● আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ বদলে দিন !!! ফোল্ডার ব্যকগ্রাউন্ডে ব্যবহার করুন আপনার ইচ্ছেমত ইমেজ…

ছোট্ট একটি সফটয়্যার দিয়ে আপনি চাইলেই আমার কম্পিউটারের ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে পারেন। আপনার পছন্দমত ইমেজ ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে বসিয়ে আরো আকর্ষনীয়, দৃষ্টি নন্দন করে তুলতে পারেন আপনার কম্পিউটারকে। তবে মনে রাখবেন সফটয়্যারটি উন্ডোজ এক্সপি'তে কাজ করবে।

Image

Image

Image

Image

ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করতে ৩টি অপশন পাবেন :-

  • নিচের লিঙ্ক থেকে সফটয়্যারটি ডাউনলোড এবং ইন্সটলের পর সফটয়্যারটি দ্বারা প্রথমে ফোল্ডার'টি সিলেক্ট করুন।
  • তারপর পছন্দমত ইমেজ সিলেক্ট করুন।
  • সর্বশেষে এ্যাপ্লাই করে দিন।

ব্যাস হয়ে গেল। আশা রাখি আমার  মিনি টিউন'টি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে...

Image

Change Folder background

2.2 mb সফটয়্যার'টি এক্ষুনি নামিয়ে নিন। সবাই ভালো থাকবেন।

সেই শুভ কামনায়…

নাবিল

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন। তবে এটা কোডিং করেও করা যায়

    Level 0

    Freeseotools এটা কি কাজ করে কেও বলতে পারেন

ভাই যান আপনার টিউনটা ভালো হইছে ধন্যবাদ,কিন্তু উইন্ডোজ৭ জন্য কি কোনো বেবস্থা আছে?জানাইবেন আশা করি.

thanks

আপনার টিউনটা জটিল হয়েছে নাবিল ভাই। তবে দু:খের বিষয় এই যে, এই বিষয় নিয়ে হাল্কার উপর ঝাপসা করে আগে একটা টিউন করেছেন আমাদের তানভীর সজীব ভাইয়া। নিচের লিংকটি দেখুন।

techtunes.io/tips-and-tricks/tune-id/1762/

    ভাই আমিতো টিউনস করার চিন্তাই করি না এই ভয়ে যদি রিপিট হয়ে যায়। আমি করলে রিপিট হবেই কেননা যা যানি তার প্রায় সবই টেকটিউনস থেকে পাওয়া। আপনারাই টেকটিউনসকে সম্মৃদ্ধ করেছেন।

    আসলে শোয়েব ভাইয়া শোন… এমন টা নতুন কিছু না আর এতো দু:খ পাচ্ছ কেন? এসব দেখার বিষয় হচ্ছে মডারেটর দের তারা জন্য যদি মনে করে টিউন’টি অনেক বার করা হয়েছে তবে রিমুভ করে দিতে পারে তাতে আমার কোন সমস্যা নেই… আর আমি সবসময়’ই টিউন করার ব্যাপারে একটু সচেতন থাকি আর তোমার দেয়া লিঙ্কের টিউন টি আর আমার টিউন’টি কি এক ?????

    নবিল ভাই আমিও আপনার দলে। কারণ আমার টিউনেও এরকম হয়েছে। টিউনটা ঠিকই ডিলিট হয়েছে কিন্তু অনেকগুলো বাজে মন্তব্য পাওয়ার পরে।

জটিল জিনিস। মনে মনে খুজছিলাম, কিছুদিন আগে এক ছোট ভাই Folder background চেঞ্জ করার কিছু চেয়েছিল কিন্তু দিতে পারি নি। অনেক উপকার হল।
আর আপনার এটা দেয়াতে খুব বেশি অবাক হইনি কেননা এর থেকে ভাল ভাল জিনিস পূর্বে আপনি দিয়েছেন।

বেশ পুরান টিউন !!!
এই সফটটি নিয়ে রাফিউর ভাইয়ের টিউন ছিল।…………………….

    আরে আজব দেখি… সে টিউন করেছে বলে সে কি এই সফটয়্যারের মালিক হয়ে গেল নাকি ????????????
    বা এমন কোথাও লিখা আছে নাকি যে দ্বিতীয়বার আর টিউন করা যাবে না।
    আশা করি রিপ্লায় করবেন 😆

খুবই কাজের টিউন ।

বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

http://AllFreeVideo.tk

লিজেন্ডবয়-নাবিল ভাই, পুনরাবৃত্তির চেয়ে নতুন কিছু উপহার দেওয়া ভাল নয় কি?

    আপনি নতুন পুরাতন টিউনের খবর ভালো রাখেন সে সম্পর্কে কোন সন্ধেহ নেই কিন্তু টিউনারের পেজ গুলোও দেখতে হয়
    আমার টিউনার পাতা -তে ক্লিক করে দেখতে পারেন হয়তো নতুন কিছু পেতে পারেন
    https://www.techtunes.io/tuner/nabil.aamin/ ধন্যবাদ রুহুল আমীন ভাই মন্তব্য দেয়ার জন্য 🙂
    আর একটি কথা আপনার নতুন টিউন দেখছি না কেইসটা কি আশা করি আপনি আবার টিউন করবেন।

লিজেন্ডবয়-নাবিল ভাই, একেবারে ঠিক কথা বলেছেন যে আমি নতুন পুরাতন টিউনের খবর ভালো রাখি। আসলে টেকটিউনসের প্রতিটি টিউনগুলো আমি এতো সংখ্যকবার ভিজিট করেছি যে সার্চ করা ছাড়া বলেদিতে পারব (ইনশা-আল্লাহ)।

খুবই ভাল লাগলো নাবিল ভাই।

আপনার ডাউনলোডের ইমেজটি আমি কপি করে রাখলাম পরের টিউনে ইমেজ লিঙ্ক হিসাবে দেবার জন্য।

আপনি কি জানেন আপনার টিউন গুলো ধরন আনুকরণ করে আমি টিউন করি?

    হুমমম আলমাস আমি বুঝতে পারি কিন্তু আসলে আমার বলে কিছু নেই… আমার টিউন সবার জন্য 🙂

Level 0

লিজেন্ডবয়-নাবিল ভাই,অসাধারণ লাগলে,ডাউনলোড করলাম দেখি কাজ করতে পারি কিনা।

Level 0

জটিল …….

ধন্যবাদ

Level 0

Thanks For The Tune…..
====================
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=Any Name.jpg

কাজে আসবে………………….ধন্যবাদ নাবিল বস!!!

    আপনাকেও Thnx কিন্তু বস উপাধি দেয়াটা কি ঠিক ?

ভাই লিঙ্ক কাজ করে না :/ :/