শুভ নববর্ষ !!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই ? আশা করি খুব ভাল আছেন ।
সবাইকে শুভ নববর্ষ !!!
কি ব্যপার, অবাক হয়ে গেলেন নাকি !!! ভাবছেন ছেলেটার মাথা খারাপ হল নাকি, কি আবোল তাবোল বলছে !!!
নববর্ষের এখন ও অনেক দেরী আর এত তাড়াতাড়ি শুভ নববর্ষ !!!
না ভাইজানেরা , আমি মজা করছিনা । আজ ১ মহররম আরবী প্রথম মাসের প্রথম দিন । অনেকেই হয়ত জানেন ,অনেকেই হয়ত জানেন না ।
না জানা টা কোন অপরাধ নয় । কিন্তু তারপরও একজন মুসলিম হিসেবে আমাদের তা জানা উচিত । অবশ্য আমাদের ও বা কি দোষ ! আমাদের দেশ বিশ্বের কাছে ইসলামিক রাষ্ট্র হিসেবে বেশ পরিচিত কিন্তু এদেশে নিউ ইয়ার বা নববর্ষ যেভাবে প্রচার পায় আরবী নববর্ষ ততটা প্রচার পায়না । তাই আমাদের ও ইসলামের এ বিষয়টা ভাবনায় আসেনা । তবে সবাইকে এক কাতারে রাখাটা ও ঠিক নয় কারন অনেকেই আছেন দিনটাকে স্মরণ করেন । কিন্তু মানুষ কে শুভ নববর্ষ বললে হাসাহাসি করতে পারে ভেবে আমরা তা কোন মুসলিমের সাথে শেয়ার করিনা তাই আমরা আজ দিবস টি প্রায় ভুলতে বসেছি ।
আজ বিভিন্ন ব্লগ, পত্রিকা , ফেসবুক ঘুরে ভাবলাম এই বিষয়ে কিছু লেখা পাবো কিন্তু আমার আশায় গুড়ে বালি । একমাত্র দৈনিক আজাদি পত্রিকার প্রথম পাতায় ব্যতীত (হয়তো অন্যান্য পত্রিকায় ও প্রকাশিত হয়েছে তবে সব আমার দেখা হয়নি) আর কোথাও এই বিষয় নিয়ে আলোচনা দেখতে পাইনি তাই মন টা খারাপ হয়ে গেল এবং আপনাদের সাথে তাই বিষয় টা শেয়ার করতে এলাম । আশা করি কেউ আমাকে ভুল বুঝবেন না । সবাইকে আল্লাহ্‌ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন । আমীন । আপনার প্রয়োজনীয় সময় নষ্ট বলে মনে হলে আমাকে নিজ গুনে ক্ষমা করে দেবেন । ভালো থাকবেন । ধন্যবাদ .প্রথম প্রকাশ

Level 0

আমি A.R.Bhuyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আনিসুর রহমান । অনলাইনে সময় কাটানোর পাশাপাশি ওয়েবসাইট নির্মাণ এবং ব্লগিং করতে ও পড়তে ভালবাসি । আমাকে পাবেন http://anisbd.com এ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসংখ্য ধন্যবাদ ভাই, আসলেই আমরা মুসলিম হয়েও এই দিনটাকেই ভুলতে বসেছি।

ভাই আরবি মাস নিয়ে ফালাফালি ক্যান করতে হবে ? দেখেন , আমি আপনাকে বুঝাই । আমার কথা নেগেটিভ ভাবে নিয়েন না , কষ্ট ও পায়েন না । কাপুরুষের মত ডিলিট ও করে দিয়েন না । দেখেন ভাই , আপ্রবি কিন্তু জাস্ট একটা ভাষা । আমাদের পবিত্র আল কুরআন আরবি তে নাযিল হয়েছে ঠিক আছে । কিন্তু এর কারণ এটা না যে আরবি ভাষা মহান । আমাদের মহানবী অন্য কোথাও জন্মালে এটা সে ভাষায় ই নাযিল হত। আমরা অনেক সময় ইসলাম আরবি সৌদি আরব এসব মিলিয়ে ফেলি । আপনি যদি না বুঝে আরবি তে ঠাটায় কোর আন শরীফ পড়ে যান , কোন লাভ হবে না । বুঝে পড়তে বলা হয়েছে কিন্তু । অনেক কেই দেখি সৌদি আরব মহান , আরবি ভাষা মহান ইত্যাদি নিয়ে কথা বলে যেমন আপনি বললেন । ব্যপারটা ভুল । আমাদের যদি আরবি মাসের নববর্ষ জানা জরুরি হয় তাহলে হিন্দি , উর্দু সব জানাও জরুরি । কারণ প্রতিটি কেবল ভাষা । আরবি , পবিত্র কুরআন এসব মিলাবেন না ভাই । আরবি ভাষায় দুনিয়ার সবচেয়ে বাজে গালিগুলা হয় । তাই , আরবি ভাষাকে ভাল না বাসলেও আপনি অনৈসলামিক হয়ে যাবেন না । আশা করি বুঝাতে পেরেছি আপনাকে ।

