একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত তথ্য

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে গত ১৩ই মে ২০১৮ থেকে। সারা বাংলাদেশের সব কলেজের এইচএসসি /  একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি ২০১৮- প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রানালয়। এবছর কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। মেধার ভিত্তিতে ভর্তির পর অতিরিক্ত ছাত্রছাত্রীদের অগ্রাধিকার কোটায় ভর্তি করা হবে। মেধা তালিকায় নির্বাচিত হওয়ার পরও ভর্তি নিশ্চিত না হলে শিক্ষার্থীরা আবার আবেদন করতে পারবেন। গত ৭ই মে শিক্ষা মন্ত্রণালয় একাদশ শ্রেণীর ভর্তির চূড়ান্ত নীতিমালা ঘোষণা করে। আজ থেকে কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য http://www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সাথে সাথে এসএমএসের মাধ্যমেও আবেদন করা যাবে।

একাদশ শ্রেণীতে ভর্তির বিস্তারিত

গত বছর একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের ৮৯ শতাংশ মেধার ভিত্তিতে ভর্তি করা হয় এবং ১১ শতাংশ কোটায় ভর্তি করা হয়। কিন্তু এই বছর একাদশ শ্রেণীতে ভর্তি ১০০ শতাংশ মেধার উপর ভিত্তি করে করা হবে। এ ছাড়াও মুক্তিযোদ্ধাদের ৫ শতাংশ, বিভাগীয় ও জেলা সদর দফতরের ৩ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের উপবিভাগীয় পদ ২ শতাংশ, বিকেএসপি ০.৫ শতাংশ এবং প্রবাসী ০.৫ শতাংশ। কিন্তু এই কোটায় কোনও উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে এই আসনে কাউকে ভর্তি করানো যাবে না।

নীতিমালা অনুযায়ী গতবছরের মতো এবছরও অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে hsc ভর্তির আবেদন করতে পারবে। অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ১৫০ টাকা টেলিটক মোবাইল এর মাধ্যমে জমা দিতে হবে। এছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে প্রতি এসএমএসে একটি কলেজে আবেদন করতে পারবেন। এই জন্য শিক্ষার্থীকে প্রতি কলেজের জন্য ১২০ টাকা টেলিটক মোবাইল এর মাধ্যমে জমা দিতে হবে। উল্লেখ্য যে অনলাইনে এবং এসএমএস মিলে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বচ্চ ১০টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন।

একাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশিকা

এছাড়া ঢাকা মেট্রোপলিটান এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা ঘোষণা করা হয়। এখন থেকে ঢাকা মেট্রোপলিটান এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এইচ এস সি ভর্তি জন্য ৫ হাজার টাকা, এছাড়া ঢাকার আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য ৯ হাজার টাকা (বাংলা মাধ্যম) এবং ১০ হাজার টাকা (ইংরেজি মাধ্যম) ভর্তি ফি নির্ধারণ করা হয়। সব প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন ফি ৩ হাজার টাকার বেশি হতে পারবে না। প্রতিটি সেক্টরে অর্থ গ্রহণকালে অবশ্যই রিসিভ স্লিপ দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়াও ঢাকা পৌর এলাকার জন্য HSC ভর্তি ফি ১হাজার টাকা, পৌর সদর দফতর ২ হাজার টাকা, ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটান এলাকায় ৩ হাজার টাকার বেশি হতে পারবে না।

Level 0

আমি তারেক আজিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস