চৈত্র দিনের গান
রাফিউল বারী সবুজ

আজকের রোদ ছড়াইয়া গেছে
পল্লীর সারা গাঁয়।
এ কি ভীষণ দাবদহ
আজিকার দিনটায়।
এ গাঁ ছড়াইয়া ভাসিয়া গেছে
কোথা মেয়েদের ভেলা।
আজিকার রোদে শস্য পুড়িছে,
চৈত্র করিছে খেলা।
দাওয়ায় বসিছে চাষাদের দল
কত অভিমানে।
বাদলের লাগি দু’হাত বাড়াইয়ে
চাহিছে আকাশ পানে।
পাড়ার যত ছেলে আর
চাষাদের দল,
হুতোম সাজিয়া খোদার ভাবিছে
চাহিছে বাদলা-জল।
নদী, খাল সব শুকাইয়া কাঠ,
ফাটিছে তাদের মুখ।
বাদলের পরশ পাইতে তাহারা
পাতিয়া রহিছে বুক।
ঘাটের জল হাঁটুতে নামিছে,
নাও পড়িছে টানা।
ক্ষুধায় মরিছে হারান মাঝি,
উদরে পড়েনি দানা।
হাটের পথে যায় নাক হাঁটা,
ধুলায় বাড়িছে বাঁধ।
চৈত্রের রোদে হাঁটুর দাপায়
মিটিছে হাটের সাধ।
বটের ছায়ায় বসিছে জটলা,
নানান কথা সরে, জীবনের কত কেচ্ছা গল্পে আসর উঠিছে ভরে।

Level 0

আমি Rafiul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 ঘন্টা 18 মিনিট যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস