
টেকটিউনস এ এটিই আমার প্রথম টিউন। আশাকরি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদেরকে একটি টিপস দিবো যা আপনাদেরকে ওডেস্কে বা যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে দিগুন কাজ পাওয়ার সুযোগ করে দিবে। আর আমার এই টিপসটা মূলত যারা ফ্রিল্যান্সিং এ একেবারে নতুন বা প্রথম দু-একটি কাজ করার পর অবসর যাপন করছেন বা অবসর যাপনে বাধ্য হয়েছেন, তাদের জন্য। তাই অভিজ্ঞরা এই টিউন পড়ে সময় নষ্ট করবেন না।
প্রথম টিপসঃ আপনার নিজের সম্পর্কে আগে একটি ওয়েব সাইট তৈরি করুন। ভয় পাবেন না, টাকা পয়সা খরচ করে কোন ওয়েব সাইট বানানো লাগবেনা। blogspot, wordpress বা weebly তে ফ্রি একটা ওয়েব সাইট খুলে তাতে আপনার সমস্ত যোগ্যতা তুলে ধরুন। যেমনঃ আপনার পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, জব হিস্টোরি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল আপনার পূর্বে করা কোন কাজের ছবিসহ বর্ণনা (মানে পোর্টফলিও) । এরপর কোন জ বেঅ্যাপ্লিকেশন করার সময় আপনার কভার লেটারে আপনার ওয়েব সাইটের লিংকটা দিয়ে দিবেন। আপনি হয়তোবা বলবেন এইসবতো বায়ার প্রফাইলেই দেখতে পায়। হ্যাঁ তা ঠিক আছে, তবে আপনার ওয়েব সাইটের লিংকটা ব্যবহার করলে এটি বায়ারের কাছে একটি এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে কাজ করে, তাই আপনার কাজ পাবার সম্ভাবনাও বেড়ে যায়।
দ্বিতীয় টিপসঃ
এই টিপসটাতে আমার একটা অভিজ্ঞতার কথায় শেয়ার করি। আমি কয়েকজন বায়ারের সাথে কাজ করেছি যারা কাজের ব্যাপারে খুবই সিরিয়াস এবং একই সাথে ফ্রেন্ডলি, তাদের সাথে আমি নিয়মিত ইমেইলে যোগাযোগ রাখি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। এর ফলে তারা আমাকে প্রায়ই জব অফার করে। আশাকরি বায়ারের সাথে ভালোভাবে যোগাযোগ রাখলে আপনাদেরও কাজের অভাব হবেনা। তবে বায়ারের সাথে যোগাযোগটা এমনভাবে করতে হবে যেন বায়ার বুঝতে না পারে শুধুমাত্র ভবিষ্যতে কাজ পাওয়ার আশায়ই আপনি তার সাথে যোগাযোগ করছেন।
আজ এই পর্যন্তই থাক। ভবিষ্যতে আবার দেখা হবে। আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন লেখা কতটা খারাপ হয়েছে। না হলে কিন্তু আর টিউন করব না। আর আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করতেছি কিছু নতুন ফ্রিল্যান্সারদের নিয়ে একটা টিম করার। আমি যেন সফল হই।
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে প্রথম পোস্ট এ স্বাগতম। আরেকটা কথা আপনার পোস্ট টি অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