গিম্প টিউটোরিয়াল [ সুপারনোভা ইফেক্ট ]

গিম্পের ভেতরে যত ঢুকছি ততই মজা পাচ্ছি। দারুন এক সফটওয়ার গিম্প। আজকে নিয়ে আসলাম আরেকটি টিউটোরিয়াল। এটা একটি সিম্পল টিউটোরিয়াল যে কেউ পারবেন। আপনি এটি সর্বোচ্চ ৫ মিনিটে তৈরি করতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করে দিই।

প্রথমে গিম্পে প্রবেশ করে একটি নতুন ফাইল নিন 640*480 মাপের। তারপর Filter>Render>Fractal Explorer এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-14.gif

এখান থেকে Fractals থেকে Energetic Diamond সিলেক্ট করে প্রথমে Apply এবং তারপর OK করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-15.gif

আপনার ইমেজ নিচের মত হবে

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-16.gif

এরপর আবার Filter>Blur>Motion এ গিয়ে নিচের মত মান দিন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-17.gif

তারপর Filter>Light and Shadow>Supernova তে গিয়ে নিচের মত মান দিন

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-18.gif

তাহলেই কেল্লাফতে!! দেখুন আপনার ইমেজ!!

http://www.rongmohol.com/uploads/1805_rasel_gimp_effect222.png

আশাকরি ছোট্ট এই ইফেক্টটি সহজেই দিতে পারবেন। আগামীতে আরও ইফেক্ট নিয়ে হাজির হব আশাকরি।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো জিনিষ। আপনার নাম মিস্টার ফটোশপ এবং গিম্প রাখা যায় 🙂

ভাই সফটওয়ারটির নাম গিম্প না, হবে জিম্প।

    এটার সপক্ষে তথ্যসূত্র দরকার। GIMP হল GNU Image Manipulation Program। এখানে GNU এর বাংলা উচ্চারণ গনুহ্; এছাড়া gnomeকে অনেকে জিনোম, গ্নোম, নোম ইত্যাদি বললেও এর উচ্চারণ হল গনোম (উইকি দ্রষ্টব্য)। তাই স্বাভাবিক ভাবেই আমার ধারণা এটার উচ্চারণ গিম্প। অফিসিয়াল ডকুমেন্টেশনে কিছু পাইনি। আপনি উচ্চারণ বিষয়ে অফিসিয়াল কোনো রেফারেন্স পাইলে জানাবেন আশা করি।

    ha….ha….ha….
    জিম্প হবে
    prothom alo ta flashing hoya cilo…..

    @ মাস্টার ইয়াসিন:

    আমি কৌতুক শুনতে চাইনি বা বলিনিও যে আপনি হাসছেন!!

    অফিসিয়াল তথ্যসূত্র চাচ্ছিলাম। এর উচ্চারণ দুইভাবেই হয় এবং করে … ইন্টারনেটে একটু ডিকশনারী ঘাটলেই উচ্চারণের ফোনেটিকাল সিম্বল সহ পাইতেন। GIMP কথাটার অন্য একটা শাব্দিক অর্থও আছে, কিন্তু এই প্রোগ্রামের ক্ষেত্রে এটা একটা এক্রোনিম হিসেবে ব্যবহৃত হয়েছে … কাজেই ঐ শব্দের উচ্চারণ (যেটা বেশিরভাগ ক্ষেত্রে গিম্প এবং কোনো কোনো জায়গায় জিম্প) অনুযায়ী হতে হবে এমন কোনো কথা নাই। তাই অফিসিয়াল তথ্যসূত্র দরকার।

    প্রথম আলো কম্পিউটার বিষয়ক কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র নয়। কয়েকদিন আগেই তারা উইন্ডোজ সিস্টেম রিস্টোরকে বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কার হিসেবে খবর প্রচার করেছে!! এর আগে এপ্রিল ফুলের খবরকে সত্য মনে করে গুগলের সুয়ারেজ লাইন দিয়ে ইন্টারনেট দেয়ার খবরও ছেপেছে!!

    এই কপি-পেস্টারটা আবার বানান বিশেষজ্ঞ হলো কবে থেকে?

    @রনি পারভেজ
    কপি পেস্টার কে?

    উচ্চারণ নিয়ে আলাপ হচ্ছে। বানান নিয়ে নয়।

এখানে দেখুন/শুনুন

http://www.wordnik.com/words/gimp/pronunciations
http://www.forvo.com/word/gimp/
http://www.gstatic.com/dictionary/static/sounds/de/0/gimp.mp3

লিংকগুলো প্রজন্ম থেকে পাওয়া!