মুখমন্ডল রেকিগনেশনের মাধ্যমে পাসওর্য়াড ছাড়া আপনার সিস্টেমে লগিন করুন

আপনি আপনার মুখমন্ডল রেকিগনেশনের মাধ্যমে পাসওর্য়াড ছাড়া আপনার সিস্টেমে লগিন করতে পারবেন। এটার জন্য আপনার একটা ওয়েবক্যাম লাগবে। তবে ল্যাপটপের ওয়েবক্যাম ভাল কাজ করে। সফ্টওয়্যারটি ফ্রী ডাউনলোড করুন। জেনে রাখুন এটি শুধু 32 বিট অপারেটিং সিস্টেমের সাথে কাজ করে, যেমন উইন্ডোজ ভিস্টা বা ‍সেভেন। এক্সপি এর সাথে কাজ করেনা।

লিংক- http://www.famegadget.com/goto/http://www.luxand.com/download/LuxandBlinkSetup.exe

Level 0

আমি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সিস্টেমটা ভাল লেগেছি। যদিও আমি এক্সপির ইউজার।

ভাই কোন কারনে যদি আমারে না চেনে তাইলে তো আর লগইন করতে পারব না। আমি প্রতিদিন ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করি। তাই দিন দিন ফর্সা হইতাছি। এই সফটওয়্যার আমার জন্য বিপদ জনক।:P ধন্যবাদ।

    সোহেল says:
    আমি প্রতিদিন ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করি। তাই দিন দিন ফর্সা হইতাছি।”
    অবশ্য এটা আপনি না বললে ও আপনার ছবি দেখেও কিন্তু তা বুঝা যাচ্ছে। মজা করলাম জাষ্ট!

সোহেল ভাইয়ের সাথে সহমতে বলছি, সেইভ করতে দেরী হলে মানে দাড়ি লম্বা হয়ে গেলে কি করবো..????
সেইভ করে লগইন করতে হবে !!!

টেনশন করার কিছুই নাই। যদি দাড়ি গজান, তাহলে পাসওর্য়াড দিয়ে ঢুকে পড়বেন।ব্যাস

    আসলে মাহমুদ ভাই সফটওয়্যার টি মুখমন্ডল রেকিগনেশনের মাধ্যমে না এটি মুলত চখের রেটিনার মাধ্যমে,আপনি যদি উইন্ডোজ সেভেন ইউস করেন তাহলে চখ বন্ধ করে দেখেন লগিন হবে না। সুতরাং দাড়ি নিয়া টেনশন করার কিছুই নাই।

    অল্পের জন্যই যদি চিনতে না পারে তাহলে এই সফ্টওয়ারটা কি খুভ বেশি প্রয়োজন? তবে আপনি সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

    আমি সফটওয়্যার টি চার মাস ধরে ইউস করি।

    যতটুকু আমি জানি এটা রেটিনার 20% এবং ফেস কাটিং 80% নিয়ে কাজ করে।

Thanxx for share….

রিপোস্ট।

হতে পারে

বিস্তারিত স্কিনশর্ট সহকারে লিখলে ভালো হত।

ফেভারিটে থাকলো।

Thanks a lot…………..

শোভন আলম ভাইয়ের টিউন নিজের মতো করে পোষ্ট করার জন্য ধন্যবাদ।
নিচে শোভন রেফারেন্স দাওয়া উচিত ছিল যেম্ন শোভন ভাই তার পোষ্টে দিয়েছিল।
https://www.techtunes.io/download/tune-id/25084

খুবই দারুন জিনিস প্রিয়তে গেল। ধন্যবাদ টিউন করার জন্য।

আইডিয়াটা ভাল লাগলো ………… ধন্যবাদ।

মনে মনে খুজ ছিলাম

৬৪ বিট এর কোনো software নাই?