ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন রিকোভা দিয়ে

আসসালামুয়ালাইকুম,

মামারা ভাল আছেন?

আজকে আমার ২য় টিউন করব।

Recova আপনার কম্পিউটারে ইচ্ছাক্রিত বা অনিচ্ছাক্রিতভাবে যেকোনো জরুরি ফাইল ডিলিট হয়ে যেতে পারে। তখন বেশ দুরভোগ পোহাতে হয়। বিশেষ করে অফিসের জরুরি ফাইল অথবা আপনার নিজের কম্পিউটারের দরকারি ফাইল যেকন ভাবেই ডিলিট হয়ে যেতে পারে, তখন সেটিকে রিকোভা দিয়ে অতি সহজ ভাবে ফিরিয়ে আনা যাবে!

এর গূনাগূনঃ

১.খুব দ্রুত কাজ করে।

২.ডিপ স্ক্যান করে।

৩.এক্সপি সাপোরতেড।

৪.ইমেইল রিকোভারি।

৫.সেভ করা হয়নি এমন ওয়ারড ডকুমেন্টও ফিরিয়ে আনতে পারে।

৬.কোনো ফাইলকে যদি চিরতরে ডিলিত করতে চান, তাহলে তাও পারবেন।

৭.খুব কম সময়ে ওধিক ফাইল রিকোভার করতে পারে।

DOWNLOAD HERE

পড়ার জন্য ধন্যবাদ। ভাল লাগলে কমেন্ট করবেন।

http://djarifrocks.tk

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1479 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice soft. thanks

ভাই আপনি হে সফট টা দিয়ে স্ক্রীন শট বা স্ক্রীন কেপচার করলেন সেই সফট টা কি দেয়া যাবে ?

    ভাইজান , Keyboard থ্যাইকা Print Screen SysRq – এই Key টিতে একবার টিপদেন আর যে কোন Image Editor ( যেমন – Windows Paint , Photoshop ) এ্যা গিয়া Paste কইরা দেন । তালেই পাইয়্যা যাবেন আপনার Screen Shot . এর জন্যে কোন আলাদা Screen Capture Software লাগবো না ।

    Alt এবং Print Screen SysRq একসাথে ক্লিক করেন। এখন paint এ যান। এরপর edit ,তারপর paste. এবার save করেন।

    আমার উত্তরটাতো অন্য ভাইরাই দিয়া দিল।
    ধন্যবাদ “গোকুলের ষাঁড়” এবং “সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও”।
    আপনাদের আসল নামটা জানালে খুশি হতাম।

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ, ডিলেট হওয়া ফাইল কত সময় পর ফিরে আনা সম্বভ।

    টিউনটির ৪র্থ নম্বর Screen Shot এর ছবিটির ডানপাশে লক্ষ্য করুন । হার্ড ডিস্কের ঐ Header এর ঐ Track এ যতদিন না পর্যন্ত অন্য কোন ফাইল দিয়ে Overwrite না হবে , ততদিন পর্যন্ত ঐ Track থেকে ডিলিটকৃত ছোট-খাটো ফাইল Recover করা যাবে ।

    যখন কম্পউটারের হার্ডডিক্স ,পেনড্রাইভে বা মোবাইলের মেমোরী কার্ডের কোন ডাটাকে মুছে ফেলি আসলে সেই ডাটা ঠিকই থাকে শুধু মুছে যায় তার কিছু information যাতে কম্পিউটারকে Systems কে জানানো হয় যে ঐ স্হানটিতে ফাইল পুনরায় স্হাপনের জন্য অনুমতি আছে । আবার ফাইল পুনরায় স্হাপনের জন্য কিছু শর্ত মনে চলে যেমন ধরুন ,1 mb এটি মেমোরী কার্ডের 256 kb একটি ফাইলকে যদি মুছে ফেলি এবং 512kb একটি ফাইল কপি করি তাহলে সে অবশিষ্ট 1024-256=786kb এর মধ্যে ফাইলকে কপি করবে আবার যদি 256 kb আর একটি ফাইলকে কপি করি তখন 786kb-512kb=256 kb এর মধ্যে কপি করবে একটু লক্ষ করুন এখন ও কিন্ত ফাইল পুনরায় স্হাপন হয় নাই । কারণ 512kb+256 kb=786kb এখনো 256 kb ফাঁকা আছে এবং মুছে ফেলা ফাইল Recovery সম্ভব কিন্ত এখন যদি 64 kb আর একটি ফাইলকে কপি করি তাহলে সে ঐ 256 kb কে চির তরে মুছে নতুন ফাইলকে কপি করবে । এখন যদি 40 Gb হার্ডডিক্স হয় তাহলে প্রক্রিয়াটা অনকে জটিল হয়ে যাবে ।

    “গোকুলের ষাঁড়” এবং “সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও” আপনাদের দুজন কে অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার হয়ে প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিলেন। আপ্নারা খুব ভাল মানুষ। আল্লাহ আপনাদের ওপর শান্তি বরশিত করুন। আমিন।

    আলহামদুলিল্লাহ । আর আমরাও দোয়া করি – আল্লাহ যেন দেশের সব ইঁচড়ে পাকা DJ ছাওয়াল-পাওয়ালদের উপর যেন শান্তি বর্ষণ করেন ।

    @ গোকুলের ষাঁড় ভাইয়া হাসালেন!

Try তো অনেকগুলাই করছি – কিন্তু যত সমস্যা দেখায় Video এবং Audio ফাইল Recover করবার গেলে । বেবাক কয়ডার দম ওখানেই আটকাইয়া যায় । দেখি এইডা Try কইরা !

    ভাই চেস্টা করেন। আমি একবার আমার এমপি ফাইভ থেকে জোধা-আকবর ছবিটা{ফুল মুভি} ডিলিট করে ফেলসিলাম! পরে রিকভা দিয়ে পুরাটা মুভি ফিরা পাইসি বাট মুভিটা টাইনা দেখা যেত না!

    জোধা আকবর !!!!!!!!!! দেখবার জন্য আবার রিকভারির ব্যবহার !!!!!!! এত কষ্ট তো আর দিলে সয় না !! এই কষ্টে হাসুম না কাদুম বুঝবার পারতাছি না !!!!!

    হা! হা! হা!

    হাসুন! হাসা শরীরের জন্য ভাল।
    আমিও হাসি হা! হা! হা!

    আপনার Pic টা কিন্তু জোশ!

vai “josh” er mane ki?

    কিছু কথা বুঝে নিতে হয়!!
    টিউন কেমন হ্ল বললেন না?????

Level 0

টিউন ভাল হয়েছে, ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ নুরজাহান আপু!

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এরকম একটি সফ্টওয়্যার আমাদের সাথে শেয়ার করার জন্য।

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত কষ্ট করে পড়ার জন্য!

আমার হঠা করে ৪টা ডাইপ পাটিসন হয়েগেছে। আমার ডাটা গুলো আগের মত করে ফিরে পাব।

vhi, link tooo nai????
link ta dile onk valo hoitooo

Level 0

vai link e click korle to unvalid boltese :/ ki korbo? ar dui din ager delete kora audio file ki ferot pabo? ami hp laptop chalai ..windows7

লিংক কাজ করে না।