সাবধান হোন,যে ওয়েবসাইট কিংবা সফটওয়্যার ব্যবহার করছেন সেটা কি আসলেই ভাইরাসমুক্ত নাকি ঝুঁকিপূর্ণ ভেবেছেন কখনো কী???

 

প্রযুক্তির এ যুগে প্রতিদিন আমরা গমন করছি শত শত ওয়েব সাইটে কিংবা ব্যবহার করছি নানাপ্রকার সফটওয়্যার যেগুলো আমাদের জীবনকে করে তুলেছে সহজ সুন্দর আর সাবলীল।কত প্রকার উপকার পাচ্ছি এসব সাইট কিংবা সফটওয়্যার থেকে।আপনার কাজকে সহজ করে দিচ্ছে আজকের ইন্টারনেট।জীবনটা তো ভালই কাটছে।অথচ আপনার অজান্তেই আপনার কম্পিউটারের  ব্যক্তিগত ইউজারনেম কিংবা পাসওয়ার্ড চলে জাচ্ছে সাইবার হ্যাকারদের দখলে।আপনার ব্যক্তিগত তথ্যের মাঝে হতেও তো পারে সেটা ছিল আপনার ব্যাংক এর গোপন নাম্বার কিংবা ইমেইলের পাসওয়ার্ড।নিশ্চিন্তাই ইউজ করছেন বিভিন্ন প্রকার সফটওয়্যার অথচ সেটাই হতে পারে আপনার দুশ্চিন্তার বড় কারণ।যে ওয়েব সাইটে গমন করছেন সেটাও হয়ত কোন মহত হ্যাকার দু একটি ছোট ছোট ভাইরাস কোড বসিয়ে রেখেছে।ওয়েবসাইটে রগ রগে ছবি আপ্লোড করে রেখেছে ভিজিটরের মনোরঞ্জনের জন্য।অতীব আশা নিয়ে সেই ছবিতে ক্লিক করি পরবর্তী শো দেখার জন্য দেখি কি হয়।হয়ত এক ক্লিকেই চলে যায় বয়স্কদের অ্যাাডাল্ট সাইট কিংবা কিছুই আসে না।অল্প একটু সময় লাগে অথচ এ অল্প সময়েই হ্যাকার রা হাতিয়ে নিতে পারে আপনার কম্পিউটারের তথ্য।দীর্ঘসময়ের জন্য আপনার কম্পিটারের নিয়ন্ত্রণ চলে যেতে পারে কোন হ্যাকারের কাছে।আপনার সতর্কতা ই পারে আপনাকে এ মহা ঝামেলা থেকে রক্ষা করতে।তাই সময় থাকতেই সচেতন হোন।যে সফটওয়্যার ব্যবহার করছেন সেটা আসলেই ভাইরাসমুক্ত কিনা তা নিশ্চিত হয়ে নিন।যে মোডিফাইড সফটওয়্যার ইউজ করছেন সেটা ভাইরাসমুক্ত কি না তা নিশ্চিত হয়ে ব্যবহার করুন।যে ওয়েব সাইট ঘুরছেন সেটা চেক করে নিন আসলেই ভাইরাস মুক্ত কি না?যে কোন ওয়েব সাইট কিংবা সফটওয়্যার নিয়ে সন্দেহ জাগলে সেটাকে সম্পূর্ণ ফ্রীতে ভাইরাসটোটাল ডট কম থেকে স্ক্যান করে নিতে পারে।প্রায় ৫০ এর অধিক এন্টিভাইরাস দ্বারা ভাইরাস স্ক্যান করতে পারে এ সাইট টি।খুবই দরকারি একটি সাইট সকলেই জন্য।আমরা সবাই হয়ত দু একটি এন্টি ভাইরাস ইউজ করি কিন্তু এই সাইটে রয়েছে ৫০ এর অধিক ভার্চুয়াল এন্টিভাইরাস।তাই কোন সফটওয়্যার কিংবা ওয়েবসাইট নিয়ে সন্দেহ হলেই সেটাকে স্ক্যান করতে পারেন ভাইরাস টোটাল ডট কম

নিজেই দেখে নিন সাইটটি কেমন কাজ করে কিংবা দেখে নিন ভাইরাস যুক্ত কিছু সফটওয়্যার।আপনি হয়ত অবাক হয়ে যাবেন যে আসলে হ্যাকার রা কত চালাক।এর কিছু উদাহরণ দেখুন আর অবাক হোন যা আগে হয়ত জানতেন না আপনি,আমি নিজেই দিয়ে দিলাম কিছু ভাইরাস যুক্ত ওয়েবসাইট ও সফটওয়্যার এর উদাহরণ।

 

Level 1

আমি মাহফুজ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মাহফুজ বিশ্বাস।পাবনা পলিটেকনিকে পুরকৌশল নিয়ে পড়েছি।নিজে খুব কম জানি,জানার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর।