ব্লাক বেরিকে পিছনে ফেলে উইন্ডোজ ফোন ৮ মোবাইল অপারেটিং সিস্টেম পৃথিবীতে তৃতীয় জনপ্রিয়-এটা এখন যদিও পুরনো খবর। আসল খবর হচ্ছে, আইফোনকে ক্রাশ করতে নকিয়া নিউ লুমিয়া সিরিজ বাজারে ছেড়েছে। মজার তথ্য হচ্ছে উইন্ডোজ ফোন এইটের বিশেষ ফিচারগুলো অলমোস্ট আইফোনের আইওএসের বিভিন্ন ফিচারকে টেক্কা দিতে শুরু করেছে। আশা করা যাচ্ছে আইফোনের আই ওএসকে টেক্কা দিয়ে এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ফোন ওস হয়ে উঠবে পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় মোবাইল ওএস। আর যারা এন্ড্রয়েড ভক্ত তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এন্ড্রয়েড ওএস মার্কেটে প্রমোট করার পাইওনিয়ার কোম্পানী স্যামস্যাং জানিয়েছে তারা এই বছরের শেষ নাগাদ এন্ড্রয়েডকে কিক এ্যাছ করে তাদের নিজস্ব ওএসে চলে যাবে। উল্লেখ্য, স্যামসাং হচ্ছে পৃথিবীর একমাত্র স্মার্টফোন কোম্পানী যাদের নিজস্ব কোন ওএস নেই।
যাহোক, ৯ ভাবে এখনো উইন্ডোজ ফোন পারে আইফোনকে ক্রাশ করতে
(১) বিভিন্ন ধরনের এপস যেমন ফেসবুক, ফোরস্কয়ার, স্পটিফাই এবং এভার নোট এর ভিজুয়াল লুক আইফোনের থেকে নকিয়া উইন্ডোজ ফোনে অনেক ভালো।
(২) "পিপল হাব" এ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক যেমন- ফেসবুক, টুইটার এবং লিকড ইনের ইনষ্টান্ট আপডেট পাওয়া যায় আলাদা করে প্রত্যেকটি এপস ওপেন করা ছাড়াই।
(৩) মাল্টি টাস্কিং উইন্ডোজ ফোন এইট এ অনেক সহজ।
(৪) এ্যাপেল তাদের হোম স্ক্রিনে উইজেট সাপোর্ট করে না। যেখানে উইন্ডোজ ফোন এইট এ বিভিন্ন এপসের ইনষ্টান্ট আপডেট পাওয়া যায়। তাছাড়া, টাইলস গুলোর কালার এবং সাইজ কাষ্টমাইজ করা যায়।
(৫) সুপিরিয়র লাইসেন্সিং টার্মের জন্য উইন্ডোজ ফোন এইট এর সফটওয়্যারগুলোর সকল ধরনের লেটেষ্ট সফটওয়্যার আপডেট, এ্যাপস এবং ইমপ্রুভমেন্ট পাওয়া যায়।
(৬) উইন্ডোজ ফোন এইট এর মাধ্যমে ফেসবুক চ্যাট এবং নরমাল ম্যাসেজিং কন্টাক্টের মাধ্যমে ফ্রি করা যায়। অন্যদিকে, আইফোন তাদের ফ্রি টেক্স ম্যাসেজিং আইফোন ইউজারদের থেকে আই ম্যাসেজের মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছে।
(৭)আইফোনের থেকে উইন্ডোজ ফোন এইট এর কন্টাক্ট প্রোফাইলে অনেক গুরুত্বপূর্ন তথ্য যেমন- রিসেন্ট ইমেল হিস্টরী, কল এবং ম্যাসেজ স্টোর করে রাখা যায়।
(৮) উইন্ডোজ ফোন এইট এ অফিস ২০১৩ ফ্রি দেয়া আছে। তাই যে কোন ধরনের ডকুমেন্ট এডিট ফ্রি করা যায়। অন্যদিকে, আইফোনে ডকুমেন্ট এডিট করার জন্য আলাদা আলাদা এ্যাপস (যেমন- কি নোট, পেজেস এবং নাম্বারস ইত্যাদি ) ১০ ডলার করে কিনতে হয়।
(৯) পিউর ভিউ টেকনোলজি যুক্ত ৪১ মেগা পিক্সেলের পৃথিবীর একমাত্র বেষ্ট স্মার্ট ফোন একমাত্র উইন্ডোজ ফোন এইটেই আছে।
বিস্তারিত পাবেনঃ বিজনেস ইনসাইডার
আমি MAK আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই। তবে অ্যাপল তো অ্যাপলই
…………………………………………
Free movies Download with resume support