
তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার যেন একটি অবিচ্ছেদ্য অংশ। যেকোনো প্রয়োজনীয় কাজে কম্পিউটার আমাদের লাগবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল, গার্মেন্টস, কৃষি সেক্টর সব জায়গাতে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম।
তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন কম্পিউটার আসলে কী অথবা কম্পিউটার কাকে বলে? অনেকে হয়তো কম্পিউটার ব্যবহার করে কিন্তু কম্পিউটার আসলে কাকে বলে তা নিজেই জানে না।
তাই আজকের এই টিউনে কম্পিউটার কাকে বলে ও কত প্রকার তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
কম্পিউটার কাকে বলে?
কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে তথ্য গ্রহণ করে, সেগুলোকে নির্দিষ্ট নির্দেশাবলী অনুযায়ী প্রক্রিয়া করে ও আউটপুট প্রদান করে। এর পাশাপাশি এটি তথ্য সংরক্ষণও করতে পারে।
সহজভাবে বললে, কম্পিউটার এমন একটি যন্ত্র যা ইনপুট গ্রহণ করে, প্রক্রিয়া করে, আউটপুট দেয় ও তথ্য সংরক্ষণ করে থাকে।
পূর্বে কম্পিউটার বলতে শুধু গণনাকারী যন্ত্র বোঝানো হতো। তবে আধুনিক কম্পিউটারগুলো গণনার পাশাপাশি লেখালেখি, ছবি তৈরি, ইন্টারনেট ব্যবহার, বিনোদন ও আরো অনেক ধরনের জটিল কাজ খুব দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে।
কম্পিউটার কত প্রকার ও কী কী
কম্পিউটার কত প্রকার ও কি কি তা বলা অনেকটা কঠিন। কেননা কম্পিউটারের প্রকারভেদ আকার ও জেনারেশনের উপর নির্ভর করে।
জেনারেশনের উপর ভিত্তি করে কম্পিউটার মূলত তিন প্রকার। অ্যানালগ কম্পিউটার; ডিজিটাল কম্পিউটার; হাইব্রিড কম্পিউটার।
আবার আকারের উপর ভিত্তি করে কম্পিউটার মূলত চারভাগে বিভক্ত। এগুলো হচ্ছে সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার ও মাইক্রো কম্পিউটার।
আমি পারভেজ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।