কর্মহীন শিক্ষা অনেক সময় মানুষকে ভুল পথে পরিচালিত করে, তৈরী করে অভিজাত শিক্ষিত বেকার শ্রেণী। বেকারত্বের বোঝা নিয়ে তরুণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ না হয়ে দায় হিসেবে চিহ্নিত হয়। আর এজন্য আমাদের এইচ, এস, সি সিলেবাসের আইসিটি বইয়ে যদি আউটসোর্সিং নামে আর একটি অধ্যায় সংযুক্ত করে এবং পাশাপাশি Online Student Income Limitation নামে (শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য) একটি প্লাটফর্ম তৈরী করে (যেখানে আয়ের পরিমান থাকবে নিধারিত এবং স্বল্প পরিসর আকারে) সেই প্লাটফর্ম-এ প্রবেশ করার অনুমতি দেয়, তাহলে-
১। ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষার প্রতি আগ্রহ বাড়ত।
২। আউটসোর্সিং করে ইনকামের মাধ্যমে তাদের অথেনৈতিক সমস্যার সমাধান হইত।
৩। বাংলাদেশ স্বল্প পরিমান বৈদেশিক মুদ্রা আয় করতে পারত অথাৎ রেমিট্রেন্স বাড়ত।
E-mail: [email protected]
আমি মো: হুমায়ন কবির। teacher, Ahmedpur Degree Collage, Natore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।