Nokia এর ৪১ মেগাপিক্সলস এর মেগা স্মার্ট ফোন আপনার সাধ্যের মধ্যে যে কোন ভাল SLR/DSLR এর চেয়ে ভাল ছবি দিতে সক্ষম !

Nokia এর ৪১ মেগাপিক্সলস এর বিস্ময়কর মোবাইল স্মার্ট ফোন এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস মেলায় সবাই যখন অ্যানড্রয়েড নির্ভর মোবাইল নিয়ে ব্যস্ত ছিল তখন চুপি চুপি সকলের অগোচরে নীরবে নোকিয়া এমন এক চমক দেখিয়েছে তার ধকল এখনো কেউ কাটিয়ে উঠতে পারছে না। প্রতিষ্ঠানটি তাদের মোবাইলে উইন্ডোজ ফোন অ্যাপ দেবার সিদ্ধান্ত নেবার পর থেকেই নানা রকম সমস্যায় ভুগছে। বিশেষ করে মোবাইল প্রেমী মানুষ তাদের ব্যাপারে আগ্রহ একদমই হারিয়ে ফেলেছে। মোবাইল বাজারে নোকিয়ার কোন স্থান নেই, এই ধারণা যখন সকলের মনে, ঠিক তখনি বিশাল এক চমক দিয়ে সকলকে ধরাশায়ী করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

এক ইউরো মুদ্রার পাশে রাখা সমআকারের সবচেয়ে বড় সেন্সরটিই নোকিয়ার বিখ্যাত ৪১ মেগাপিক্সেল সেন্সর মোবাইল পাগল মানুষেরা এইচটিসি, এলজি, হুয়াওয়ে এবং জেটিই যে স্মার্টফোনগুলো নিয়ে এই মেলায় হাজির হয়েছে সেগুলোর ব্যাপারে অনেকদিন আগে থেকেই তারা নানা রকম কথা শুনে এসেছে। কিন্তু নোকিয়ার নতুন এই স্মার্টফোন সম্পর্কে কোন ধারণাই তাদের ছিল না। নোকিয়া যে তার এন এইটের নতুন একটি সংস্করণ বের করতে চলেছে সে সম্পর্কে গুজব শোনা গেলেও যেহেতু আগ্রহ কম সেহেতু কেউ জানতেও চেষ্টা করেনি আসলেই প্রতিষ্ঠানটির থলেতে কি রয়েছে।

যারা একবার দু'বার এ ব্যাপারে চিন্তা করেছে তারা ধরে নিয়েছে অন্য সকলের মতো ১০, ১২ অথবা খুব বেশি হলে ১৬ মেগা পিক্সেল হবে। অথবা থাকবে সফটওয়্যার কেন্দ্রিক কোন বিশেষ সুবিধা। কিন্তু যেই মুহূর্তে নোকিয়া বলে উঠলো ৪১ মেগাপিক্সেল, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সৃষ্টি হয়েছিল বিস্ময়ের এক বিরল মুহূর্ত। অনেকেই তো ধরে নিয়েছিল ব্যাপারটা তারা ভুল শুনেছেন। না ভুল তারা কেউ শোনে নি। নোকিয়া আবারো প্রমাণ করে দিয়েছে মোবাইল হার্ডওয়্যার নির্মাতা হিসেবে তারা এখনো অন্যতম শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। কিভাবে কাজ করছে প্রযুক্তিটি?- এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সবাই ব্যাপারটা জানতে এবং বুঝতে চায়। নোকিয়া তাদের ক্যামেরায় বিশ্বের বিখ্যাত লেন্স নির্মাতা কার্ল জেইস এর টেসার অপ্টিক্যাল ডিজাইনের সাথে ব্যবহার করেছে নতুন এই ৪১ মেগাপিক্সেল সেন্সর। অনেকে প্রথমে ভেবেছিল নোকিয়া কোন সফটওয়্যার কারসাজির মাধ্যমে পিক্সেল রেট বাড়িয়ে দিয়েছে।

