
ইন্টারনেট এর এই যুগে ভিডিও শেয়ারিং সাইট ‘ইউটিউব/YouTube’ ভিজিট করে না এমন মানুষ হয়তো পাওয়া দুষ্কর। প্রতিদিন ইউটিউব এ আপলোড করা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও। ইউটিউব হয়তো আমরা ব্যবহার করি ঠিকই, কিন্তু ইউটিউব এর কিছু অজানা তথ্য সম্পর্কে আমরা জানি না। তাই, আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম YouTube সম্পর্কে কিছু অজানা মজার তথ্য। ইউটিউব সম্পর্কে এই তথ্য গুলোর মাধ্যমে আমি চাই আপনাদের কিছু চমকপ্রদ জিনিস জানাতে। তাহলে চলুন শুরু করা যাক।
১। ইউটিউব প্রথমে একটি ড্যাটিং সাইট হিসেবে যাত্রা শুরু করে। ২০০৫ সালে ইউটিউবের যাত্রা শুরু হয়।

২। ইউটিউব এর জনক মোট তিন জন। যারা হলেন- চাড হার্লে, স্টিভ চেন ও জাওয়েদ কারিম। তারা সবাই ‘পেপাল’ তখন কোম্পানিতে কর্মরত ছিলেন।

৩। YouTube এর সহ-প্রতিষ্ঠাতা জাওয়েদ করিম একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক।

এই ধরণের আরও অনেক অনেক তথ্য নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। তাই এভাবে পরে কষ্ট করতে না চাইলে ভিডিওটিতে ক্লিক করুন আর জেনে নিন সবকিছু। আসা করছি ভাল লাগবে। ↓↓↓↓↓ভিডিওটি নিচে দেয়া আছে↓↓↓↓↓ অথবা এখানে ক্লিক করুন ➞
ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন। প্রিয় টিউনসে যুক্ত করবেন আশা করি। আমি যতটুকু জানি, ততটুকু শেয়ার করার চেষ্টা করবো ধাপে ধাপে। আগামী টিউটোরিয়াল দেখতে চোখ রাখুন টেকটিউনস ডট কম ডট বিডি তে। এই টিউন বিষয়ক যেকোনো সমস্যা / সাজেশন / পরামর্শ দিতে বা নিতে আমার সাথে যোগাযোগ করুন যে কোনো সময়। সবাই ভালো থাকবেন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
আমি টেকনো হেল্প। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।