এটি আমার অনেক আগের একটি পোস্ট অক্টো 4, 2007 এ আমার ব্লগে লিখেছিলাম।
যদিও অনেক দেরীতে পোষ্ট দিলাম যদি আপনাদের কাজে আসে.
H.264 বা MPEG-4 Part 10 হচ্ছে একটি অসাধারন ভিডিও কমপ্রেশন ফরমেট যাকে Advanced Video Coding (AVC) ও বলাহয় । এটি একটি পেটেন্টেড ভিডিও এনকোডার তবে X264 হচ্ছে এর ওপেনসোর্স ইম্প্লিমেন্টেশন। এটি এমপিইজি - ২ থেকে অনেক স্বল্প বিটরেটেও এমপিইজি ২ মানের অর্থাৎ ডিভিডি কোয়ালিটির কাছাকাছি মানের ভিডিও প্রদর্শন করতে পারে। যেখানে ডিভিডির আকার কয়েক গিগাবাইট সেখানে সেই ডিভিডিকে MPEG-4 ফরমেটে Ripping করলে এর ভিডিও সাইজ হবে ৩০০ - ৬৫০ মেগাবাইটের মত এনকোডিং সেটিং'স এর ভিত্তিতে।
সম্প্রতি এডবি ফ্ল্যাশ প্লেয়ারেও H.264 সাপোর্ট দেয়া হয়েছে।এই ফরমেটটির জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কারন এটি ডিভিডি কোয়ালিটির সমমানের ভিডিও প্রদান করতে পারে কম বিটরেটে এবং ফাইল সাইজ স্বল্প আকারে হয় বলে। আমি টরেন্টে প্রায় ভিডিও ডাউনলোড করি তাই বলতে পারি যারা টরেন্টে ডিভিডি রিপড মূভি শেয়ার করে তাদের জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ফরমেট।
ডিভিডি কে কমপ্রেস করে স্বল্প আকারে সংরক্ষনের জন্য Divx , xvid ইত্যাদি জনপ্রিয় হলেও H.264 বা MPEG-4 এর জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে। এইতো কিছূদিন আগে হিমেশ রেশামিয়ার ফিল্ম AAP KA SUROOR (সাইটটিতে প্রথমে রেজিষ্টার করতে হবে টরেন্ট ডাউনলোডের জন্য) ডাউনলোড করলাম । এর কোয়ালিটি দেখে আমি অভিভূত, চমৎকৃত। বিশ্বাস না হলে আপনি টরেন্ট ডাউনলোড করে দেখতে পারেন।ডিভিডি ফিল্মটি থেকে এনকোড করা হয়েছিল x264 এনকোডার দিয়ে। আর শুধূ ভিডিও কোয়ালিটি থাকলেই তো হবেনা অডিও কোয়ালিটিও ভালো হতে হবে ।
তাই অডিও এনকোডিং এর জন্য ব্যবহৃত হয় Advanced Audio Coding (AAC) এনকোডিং method । এটি ডেভলপ করেছে MPEG group । এটি AC3 ( বা Dolby Digital) অডিওকে এমন ভাবে কমপ্রেস করে যাতে অডিও ফাইলের আকার ছোট হয় কিন্তু অডিও কোয়ালিটি থাকে অসাধারন মানের।ডাউনলোডও হ বলা হয়নি x264 হচ্ছে ভিডিওকে H.264/MPEG-4 ফরমেটে এনকোড করার জন্য free software library. যেটি জিপিএল লাইসেন্সের আওতায় বিনামূল্যে পাওয়া যায়।
বলে রাখি x264 আর H.264 দুটো পুরোপুরি এক বিষয় নয় H.264 হচ্ছে স্টেন্ডার্ড MPEG-4 ভিডিও ফরমেট আর x264 হচ্ছে ভিডিওকে সেই ফরমেটে রুপান্তরিত করার একটি এনকোডার । আর এপিইজি ৪ এর ফাইল ফরমেট এরকম হতে পারে shrek3.mp4 বা shrek3.mkv
মূল সাইট : http://x264.nl/
তবে ডিভিডিকে x264 MPEG-4 এ এনকোড বা রিপিং করার জন্য একটি জনপ্রিয় GUI ফন্টএ্যান্ড হচ্ছে meGUI ডাউনলোড
meGUI দিয়ে একটি ডিভিডি ভিডিওকে MP4 এর এনকোড করার জন্য এই টিউটোরিয়ালটি অনুসরন করুন
x264-Megui Guide.zip - 1.89 MB
আমি স্ক্রিনশট দিচ্ছিঃ
Harry.Potter.And.The.Order.Of.The.Phoenix.2007.DVDRip.R5.PRO
http://www.demonoid.com/files/details/1350606/21639240/
Media info:
[Codec] H264/AVC @ 710 Kbps
[Encoder] x264 MeGUI 0.2.4.1039
[Resolution] 720x288 @ A.R.2.55
Runtime] 138 min
[Size] 700 MB
Audio Codec] AAC 32 kbps
Aap Ka Suroor (2007) [x264/AAC]
http://exdesi.com/best-quality-aap-ka-t10093.html?p=65589
