স্যামসাং গ্যালাক্সি এস ডস বনাম নকিয়া লুমিয়া ৬২০

আসসালামু আলাইকুম

কিছু দিন ধরে একটি মোবাইল কিনব বলে ভাবছি।নেটে ঘাটাঘাটি করে দুইটা মোবাইল বের করলাম যেগুলো আমার বাজেটের মধ্যে পড়ে।একটা হল স্যামসাং গ্যালাক্সি এস ডস যেটা এন্ড্রয়েড অপারেটিং সিসটেমে চালিত।অপরটি নকিয়া লুমিয়া ৬২০ যেটা উইনডোজ ৮ এ চালিত।
দুটো মোবাইল ই আমার কাছে ভালো লেগেছে।কিন্তু কোনটা কিনব সেটা নিয়ে দুটাই পড়ে গেলাম।
এজন্য সকল ভাইদের সাহায্য চাচ্ছি।

Level 0

আমি Bashar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Android এর বাইরে চিন্তা করার কোনো মানেই নাই ভাই।

Level New

Android

Level 0

Samsung nite paren. amar mone hoy windows ar cheye android valo hobe.

Level 0

আমি Galaxy S Duos ব্যাবহার করি, আপনি যদি পাঙ্কা ইউজার তাহলে এটা আপনার জন্য না। ১.৮৯GB Internal মেমোরি, এর বেশি অ্যাপ্স ইন্সটল দিতে পারবেন না, অ্যাপ্স মোভ করতে পারবেন না।

Galaxy S Duos Use able RAM 645.46 তাই অনেক ধীর গতি সম্পন্ন । Chargeকম থাকে। এছাড়া সব ভাল । ৩ মাস ব্যবহার করে বলছি । Galaxy Core kinen.

    @কামরুল: Galaxy Core er price koto?

Level 0

আমার কাছে মনে হয় Galaxy S Duos মডেলটা special edition. কারণ এইটার মধ্যে অনেক Limitation আছে। আপনি just রুট করতে পারবেন, but version change করতে পারবেন না। ( Like Jellybean ). আপনার এই ফোনটি চালাতে অনেক কষ্ট হবে। যদি পারেন android এর মধ্যে অন্যকোন model কিনুন। আমি advice দিবো এই model টা না কিনতে, টাকা টা নষ্ট হবে।

Level 0

vai samsung valo . tobe s duos na. kicu taka jomiye. galaxy core kinte paren . havvey hobe vai.. 23,900 tk.

Level 0

উইন্ডোস নেন…ব্যবহার করার পরে এনড্রয়েড কে ভুলে যাবেন…(যদি আগে ব্যবহার করে থাকেন)…আমি ৫২০ ইউস করছি…২.৮ জিবি এখন পর্যন্ত এ্যাপস …কিন্তু স্লো হয়নি একটুও…আর ইন্টারফেস তো সেই রকম………….কম বাজেটে সেরা স্মার্টফোন…………..

windows din din jonoprio hocche…r amar posonder phone nokia…so ami mone kore 620 e kena valo…r ekhon windows 200000 er ow bese apps ase amar jana mote…

android এর বাপারে কিছু বলার নাই। সবাই ই জানেন। windows এর বাপারে বলব যদি pc তে windows 8 ব্যবহার করে থাকেন তাহলে জিনিস টা বুঝতে পারবেন। There are many things to be explored, many things to be understand. একবার যদি বুঝে যান তাহলে windows phone এর প্রেমে পরে যাবেন। যদিও কিছু কিছু features, android এ যেটা simple, উইন্ডোজ ফোন এ একটু complicated. আর apps এর বাপারে বলতে গেলে আপনার নিত্যদিন এর ব্যবহার এ যা যা দরকার হতে পারে তার সবই preloaded আছে। আর যদি হুদাই apps নামানর ইচ্ছা থাকে তাহলে android suggest করব। তবে উইন্ডোজ ফোন ব্যবহার করে অন্যরকম একটা মজা আছে।

আসলে বিষয়টা একটু জটিল । আপনার কাজের ক্ষেত্রে যেটা পারফেক্ট হবে সেটাই কিনতে হবে ।যদি অসংখ্য অ্যাপ চান তবে এনড্রয়েড, আর যদি নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে চান তবে উইন্ডোজ ।আসলে উইন্ডোজকে অনেকে খারাপ বলে কোন কিছু না জেনেই । কারণ এর নাকি অ্যাপ সমৃদ্ধ না । তবে আশা করি আপনার প্রয়োজনীয় সব কিছুই পাবেন । আমার চয়েজ কিন্তু উইন্ডোজই ।

Level 2

যদি ফোন নিয়া শান্তিতে থাকতে চান দীর্ঘদিন তবে নোকিয়ার ফোন নিন।

Level 0

actually, android toh androidi but windows..er moddhe sobi ache faltu baad die.ami s duos chalaici ekhon lumia 520 chalacci.camerar flash nai thik but pic dekhe seta bujha jaina..r stylish ekta set ..samsung er set gular jar khubi ovab…se jonno android premider bolbo style dhore rakhte WP kinun…1week chalan asha kori andrd r valo lagbena.apps er jonno oneke bolen apps kom kintu ami bolbo 2 lakh apps ki apnar jonno kicui na..orthobodhok jodi apps upni chan tahole er moddhey all complete hoe jabe.coz wp er faltu apps naai!front camera nai hoytoba taai 3G te pro hobe…kintu skype kore moja ache…jara net browse koren awsome hobe ei set tader jonno,softwer e kaz koreo shanti ache…gorom hoy na moteo! jara game pochondo koren taader jonno lumia noy…just for work n rock…sheshe bolbo jotoi jai bolen nokia’r set gular maan sobsomoi alada…