যে কোন ছবিকে কার্টুন বা নকশায় রুপান্তরিত করে ফেলুন [ওপেন সোর্স সফটওয়্যার]

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। অনেকদিন পর লিখতে বসলাম। আজকে আপনাদের সাথে একটা মজার সফটওয়্যার শেয়ার করতে চাই। আগে হয়ত অনেকেই ছবিকে কার্টুন বানাবার সফটওয়্যার ব্যাবহার করেছেন, কিন্তু সেগুলো হয়ত ওপেন সোর্স নেয়। ডলার দিয়ে কিনতে হয়। যার জন্য অনেকেই পাইরেসি করে ফুল ভার্সন ব্যাবহার করেন। কিন্তু আজকে যেই সফটওয়্যারটি দেখাব সেটা সম্পূর্ণ বৈধ এবং ওপেন সোর্স সফটওয়্যার। Install করারও কোন ঝামেলা নেই, এটা পোর্টেবল সফট। আশা করি আপনাদের ভাল লাগবে। সফটওয়্যারটির নাম XnSketch.

সফটওয়্যারটিতে যা যা রয়েছেঃ

  • ১৮ রকমের ভিন্ন ভিন্ন Effects (black strokes, white strokes, pastel, pencil sketch, colored sketch, ...)
  • Edge strength, and opacity adjustement
  • Contrast, brightness, saturation adjustement
  • Save or share the result

মাত্র 16.87 MB এর একটা পোর্টেবল সফটওয়্যার।

ডাউনলোড করে নিন এখান থেকে ।।।

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস