ওডেস্ক ডে-আউট প্রোগরাম হয়ে গেল ফেন্টাসি কিংডমে।

মজা কাকে বলে। কত প্রকার ও কি কি? তা যারা যায়নি তাদের কে বুঝানো যাবে না। সুস্ঠভাবে সম্পন্ন করার জন্য ওডেস্ক থেকে শুরু করে সবাইকেই একটু ব্যস্ত থাকতে হয়েছে কিভাবে এই ইভেন্টটি সুন্দরভাবে সম্পন্ন করে আসা যায়। এই ইভেন্টে যাওয়ার জন্য সবাই উন্মুক্ত ছিল তবে ব্যস্ততার কারনে অনেকেই যেতে পারিনি কারন দিনটি ছিল শুক্রবার ১৪ই সেপ্টেম্বর। ওডেস্কে যারা কাজ করে এরা বেশিরভাগ রবিবার দিন ফ্রি থাকে। তাহলে বুঝতেই পারছেন। আবার অনেকে অস্থুতার কারনে যেতে পারিনি, যেমন: সোহান ভাই। যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হল না।

সাইদুর মামুন খান ভাই উনি ইভেন্ট এর শূরু থেকে শেষ পযর্ন্ত সুন্দরমত ইভেন্টটি গুছিয়ে আনতে সর্বপরি চেষ্টা করেছেন। আর ওনার সাথে রিতিমতো সাহায্য করে এসেছে মোবারক ভাই, সানি, রিয়েল মামুন, পলাশ, নাজমুল ভাই থেকে শুরু করে সাবাই।

যাত্র শুরু হল ১৪ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ টায় । ৫০ সিটের একটি বড় বাস। বাসটি আজিমপুর ইডেন কলেজের সামনে থেকে শাহাবাগ হয়ে ফার্মগেট খামার বাড়ি থেকে উত্তরা হয়ে ফেন্টাসি কিংডম গিয়ে পৌছাল সকাল ১০:৩০ মিনিটের দিকে এ দিকে সাকালের নাস্তা বাসেই সম্পন্ন করা হল। বাসেই সাইদুর মামুন ভাই ৫০ জন কে ৫ টি গ্রুপে ভাগ করে দিলেন।

এরপর একে একে সবাই ফ্যন্টাসি কিংডমে প্রবেশ শুরু করলাম, ফ্যন্টাসি কিংডমের প্রথম গেট পার হয়েই সবাই মিলে গ্রুপ ছবি তুললাম, তারপর দ্বিতীয় গেট পার হতেই সাইদুর মামুন ভাইয়ের কিছু ইন্সটাকশন শুনে গ্রুপ ছবি তুলতে তুলতেই সাইদুর মামুন ভাই 'রোলার কোস্টার, রোলার কোস্টার' বলে চিৎকার শুরু করল। যা ছিল ফ্যন্টাসি কিংডমের প্রথম রাইড। শুরু হয়ে গেল রাইডে চরা। আর ভয়ানক সেই রাইড। নাম বলতেই ভয় লাগে "মেজিক কার্পেট"। এরপর তালবেতালে চরে তাল হারিয়ে সবাই খুব মজা করে দুপুর ২ টার দিকে ছুটে চললাম ওয়াটার কিংডম এর দিকে। দুপুরের খাবার শেষ করে। ইভেন্ট এর কিছু গেমর ব্যবস্থা করা হয়েছিল। হয়েছিল সবার জন্য গিভট ও ওডেস্কের টি-সার্ট। এরপর সবাই ছুটে চললো পানিতে। যেন সবাই খাচা থেকে ছাড়া পেয়েছে। তাইতো ওটার কিংডমের রাইডে কোন ধরা বাধা নেই, যত খুশি, যত বার ইচ্ছেমত চড়া যায়। তবে আমিও খুব মজা করেছি তা না হলে কি আপানাদের সামনে উপস্থাপন করতে পারতাম।

সাঙ্গেই থাকুন আসবো আমি আপনাদের জন্য নিত্য নতুন আউটসোসিং ও ফ্রিল্যন্সার বিষয়ক গল্প নিয়ে।

Level 0

আমি Mamun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, আমিয়ো ওডেস্ক-এ কাজ করি । খুব ইচ্ছে করছে আপনাদের সাথে জয়েন করতে। কিভাবে আপনাদের গ্রুপে যোগ দিতে পারি? বা আমাকে আপনাদের সাথে নেয়া যাবে কি?
-মারুফ হাসান স্বপন
[email protected]