কিন্তু ঘটনা সেটা নয়, বরং তারা ১/১.২" সেন্সর ব্যবহার করে সত্যিকারের ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা তৈরি করেছে। হ্যাঁ এখানে সফটওয়্যারের একটা ভূমিকা অবশ্য রয়েছে, কিন্তু সেটা থাকছে ঠিক উল্টোটি করার জন্য। সফটওয়্যারটি পিক্সেল বাড়ানোর বদলে কমিয়ে ফেলতে সাহায্য করছে! ব্যাপারটা ঘটছে এভাবে, ধরুন আপনি একটা ছবি তুললেন, ৪১ মেগাপিক্সেল মানে কিন্তু ছবির আকার হবে বিশাল (৭৭০০x৫৫০০), এখন পিউর ভিউ সফটওয়্যারটি এই পিক্সেলের মাঝ থেকে সবচেয়ে ভালো বা পরিষ্কার পিক্সেলগুলো নির্বাচন করবে ফলে ছবিটির আকার শেষ পর্যন্ত ৩২০০x১২০০ রেজ্যুলেশনে এসে দাঁড়াবে কিন্তু ছবিটির প্রতিটি পিক্সেল হবে পরিষ্কার ফলে ছবি হবে ঝকঝকে।

৪১ মেগাপিক্সেলের সেন্সর থাকায় ছবির মানের ক্ষতি না করেও থ্রি এক্স পর্যন্ত জ্যুম করা সম্ভব হবে বলে জানা গিয়েছে। একই ধরণের জ্যুম যদি আপনি ৮ মেগাপিক্সেলের ক্যামেরায় করতে যান তাহলে অপরিষ্কার এবং পিক্সালেরেটেড ছবি পাবেন। ক্যামেরা প্রযুক্তি নিয়ে যাদের ধারণা আছে তারা সকলেই বলেছে নোকিয়ার এই ১/১.২" আকারের সেন্সরটি বর্তমানে নিকনের ৯০০ ডলার মূল্যের নিকন ওয়ানের সমতুল্য। স্মার্টফোনটির কথা ঘোষণা দেবার সাথে সাথে এনগ্যাজেট যে প্রতিবেদন করেছে তার মন্তব্য পেজে বিশাল তর্ক-বিতর্ক শুরু হয়ে যায়। সেখানে দেখা গিয়েছে যারাই ফোনটি হাতে নিয়ে দেখেছে এবং আসল ছবিগুলো দেখতে পেরেছে তারা একবাক্যে বলেছে, যে কোন মোবাইল ফোন অথবা যে কোন পয়েন্ট শ্যুট ক্যামেরার চাইতে এই স্মার্টফোনের তোলা ছবির মান ভালো। এমন কি অনেকেই বলেছে আইফোন ফোর এস (স্মার্টফোনগুলোর মাঝে সবচেয়ে ভালো ছবি তুলতে পারে এই ফোনটি) এ তোলা ছবি এর ধারের কাছে পৌঁছুবেনা।

 

Level 0

আমি জর্জ অলড্রিন ঘোষ (তুষার)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভুয়া খবর’

আপনি কি নোকিয়া ৮০৮ পিউরভিউ এর কথা বলছেন ?? যদি বলেও থাকেন তাও বলি, ডিজিটাল ক্যামেরা আর এস এল আর ক্যামেরার ছবি কখনোই এক হবে না। হতে পারে না। সেটা হোক ২ মেগাপিক্সেল অথবা ৪১।

    Level 0

    @সশরীরে অশরীরী: ডিজিটাল ক্যামেরা আর এস এল আর ক্যামেরার ছবি কখনোই এক হবে না@সহমত।
    এখনো পর্যন্ত নোকিয়া ৮০৮ ( ৪১ এমপি সেন্সর) এর ক্যামেরা সর্ব সেরা মোবাইল ফোনের জগতে ।
    টিউনার ভাই এটা কে নিকনের সাথে তুলনা করেছেন ? বেশ ভাল তবে কি নিকনের বা লেন্সের দাম কেমন সেটা জানেনতো ? না জানলে উকি দিতে পারেন এই দিকেঃ http://www.nikonusa.com/en/Nikon-Products/Product/Camera-Lenses/2173/AF-S-NIKKOR-600mm-f%252F4G-ED-VR.html
    এটা থেকে আরও লেটেস্ট এবং দামী লেন্স বাজারে এনেছে নিকন।

Level 0

Vai mone hoy Samsung Galaxy S3 or Samsung Galaxy Camera er quality dekhe nai…….R SLR camera diye kokhon pic tole nai…….

Level 2

nokia এখন যতই চমক দেখনা কেন ওদের এখন market পেতে অনেক বেগ পহাতে হবে।

VAI AMI NEJE TRY KORECHI 808 জর্জ অল্ড্রিন ঘোষ VAI KINTO KHARAP KISO BOLE NAI AR S3 & NIKON 808 ER KASE BEL NAI APNARAO AKBAR TRY KORE DHEKTE PAREN SHADIN KHAN

এত কিছু কইরাও কুনু লাভ নাই। আন্দ্রয়েদ না আনলে নকিয়ার বেইল নাই।

Level 0

হা..হা..হা..হা.. জটিল টিউন ভাই

Level 0

fake noy, asolei eta ekta Nokia r new surprise.. .

Level 0

fake noy, asolei eta ekta Nokia r new surprise.. . ami galaxy s 2 use korchi But dam hisebe camera nie satisfied na….

Chapabaji thaman … Dslr ki jinish age oita janen. Megapixel just sell baranor ekta vua paramiter. Chobir qualityr sathe er kono shomporko nai. Beshi megapixel mane resolution beshi , kintu chobir quality purai onno jinish.

Level 0

আমি কোন ফটোগ্রাফার নই,তবে এইটুকু অন্তত বুঝি যে কোন প্রফেশনাল ফটোগ্রাফার তার ডি.এস.এল.আর বাদ দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলতে চাইবে।হোক না সেটা ৪১ মেগাপিক্সেল অথবা তারও বেশি। 😛

Level 2

বাংলাদেশি টাকায় দাম কত …? আপনার টিউন থেকে নতুন কিছু জানলাম।

ভাই হাসালেন…যেই মুহূর্তে নোকিয়া বলে উঠলো ৪১ মেগাপিক্সেল, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সৃষ্টি হয়েছিল বিস্ময়ের এক বিরল মুহূর্ত…হাহাহা তারমানে আগে থেকে কেউ জান্তনা যে নোকিয়া ৪১ mp আনছে। শুনন কোন company যখন কোন কিছু বানাবে সেতা বানানর আগে তারা সেটা আগেই flash করে………।আর নোকিয়ার ৪১ mp এর চেয়ে apple এর 8mp ভাল ছবি দেয়। ১০০% gurantee.

আপনারা কেন NOKIA-র বেইল নেই টাইপের কথা বলছেন বুঝলাম না !! এখানে একটি মোবাইলের একটি ফিচার সম্পর্কে শুধুমাত্র বলা হয়েছে । আর, যারা বলেছেন “ভুয়া খবর” তাদের নিশ্চয়ই টেকটিউনসের মাঝেই শুধু সীমাবদ্ধতা রয়েছে । এখানে শুধুমাত্র এর পিক্সেলের ধারন ক্ষমতাকে মিলিয়ে নিতে বলা হয়েছে অন্যান্য ক্যামেরার সাথে; প্রতিযোগীতা করাতো হয়নি ! আর আমি শিওর এখন পর্যন্ত যতজন মন্তব্য করেছেন তাদের খুব কম মানুষেরই ৮০৮ পিওরভিউ হাতে নিয়ে দেখার সৌভাগ্য হয়েছে, তাহলে কেন আপনারা শুধু শুধু S3 অথবা স্যামসাং গ্যালাক্সির সাথে তুলনা করে যাচ্ছেন ?

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নকিয়াকে পিছে ফেলে দেবে ব্যাবারটা খুবই সাময়িক ঘটনা বলা চলে !! কেননা, নকিয়ার নিজস্ব একটি ধারা আছে – এবং তারা অবশ্যই এই ধারনা বজায় রাখবে । তাদের মার্কেট তাদের কাছেই আছে, আমরাই শুধুমাত্র বুঝে না বুঝেই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড করে যাচ্ছি !! আমিও অ্যান্ড্রয়েড নিয়ে পাগল ছিলাম !! কিনলাম ! তারপর মনে হল, রুট করি !! করলাম !! তারপর ?? শেষ !! এখন আর আগ্রহ নেই বললেই চলে !! আমি আবার এখন ব্যাবহার করছি নকিয়াই । এখনও অনেকে অ্যান্ড্রয়েড ব্যাবহার করে এর সম্পুর্ন ব্যাবহার ক্ষমতা না জেনেই ! তারা এখনও শুধু সেই ক্যামেরা, মিউজিক নিয়েই পরে আছে ! আর তাই যদি হয় তাহলে নকিয়ার অ্যান্ড্রয়েডে না ব্যাবহারেই কি এসে যায় ?

আর Mobstar-কে বলছি, ফটোগ্রাফার Kunal Jankee (প্রোফেশনাল ফ্যাশন এবং অ্যাডভার্টাইজিং ফটোগ্রাফার) নকিয়া ৮০৮ নিজে পর্যবেক্ষন করেছেন !

NOTE: Kunal Jankee has successfully showed that he can shoot hi fashion photography & video with a smartphone camera Nokia 808 PV.

