ওডেস্ক থেকে সরাসরি টাকা তুলুন আপনার ডাচ বাংলা ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট এ, কোন ঝামেলা ছাড়াই! সিকিউর সিস্টেম অল্প পরিমান ডলার তোলার জন্য।

আসসালামু আলাইকুম । আমাদের মধ্যে অনেকেই জানেন না যে, ওডেস্ক থেকে ডাচ বাংলা মোবাইল বাংকে উইখড্রো দেওয়া যায়। তাদের জন্য আমার এই পোষ্ট। বিশেষ করে যারা শহর থেকে দূরে আছেন এবং আশে পাশে সকল ব্যাংক সহজলভ্য নয় এবং যাদের আইডি ভেরিফাইড করা হয় নাই, তাদের জন্য আমি মনে করি সর্বাধিক উপযোগী পদ্বতি হল ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ টাকা উইথড্রো দেয়া। এছাড়াও এর নানাবিধ সুবিধাও রয়েছে। চলুন তবে শুরু করা যাক।

১.  প্রথমে ডাচ বাংলা মোবাইল ব্যাংকে একটা একাউন্ট করে নিন। আপনার কলেজের আইডি দিয়েও এই একাউন্ট করতে পারবেন। খরচ পরবে মাত্র ১০০ টাকা । যার মধ্যে আপনি ৪০ টাকা চাইলে তুলে নিতে পারেন একাউন্ট একটিভ হবার সাথে সাথে ই । একটিভ হবে ২ কর্মদিবসের মধ্যেই।

২.  এবার ওডেস্কে গিয়ে Wallet থেকে add withdrawal method এ ক্লিক করুন।এখান থেকে Local Fund Transfer এ ক্লিক করুন। Bank SWIFT Code চাইবে। সেখানে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড   DBBLBDDH  দিয়ে Go তে ক্লিক করুন। দেখবেন অটোমেটিকভাবে ডাচ বাংলা বাংকের ঠিকানা শো করতেছে

৩.  নিচের দিকে আপনার কাঙ্খিত সমস্ত তথ্য দিয়ে সাবমিট করুন। একাউন্ট নাম্বারের স্থানে আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকের ১২ ডিজিটের নাম্বার টা দিন(আপনার ১১ সংখ্যার মোবাইল নাম্বার + একটা চেক ডিজিট)। ব্রাঞ্চ এবং ব্রাঞ্চ এড্রেস এর জায়গায় আপনি যে উপজেলা  ব্রাঞ্চ এর আওতাধীন ঐ ব্রাঞ্চের নাম ও এড্রেস দিন। পরবর্তী ফিল্ড গুলো পুরন করুন। এবার এড দিস একাউন্ট এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল।

তিন দিন সময় নিবে একটিভ হতে। একটিভ হয়ে গেলেই উইখড্রো দিতে পারবেন। টাকা সরাসরি আপনার মোবাইল ব্যাংকের একাউন্টে জমা হবে।

আরও তথ্য জানতে চাইলে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাঙ্ক এর শাখায় যোগাযোগ করতে পারেন।

তথ্যসূত্র- ইন্টারনেট

সতর্কতা -  যেহেতু সিস্টেমটি অনেকটা ম্যানুয়াল এর মত তাই কম টাকা তোলার জন্য ব্যবহার করলেই ভাল। বেশি টাকা এর জন্য মানিবুকারস ব্যবহার করুন।

ভাল থাকবেন সবাই। আল্লাহ্‌ হাফিজ।

Level 0

আমি আব্দুল কাদের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদি আগে কেউ এটা নিয়ে পোস্ট করে থাকে এই সাইটে তাহলে ক্ষমা করবেন। ঃ(

Level 0

অনেক ধন্যবাদ। উপকারী টিউন।

বাহ ! দারুন তো ! যেকোন মার্কেটপ্লেস থেকেই এই পদ্ধতিতে টাকা তোলা যাওয়ার কথা ! কারণ এটাতো একটা ব্যাংক একাউন্ট হিসেবে কাজ করছে !

thanks for share ami rrfoundation a eta dekhcilam

Level New

মোবাইল account ছাড়া সাধারন DBBL account দিয়ে হবে না?

thank you bro

ধন্যবাদ লেখক কে। কিছুদিন আগে, শামীম হক একটা টিউন করেছিলেন এইরকম বিষয়ে,
https://www.techtunes.io/freelancing/tune-id/228714
আপনার সতর্কতা লেখাটা দেখলাম। আসলে আপনি এই একাউন্ট দিয়ে ম্যাক্সিমাম কত ডলার তোলা যাবে সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানেন কি?

transaction a charge koto katbe seta to kisui likhlen na…..