
নারীর স্বাস্থ্য সুরক্ষার জন্য আলাদা এক বিশেষজ্ঞ ডাক্তার হয়েছে। যার নাম হল গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। অর্থাৎ, গাইনি ডাক্তার হল নারী স্বাস্থ্য সুরক্ষা ডাক্তার।
নারীর বিভিন্ন রোগের সুচিকিৎসা প্রদান ও পরামর্শ প্রদান করাই হচ্ছে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের প্রধান কাজ। গাইনি ডাক্তার মানে কি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে এই টিউন শেষ পর্যন্ত পড়ুন।
গাইনি ডাক্তার মানে কি?
গাইনি শব্দের অর্থ মহিলা বা নারী আর ডাক্তার শব্দের অর্থ বিশেষজ্ঞ। তাহলে গাইনি ডাক্তার মানে হচ্ছে মহিলা বিশেষজ্ঞ বা নারী বিশেষজ্ঞ।
অন্যভাবে বলতে গেলে, যে সকল ডাক্তারগণ নারীর স্বাস্থ্য ও সুরক্ষায় কাজ করে তাদেরকে গাইনি ডাক্তার বলা হয়।
গাইনি ডাক্তার কি কি রোগের চিকিৎসা করেন?
গাইনি ডাক্তার মূলত নারী স্বাস্থ্য নিয়ে কাজ করে। এর মধ্যে রয়েছে নারীর মাসিকের সমস্যা, বন্ধ্যাত্ব, গর্ভাবস্থার জটিলতা, পেলভিক ব্যথা, ডিম্বাশয়ের সিস্ট, জরায়ুর সমস্যা ও অন্যান্য স্ত্রীরোগ সংক্রান্ত রোগের চিকিৎসা প্রদান করে থাকে।
আমি পারভেজ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।