১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস

৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আর্জিত এই স্বাধীনতা । জাতি হিসাবে আমরা মাথা উচু করে দাড়াতে পারলে ও স্বাধীনতার সুফল ভোগ করেত পারিনি । ক্ষমতালিপ্সু কিছু রাজনৈতিক লেবাসধারী লোকের উদরপূতি হচ্ছে প্রতিনিয়ত । স্বাধীনতার মূলে যে গনতন্ত্র , তা প্রতিনিয়ত বাধাগ্রস্হ হচ্ছে ওইসব লেবাসধারী ব্যাক্তিদের জন্য ।

image0024.jpg

image0043.jpg

তবে আশার কথা, তরুণ প্রজন্ম আজ জেগে উঠেছে । দেশ গড়ার কাজে তারা আত্মনিয়োগ করতে চায় । আর মাত্র কয়েক দিন পরই নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকারের মাধ্যমে নতুন সরকার নির্বাচন করতে যাচ্ছি । বিজয়ের মাসে আমরা এমন একজন লোককে নির্বাচিত করবো যে দেশকে ভালোবাসে সর্বোপরি দেশের কল্যানে আত্মনিয়োগ করবে । আত্যান্ত দুখেtর সঙ্গে বলতে হচ্ছে স্বাধীনতা বিরোধীচক্র যারা পাকহানাদার বাহিনীর সহযোগী হিসাবে এদেশের মানুষকে হত্যা করেছে ,মা বোনদের ইজ্জত লুন্ঠন করেছে তারা এখন ও সক্রিয় । আসুন বিজয় দিবসে শপথ নেই দেশ গঠনে জাতি,র্ধম,বর্ণ,নির্বিশেষে আমরা ঝাপিয়ে পড়বো,স্বাধীনতা বিরোধী চক্রকে প্রতিরোধ ও প্রতিহত করবো ।

Level 0

আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ……. দূর হয়ে যাক বাংলার সব কালো ইতিহাস …… বাংলার আকাশে ঊদিত হোক সম্ভাবনা ও সম্প্ৃতির সূর্য।

জয় বাংলা।

বাংলাদেশ দীর্ঘজিবী হোক।