সফটওয়্যার গুলোর যে প্রবেম থাকে তা ফিক্স(ঠিক করা) করে সফটওয়্যার তৈরি কৃত কোম্পানি গুলো কিন্তু তারা আপনার মোবাইলে যে সফটওয়্যার ইন্সটাল করা আছে সেটা কে ফিক্স করতে পারে না তাই যখন আপনি নেট কানেকশন অন করে উপডেট দেন তখন ইন্টারনেট থেকে ফিক্স কৃত প্যাচ বা কোড ডাউনলোড হয় এবং ইন্সটল হয়। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় আপডেট।

আপগ্রেডঃ
কোন হার্ডওয়্যার বা সফটওয়্যার অথবা যেকোন মেশিন বা যন্ত্রপাতির নতুন একটি মডেল বা ভার্সন আসছে বাজারে কিন্তু আপনার কাছে যে মডেলটা আছে সেটা পুরাতন মডেল। এখন আপনে সেই মডেল বা ভার্সন কে বাদ দিয়ে নতুন যে মডেল টা বাজারে আসছে সেটা কে ব্যবহার করবে। এইযে আপনে নুতন মডেল ব্যবহার করছেন পুরাতন টাকে বাদ দিয়ে এটায় হল আপগ্রেড।
একটা উদাহরনের মাধ্যমে বিষয়টাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি , মনে করেন আপনার বাসায় একটা সিলিং ফ্যান আছে, একটু পুরাতন হয়েগেছে বিধায় শব্দ করে, সারাদিন অফিস করে এসে এই শব্দ কার ভাল লাগবে ! সবাই চাইবে যে শব্দকে দূর করার জন্য কিন্তু কিভাবে তা সম্ভব? আপনে যদি সেই ফ্যান টা ভাল ভাবে মুছে তেল দেন তাহলে শব্দ টা কমে যাবে আর যদি আপনে নতুন একটা ফ্যান কিনে এনে লাগান তাহলে ত শব্দ থাকবে না। এখন প্রশ্ন হল কোন টা উপডেট আর কোনটা আপগ্রেড। মুছে তেল দিয়ে শব্দ দূর করাটা হল আপডেট আর নতুন ফ্যান কিনে শব্দ থেকে মুক্তি পাওয়া টা হল আপগ্রেড।
পুরো বিষয় টা শর্টকার্টে বলে দেয়ঃ
একই ভার্সনের সমস্যা কে সমাধান করে তা পারফরমেন্স বৃদ্ধি করা কে বলা হয় আপডেট আর এক ভার্সন থেকে অন্য ভার্সনে অবতরন করাকে বলা হয় আপগ্রেড।
যেমন যারা জানালা সাত (Windows 7) থেকে জানালা দশ (Windows 10) ব্যবহার করতেছেন সেটা হল আপগ্রেড আর যারা জানালা সাত (windows 7) ই ব্যবহার করতেছেন বিভিন্ন কৌশন অবলম্বন করে সেটা হল আপডেট।
এই অধ্যায় শেষ এখন নিজের ঢুল নিজে পিটাব,অন্য কাউকে দিব না, যদি আবার সে ছিরে ফেলে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই উত্তর দেওয়ার ট্রাই করব আমার সাথে ফেইসবুকে কানেক্ট হতে পারেন
আমি আরিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।