শুভ দিন সবাইকে !

eto tk nai….

Level 0

Android তো Symbian দেখে নকল করছে আর কী !

Level New

আমাদের বাংগালীদের বড় সমস্যা এইটাই। একটা কিছু দেখলে সেটা নিয়ে না জেনেই বেহুদা বড় বড় কথা বলি। এখানে যারা নোকিয়া ৮০৮কে খারাপ বলছেন তাদেরকে বলছি- আপনারা কি কেউ এই সেটকে দেখেছেন? ক্যামেরা স্যাম্পল দেখেছেন?

আমার নিজের মোবাইল নিয়ে ওয়েবসাইট আছে ২টা। আমার স্পষ্ট মনে আছে ফেব্রুয়ারী ২০১২ তে যখন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে GSMArena লাইভ আপডেট দিচ্ছিলো তারা পর্যন্ত বলেছিল- ‘এখানে মনে হয় কোনো একটা ভুল হচ্ছে। ৪১ মেগাপিক্সেল ক্যামেরা আবার কিভাবে সম্ভব? তাও মোবাইলে?’
আমি বর্তমানে স্যামসাং গ্যালাক্সী এস ৩ ব্যবহার করি, এর আগে সনি এক্সপেরিয়া সোলা, সাইবার শট মোবাইল ব্যবহার করেছি। নোকিয়া ৮০৮ এর সাথে বর্তমান পৃথিবীর কোনো মোবাইলের ক্যামেরার তুলনা হতে পারে না। আইফোন ৫ এর নাম আবার কেউ বলবেন না প্লিজ, সেটাও মোবাইল। এবং শতকরা ৯৫% ডিজিটাল ক্যামেরা থেকেও এর ছবির মান ভালো। দৈনন্দিন অনেক পরিস্থিতিতে ছবি তোলার DSLR ক্যামেরাকে এটি হেসে খেলে হারাতে সক্ষম। এইগুলা আমার কথা নারে ভাই। দয়া করে আপনার ইন্টারন্যাশনাল টেক সাইটগুলা দেখে আসেন(যদি সময় হয়)।

তাহলে বলবেন কেনো এই মোবাইল জনপ্রিয়তা পাইনি? প্রথমত হচ্ছে দাম। ৭০০-৮০০ ডলার দিয়ে ক্যামেরা ফোন কেনার মানে নাই, কেননা এর স্মার্ট ফিচারগুলা সেকেলে। এখনকার গ্যালাক্সী এস ৩ কিংবা আইফোন ৫ ই এই দামে সেরা পছন্দ। কেননা এগুলা হচ্ছে স্মার্টফোন, যেখানে ক্যামেরা আছে। সেটাও চলনসই ভালো ক্যামেরা।

ভাই আমি মোবাইল নিয়ে অনেক ঘাটাঘাটি করি।আসলে সত্যি কথা বলতে নকিয়া ব্র্যান্ড হিসেবে খুবই ভাল। আমাদের বাঙালিদের একটি দোষ আছে একটা কিছু পেলে সবসময় ওটা নিয়ে এত লাফালাফি করে মনে হয় ওটা না হলে আমাদের উদ্ধারই হয় না। হয়ত এদের অনেকে নকিয়া ৮০৮ জীবনে দেখেইনি অথচ কোত্থেকে এন্ড্রয়েড এন্ড্রয়েড করে হয়রান হয়ে যাচ্ছে। শুধু মেগাপিক্সেল নয় কোয়ালিটির দিক দিয়েও নকিয়া ৮০৮ এর ক্যামেরা অবশ্যই সেরা।তাই না বুঝে শুধু এন্ড্রয়েড এন্ড্রয়েড করবেন না। চোখটি খুলে দেখুন বুঝুন তারপর কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।

এই সাইটে বেশ ভালই রিভিউ দেখলাম http://www.dpreview.com/articles/8083837371/review-nokia-808-pureview/2

কেমেরার সাথে এন্ড্রয়েড এর কি সম্পর্ক ? android একটা os. নকিয়া নতুন mobile এনেছে এটার মেইন ফিচার camara । OS না । so এই দুইটার কন তুলনা হতে পারেনা।