Media info:
Resulation: 640 X 304
Bitrate: 456 Kbps x264
FPS: 29.97 fps
Audio: 48 kbps ACC
Size: Video : 405MB
Audio : 42.6MB
এ ফরমেটের ভিডিও যে সকল প্লেয়ার দিয়ে দেখা যাবে VLC media player / KMPlayer লিনাক্সে এই H.264 / MP4 ভিডিও তৈরী করার সফটওয়ার হচ্ছে Avidemux
এটি লিনাক্স উইন্ডোজ এবং ম্যাকের জন্য পাওয়া যায়। এর সাম্প্রতিক 2.4 Preview 2 ভার্সনে H.264 / MP4 ভিডিও ফরমেটের সাপোর্ট দেয়া হয়েছে।
mp4 ভিডিওর কোয়ালিটি আর সাইজ দেখে আপনি চমৎকৃত হবেন।
আর ডিভিডি " .vob " ফাইলকে Avidemux দিয়ে ওপেন করার পূর্বে ভিডিওকে DVD Decrypter 2 3 গাইড দিয়ে ডিক্রিপ্ট করে নিতে হবে। ডিক্রিপ্টেড " .vob " ফাইল টি আপনার হার্ডডিস্কে সেভ হবে । যেটির আকার একই থাকবে। এখন সেটি Avidemux থেকে ওপেন করতে পারেন
লিনাক্সের জন্য গাইড : Convert Movies (with subtitles) for Your PSP on Ubuntu - AVI/MKV/DVD to MP4/H.264/AAC
আর ভালো কথা ডিভিডি ভিডিও বা ভালো রেজুলেশনের ভিডিও যেমন ৬৪০ x ৪৮০ বা ৭২০ x ৪৮০ আকারের ভিডিওকে MP4 এ কনভার্ট করে ভালো ফলাফল পাবেন। তারচেয়ে কম রেজুলেশনের ভিডিওকে H.264 (MP4) এ কনভার্ট করা যুক্তিসঙ্গত নয়।
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
http://www.videolan.org/developers/x264.html
এখানে নীচে আরো অনেক সাপোর্টেড কনভার্টার দেয়া হয়েছে
meGUI টা একটু জটিল এবং এডভান্সডইউজারতের জন্য আর সময় নেয় অনেক।
আর aac অডিও কনভার্টিং এর জন্য সিলেক্ট ভালো কম আকারে ভালো অডিও আউটপুট পাবেন । আর ভিএলসি প্লেয়ার যথেষ্ট এ সকল বিডিও দেখার জন্য
লিনাক্সের জন্য এই গাইডটা দেখতে পারেন http://news.softpedia.com/news/Convert-Movies-with-subtitles-for-your-PSP-on-Ubuntu-67806.shtml
ডুম এর এনকোডার কমপ্যারিজন রেজাল্ট
Tomar ei Software e Malware Ase Tai Valo Antivirus dia scan koro.such as Avg internet security with Firewall.Thank u for knowing us about this software
Shuvro first wanted to let user know about this encoder user can use thos converter i mentioned to encode a video with x264 encoder . Avidamux is easy to use and Format Factory too. Next will go with detail
সোহেল ফ্রন্টপেজে শিরোনামের পাশে ছবি দিতে হলে ছবি 75×75 পিক্সেল হতে হবে সেটা টেকটিউনস বা কোথাও আপলোড করে টেকটিউনসে টিউন পোষ্টিং এর নীচে লিন্কটি এ্যাড করার অপশন দেখবেন সেখানে ইমেজ লিন্ক এড করে টিউন পাবলিশ করুন
wHEN I INSTALL IT THEN avg internet security 8.5 with firewall block it for malware.And auto delete some file
if u use avg internet security so u can 2 know which file was attacked but all of avg can not detect it because they have no firewall option
আপনি কাটছাটের জন্য ফ্রি হিসেবে virtualdub ইউজ করতে পারেন বা AVIDAMUX ইউজ করতে পারেন
মূল H.264 এনকোডারের পেটেন্ট ইনফরমেশন
http://www.mpegla.com/avc/
ওপেনসোর্স এনকোডার http://x264.nl/
সোর্সকোড:
http://www.videolan.org/developers/x264.html
এ এনকোডিং সাপোর্টেড ফ্রি এনকোডার
Format Factory http://www.pcfreetime.com/
বা http://avidemux.berlios.de/
HandBrake
http://handbrake.fr/