কি কি কারণে ওডেস্কের আ্যাকাউন্ট ব্যান হতে পারে

কি কি কারণে ওডেস্কের আ্যাকাউন্ট ব্যান হতে পারে

  • ১. একই পি সি থেকে একাধিক একাউন্ট করলে আইডি ফ্ল্যাগ হতে পারে। সেক্ষেত্রে আইডি ভেরিফিকেশন করে নিলে সমস্যা হবে না।
  • ২. ওডেস্ক অ্যাকাউন্ট ব্যান হওয়ার আরেকটি বড় কারণ কাভার লেটার স্প্যামিং, যেটির কারণ মূলত কপি পেস্ট। অন্যের কাভার লেটার তো কপি করবেনই না, বরং নিজের কাভার লেটারও বারংবার কপি না করে ঘুরিয়ে ফিরিয়ে লিখুন।
  • ৩. কাভার লেটারে কোন প্রকার কন্টাক্ট ইনফরমেশন দিবেন না। কন্টাক্ট ইনফরমেশন দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
  • ৪. যারা ওডেস্কের বায়ার তাদের জন্য একটা কথা নিজের টিম মেম্বার কে হায়ার করলে অ্যাকাউন্ট ব্যান হবে না।

  • ৫. বায়ার যদি আপনার সাথে কোন রকম ২ নাম্বারি করে তাহলে নিজে আ্যকশনে যাবার কোন দরকার নেই। বায়ারের সাথে কোন রকম বাকবিতন্ডা করবেন না। কারণ বায়ারের নেগেটিভ কমপ্লিমেন্ট আপনার ক্ষতির কারণ হতে পারে। তাই এক্ষেত্রে আপনি বায়ারের সকল উল্টা পাল্টা কর্মকান্ডের স্ক্রীনশট, তথ্য প্রমানাদি সংরক্ষন করুন এবং ঠান্ডা মাথায় ওডেস্ক কর্তৃপক্ষকে জানিয়ে দিন। তাহলে ওডেস্কই বায়ারকে ভাল উত্তম মধ্যম দিবে।
  • ৬. কখনই অন্যের প্রোফাইলের জিনিসপত্র আপনার প্রোফাইলে বসাবেন না, সোজা বাংলায় নকল করবেন না। নকল করলেন তো মরলেন। একটা কথা মনে রাখবেন, ভাল একজন ফ্রিল্যান্সারের প্রোফাইলের অনুকরণ নয়, অনুসরণই আপনাকে সঠিক গন্তব্যে পৌছাতে সাহায্য করতে পারে।
  • ৭. আপনি কখনই অন্যের পোর্টফোলিও নিজের নামে চালাতে যাবেন না। যদি এ কাজটি করেন তাহলে ফলাফল নগদেই হাতে হাতে পেয়ে যাবেন্।

টেকটিউনস এ আমার প্রথম টিউন। এই টিউন টা আমি প্রথম পাবলিশ করি ওডেস্ক হেল্প গ্রুপ এ। আর যদি কোন ভুল হয় তাহলে আমাকে মাফ করে দিয়েন। আর কেমন হইল অবশ্যই জানাবেন।

Level 0

আমি সোহেল সাব্বির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

স্বাধীন ভাবে কামলা খাটি oDesk এ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল হইছে।

Level New

নিজের ব্যক্তিগত পোর্টফলিওতে (www.myportfolio.কম) কন্টাক ইনফরমেশান থাকলে কি কোন প্রবলেম হবে?

    @Shamsul Alam: হ্যাঁ প্রবলেম হবে । পোর্টফলিওতে কোন কন্টাক্ট ইনফরমেশন থাকা যাবে না । ধন্যবাদ ।

ভাই আমিতো প্রক্সি চালাই। প্রক্সি দিয়ে oDesk এ লগ ইন করলে কি কোন সমস্যা হবে? দয়া করে বলবেন। আর আপনার পোস্ট অনেক সুন্দর হইছে। চালিয়ে যান।

    @আরিফুল ইসলাম: oDesk আইপি ট্র্যাক করে সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে ।

Level 0

সোহেল সাব্বির, ভাই আপনি ওদেস্ক এ কাজ করেন? তাহলে টিটি ভিজিটর দের জন্য কিছু এক্সপেরিএঞ্চে শেয়ার করুন।

Level 0

ভাইয়া আপনি খুব ভালো টিউন করেন। ওডেস্ক থেকে কাজ বায়ার দেয়ার পর কিভাবে নেব সেটা নিয়ে যদি একটা টিউন করতেন তবে খুব ভালো হতো।
আশা করি করবেন।

সোহেল সাব্বির vai

please add me ……….wwww.facebook.com/milonkumarbd

পোস্ট অনেক সুন্দর.
। ধন্যবাদ ।

sabbir Vaia ami odesk a agrohi.ami apnar sathe contuct korte pari….?