Hello friends সাটলিপিতে আবারও স্বাগত, সবায় কেমন আছেন? নিশ্চয় আমার ওপর কেউ কেউ অসন্তষ্ট? আমি দুঃখিত যে কয়েকদিন টিউন দিতে পারিনি। আমি একটু ব্যাস্ত ছিলাম। তো আপনারা আগের টিউটোরিয়াল গুলো কি প্রাক্টিস করেছেন? সেগুলো কি এখন লিখতে পারেন? অক্ষর চিনতে পারছেন তো?
এতদিন হল অবশ্যই পারার কথা, যারা পারেন নাই তাদের মনে হয় শেখার আগ্রহ নাই। আমার কিছুটা দোষ দিতে পারেন কয়েকদিন টিউন দেইনি বলে। ভাইয়ারা আমি আবারো জোর দিয়ে বলছি আমি টিউটোরিয়াল শেষ করে দেব? মাঝ পথে চলে যাবনা। হয়ত মাঝে মাঝে একটু ব্রেক হতে পারে। তথাপি সেটা কিন্তু আপনাদের ভাল। কারন আপনারা পুর্ব লেশন গুলো অভ্যাস করতে পারবেন। যদি পুরানা গুলা বার বার প্রাক্টিস না করেন তবে ভুলে যাবেন। পারবেন না। মাথায় পৌছে আবারো ফিরে আসতে হবে গোড়াতে।
যাই হোক আজ আমি খুব সংক্ষিপ্ত করব। আজ যা দেব আপনারা শুধু লিখে নিয়ে প্রাক্টিস করবেন, আমি আজ লেখা দেখাবো না। তো নিচের ফটোটি দেখুন
ফটোতে যেগুলো আছে তা বাংলাতেও দেয়া আছেই কাজেই কারও কোন অসুবিধা হবে বলে মনে হয়না। তবুও বুঝতে না পারলে জানাতে ভুলবেন না। অতি শীঘগিরই ভিডিও নিয়া আসব।
আমি hripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।