
👉 ফ্রিল্যান্সিং মানে হলো — তোমার দক্ষতা (skill) বিক্রি করা।
তাই আগে একটা স্কিল বেছে নাও, যেমনঃ
ডিজিটাল স্কিল → গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, SEO, সোশ্যাল মিডিয়া মার্কেটিং
কনটেন্ট স্কিল → আর্টিকেল লেখা, অনুবাদ, কপিরাইটিং
টেকনিক্যাল স্কিল → ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি
🔑 শুরুতে যেটাতে আগ্রহ বেশি, সেটা বেছে নিয়ে ১–৩ মাস ধরে ফোকাস করে শিখো।
ফ্রি রিসোর্স: ইউটিউব, গুগল, ফ্রি কোর্স।
পেইড রিসোর্স: কোর্স (যেমন — Lum IT Hub, Bohubrihi, Coursera ইত্যাদি)
👉 শুধু শেখাই যথেষ্ট না, নিজে প্র্যাকটিস করো।
যেমন, গ্রাফিক্স ডিজাইন শিখলে—
লোগো ডিজাইন প্র্যাকটিস করো
বিজনেস কার্ড বানাও
মক প্রজেক্ট তৈরি করো
📌 এগুলো Behance বা Dribbble-এ আপলোড করে নিজের পোর্টফোলিও বানাও।
👉 জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস:
Fiverr
Upwork
Freelancer
PeoplePerHour
🔑 সেখানে নিজের প্রোফাইল সুন্দরভাবে সাজাও:
প্রফেশনাল ছবি দাও
সার্ভিস বর্ণনা করো
স্যাম্পল/পোর্টফোলিও অ্যাড করো
👉 প্রথমে ছোট প্রজেক্টে বিড করো বা গিগ দাও।
রিভিউ জমলে বড় প্রজেক্ট পাবে
ধীরে ধীরে রেট বাড়াও
👉 শুধু মার্কেটপ্লেস না, নিজের ফেসবুক, লিংকডইন, ইনস্টাগ্রামে টিউন করো
👉 বলো তুমি কোন সার্ভিস দিচ্ছো
👉 বন্ধু, পরিচিত, ছোট ব্যবসার সাথে কাজ শুরু করতে পারো
👉 ফ্রিল্যান্সিং = তাড়াতাড়ি টাকা না, বরং স্কিল + পরিশ্রম + সময়ের ফল।
👉 কমপক্ষে ৩–৬ মাস সিরিয়াসভাবে দিলে রেজাল্ট পাবে।
✅ সারাংশ:
একটা স্কিল শিখো
প্র্যাকটিস করে পোর্টফোলিও বানাও
মার্কেটপ্লেসে একাউন্ট খুলো
ছোট প্রজেক্ট দিয়ে শুরু করো
সোশ্যাল মিডিয়ায় প্রচার করো
ধৈর্য ধরো
আমি বিল্লাল হসসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।