ডাটাবেজ বিহীন ব্লগিং প্লাটফর্ম : ৭টি ফ্রি সিএমএস

পৃথিবীর অধিকাংশ ব্লগই ডাটাবেজ ভিত্তিক। ওয়ার্ডপ্রেস, জুমলা বা দ্রুপালের মতো বিনামূল্যে পাওয়া সিএমএস আসার কারনেই হয়তো এই আধিপত্য আরও বেড়েছে। তার পরেও অনেকে ডাটাবেজের ঝামেলায় যেতে চায় না। নিজের ছোট খাট একটি ব্লগ বা পোর্ট ফলিওকে সাধারন রাখতে অনেক সুবিধাই দিতে পারে ডাটাবেজ বিহীন সিএমএসগুলো:

১.গতি:

অনেক সময় সারভারের ডাটাবেজে অনেক শ্লথ হয়ে যায় যার দরুন সাইট লোড হতে সময় নেয় অনেক। এমনিতেও সরাসরি একটি পেজের ইলিমেন্ট প্রদর্শণ থেকে আরও অনেক সময় কেড়ে নিতে পারে ডাটাবেজ।

২. সারভার খরচ:

সাধারণত: মাইএসকিউএল ডাটাবেজের লিনাক্স হোস্টিং থেকে শুধু পিএইচপি হোস্টিং খরচ কম। তাছাড়া অনেক সারভারেরই ডাটাবেজের একটি লিমিটেশন থাকে।

৩. ইনস্টল ও ব্যাকআপ নেয়া সহজ:

শুধুমাত্র ফোল্ডারের ভেতরের ফাইলগুলো আপলোড করলেই ঝামেল শেষ। ওয়েবসাইট হয়ে গেল। ব্যাকআপ নেয়ার ক্ষেত্রে জিপ করে আপলোড করলেই হলো।

৪. সহজ-সরল আর ছোট

একেবাড়েরই সহজ এর ছোট হয় সিএমএস গুলো।

আরও পড়ুন:

ব্লগ ডিজাইনের ক্ষেত্রে যে ৯ টি বিষয় লক্ষ রাখবেন

জেনে নিন HTTP এর Success এবং Error কোডগুলোর বিস্তারিত

জনপ্রিয় ও সুন্দর ব্লগসাইট বানানোর বিশ্বসেরা টিপস

ওয়েব/গ্রাফিক ডিজাইনার ডেভলপারের জন্য অফিসিয়াল টিপস

ওয়েব ডিজাইনারের জন্য শক্তিশালী ভাল মানের জটিল ৩৫ টি ফন্ট

এবার ডাটাবেজ বিহীন কিছু সিএমএস এর সাথে পরিচিত হই:

১. ফ্লাটপ্রেস:

এটি অনেকটা ওয়ার্ডপ্রেস আঙ্গিকে বানানো। এর ফিচারগুলো নিচে দেয়া হলো:
flatpress-demo-download-ফ্লাটপ্রেস
ক. এর ডাটাগুলো টেক্সট ফাইল আকারে সংরক্ষিত হয়।
খ. এখানে ট্যাগ ও বিভাগে ব্যবহার করা যায়
গ. এখানে উইজেট সিস্টেম আছে। চাহিদামতো উইজেট যুক্ত করা যায়।

২. GetSimple


এটি একটি ছোট সুন্দর একটি সিএমএস। ডাটাগুলো এক্স এমএল এ সংরক্ষিত হয়। ট্যাগ আর ফাইল আপলোডের সুবিধাও আছে এখানে।

৩. Pivot:


এটিতে আছে আরও কিছু নান্দনিক ব্লগিং ফিচার

ক. বিভাগের ব্যবস্থা

খ. সার্চ টুলের মাধ্যমে সার্চ করার সুবিধা

গ. ভিজিটরের তথ্য ব্যবস্থাপনা

ঘ. মতামত দেয়ার ব্যবস্থা

ঙ. আরএসএস ফিডের ব্যবস্থা

চ. সাপ্তাহিক বা মাসিক আর্কাইভ

৪.CMSimple:


ফাইল আপলোডের সুবিধা,থার্ড পার্টি স্ক্রিপ্ট ব্যবহারের সুবিধা আছে এতে

৫. Guppy:

কমেন্ট, ফোরাম, গেস্টবুক সহ একটি সুন্দর সিএমএস এটি । যদিও আমার কাছে অতটা আহামরি কিছু মনে হয় নি।

৬. RazorCMS:

এটি মাত্র ২০০ কিলোবাইটের (বা তার কিছু বেশি হবে হয়তো) ডাটাবেজ ছাড়া সিএমএস। আমার মনে হয় ছোট একটি পোর্ট ফলিও আর অল্প কিছু পেজের সাইটের জন্য এটি সুন্দর হবে।

৭. SkyBlue


একটি অনন্য সিএমএস। দিন দিন এর কাজের পরিধি বাড়ছে। এর ফিচারগুলো হলো: ক. ফাইল এক্সএমএল এ সংরক্ষিত হয়।

খ. সার্চ ইঞ্জিন বান্ধব।

গ. মেটা ট্যাগের ব্যবহার।

ঘ.আরএসএস ফিডের ব্যবহার।
মূল পোস্ট

আপনার কি টিউটরিয়ালবিডিতে নিয়মিত আসতে সময় হয় না?
ই-মেইলের মাধ্যমে পরবর্তি টিউটরিয়ালগুলো পেতে ইমেইল সাবক্রাইব করুন

২১২ জন পাঠক ই-মেইলের মাধ্যমে নিয়মিত টিউটরিয়াল পড়ছেন।

টুইটারে অনুসরন করুন

গুগল বাজে অনুসরন করুন

ফেসবুকে ভক্ত হোন

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম, ভালোই । কিন্তু আমি জুমলা তেই ভালা পাই

জটিল টিউন।

ভালো টিউন অনেক কিছু জানলাম।