কেউ যদি বলত এই মোবাইল অন্য শব পয়েন্ট এন্ড শুট ডিজিটাল ক্যামেরাকে ছবির মানের দিক থেকে হারাবে তাহলেও বুঝতাম … ডীএসএল আর কে হারানো একটা হাস্যকর বাপার আর যদি এটা নকিয়া বলে থাকে তাহলে এইটা পুরাই গিমিক। আপনি যে ফটোগ্রাফার কে বললেন যিনি রিভিউ করেছেন , ওরকম কয়েকশো ফটোগ্রাফার কে নোকিয়া কিনতে পারে সহজেই। আপনি যে ছবিগুলা পোস্ট করলেন অগুলা দিয়ে কিছুই আসলে বঝা যায় না … বরং প্রথম ছবিতে কালার ডিটেইলিং আর ফকাসের অভাব , দ্বিতীয়টিতে বাজে ফোকাস দেখতে পাচ্ছি। তৃতীয়টিতে যা দেখতে পারছি তা আজকাল যেকোনো কমদামি ডিজিটাল কেমেরায় মেক্র মুড পাওয়া যায় … ডি এস এল আর ও লাগে না … আসল কেমেরার কোয়ালিটি বুঝা যায় যেটা কোন আলোতে নয়েসলেস ছবি তুলতে পারে আর যে কেমেরাতে থাকবে সর্ব সিচুয়েশনের সমাধান … যেটা ডি এস এল আর এ আছে … মোবাইলে চাইলেও সম্ভব না… সত্যি ই হাস্যকর …

boss ai phn to kono rating ei nai,apner o jodi taka hoi tao oi phn j apni kinben na ta ami sure,so sudhu shudhu nokia k r pamm dien na,nokia loss khaite khaite pri sob store gulai off kore disse,ektu khoj niea dakhen ….

Level 0

k0n blady fucker b0lese n0k 808 er camera val0na? jib0ne 808 ch0kher sanme dekhese ora? ami new york ek melate 808 dekhesi…. melay vir silo ekta dokane seta holo nokiar…………….

DAm koto

Level 0

সুপার লোল ।। রুমার ভাই জা বলল তাতে আমার মাথাই ঘুইরা গেল …। হা হা হা হা হা হা হা হা হা হা হা
যে নোকিয়া নিজের রিভিউ নিজে করে …। অ্যাড ফিল্ম এ DSLR দিয়া ছবি তুইলা বলে Pureview 808 দিয়া তুলা ছবি ।। পরে ধরা খাইয়া মাফ চায় … সেই মবাইল রে নিয়া এত কাহিনি …। হা হা হা হা…। রুমার ভাই ভাবছে উনি একাই সব জাইনা ফালাইছে… বেপার না… এক্তা টিউন কইরা এক্তু ভাব নেয়া এ জাই ।। ভাব নিতে দোষ কি ??? কিন্তু কথা হইল ” কইলেন ণকিয়া নিজের ধারায় চলে।। ত তারা আন্দ্রইদ আনতে চাই কেন এখন ??? আর আমরা আন্দ্রইদ আন্দ্রইদ করি হুজুগে ?????

ভাল কথা অইতা বাদ … আমার খালু এক্তা কিনা আনছিল ৮০৮ জাপান থেইকা … তো আমি বহুত ঘাঁটাইলাম … জা ফলাফল তা অবশ্যই ভাল , কোন সন্দেহ নাই … কিন্তু সেইটা নোকিয়ার স্ট্যান্ডার্ড এ ভাল ।।আগের গুলার থেইকা অনেক অনেক ভাল ক্যামেরা … যদি স্যামসাঙ এস৩ এর সাথে দেখি… অওনেক ভাল … প্রায় দিগুন কিলিয়ার ছবি … মোবাইল স্ক্রীন এ না আমি পিসি তে দেখছি সমান ভিউ পাওার জন্য ।। মোবাইল এর স্ক্রীন এ স্যামসাঙ এর সুপার অলেদ এ খারাপ ছবি অ ভাল দেখায়…

কিন্তু কম্পেয়ার যদি HTC , Sony or Apple এর সাথে করি … তখন নোকিয়া র জারিজুরি শেস হইয়া জায় … HTC one এক্স or Sony xperia s / sony xperia v or Iphone 4s এর সাথে তুলনা করি .. তখন বুঝা জাই কোথায় কি ৮০৮ …

সনি তে তো অবসসই … ওআন এক্স এর ছবি অ অওনেক তা ডিটেইলস দেয় ৮০৮ এর থেইকা …
ডিএসএলঅর এর কাহিনি জানি না… যদি এই ৮০৮ এর ক্যামেরা ডিএসএলঅর এর থেইকা ভাল হই তাইলে সেইতা কি ডিএসএলঅর কে জানে …।। হা হা হা হা হা হা

শেখার আছে অনেক কিছু!