    Level 0

    আরবী তারিখ আর দশটা হিব্রু, উর্দু,হিন্দি ভাষার মত তারিখ বললে বা মুসলিম/ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই বিধায় তা মনে রাখারও প্রয়োজন নাই, এমনটা বললে কিছুটা ভুল হবে। মুসলিম হিসেবে বা ইসলাম মেনে চলার জন্য আরবী তারিখ আমাদের বাংলা বা ইংরেজী তারিখের মত প্রাধান্য না দিলেও কিছুটা প্রাধান্য অবশ্যই দেয়া উচিত উর্দু/হিন্দি/হিব্রু বা এমন অন্যান্য তারিখের তুলনায় ইসলামের স্বার্থেই। কারণ, রোযা, হজ্জ্ব, ঈদ বা অন্যান্য ধর্মীয় উৎসব সবই কিন্তু করা হয় আরবী তারিখ বা চান্দ্র মাস মেনে চলে। সুতরাং, একেও কিছুটা হলেও প্রাধান্য দেয়া উচিত মুসলিম হিসেবে ইবাদাতের স্বার্থেই।

    Level 0

    @খালিদ ফারহান: MITHU ভাইয়ের সাথে একমত

jodi 1 ta ARABIAN calender software paitam tahole valo hoto mobile /pc 1 ta holei holo.

Level 0

@খালিদ ফারহান: comment er jonno dhonnobad vai. Tobe amar mone hoy comment korar age post ta aro valovabe dekha dorkar silo.ami ki bujate cailam r apni ki buje comment korlen seta amr kase clear holona. ami post er kothao arabic vasha niye kisui bolini karon allah rabbul alamin sob vashar sristi korechen tai sob vashai allah er kase grohonjoggo. R post er kothaw ami arabic month niye falafali korar kotha o bolini.islam o seta korte bola hoini. Ami sudhu akta kothai bujate ceyechilam seta holo jekhane new year niye bes matamati hoy sekhane ei din take niye kisui lekha hohna. Ami ei din ta udjaponer kotha o bolini sudhu nxt generatn jate jante pare tai bolechi.asha korchi beparta apni bujte parchen.
mbile diye comment dilam tai bangla likhte parlam na .sorry for that. comment er jnne apnake dhonnobad again.

আপনার টিউন টি অনেক সুন্দর হয়েছে ভাই। আপনি আমার মনের কথা বলেছেন। তবে খালিদ ফারহান ভাই এর কথা গুলো ভাল লাগলো না। এত সুন্দর ইসলামিক নাম, অথচ তার কথা গুলো কেমন যেন বিধর্মীদের মতো।

    Level 0

    @আব্দুল আলিম: @আব্দুল আলিম: অনেক ধন্যবাদ আলিম ভাই । তবে খালিদ ফারহান ভাইকে ও সরাসরি দোষ দেয়া যাবেনা কারন আমাদের সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও এই বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় পান না যে আমরা এই বিষয় সম্পর্কে জানতে পারব ।

Level 0

আরবী তারিখ আর দশটা হিব্রু, উর্দু,হিন্দি ভাষার মত তারিখ বললে বা মুসলিম/ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই বিধায় তা মনে রাখারও প্রয়োজন নাই, এমনটা বললে কিছুটা ভুল হবে। মুসলিম হিসেবে বা ইসলাম মেনে চলার জন্য আরবী তারিখ আমাদের বাংলা বা ইংরেজী তারিখের মত প্রাধান্য না দিলেও কিছুটা প্রাধান্য অবশ্যই দেয়া উচিত উর্দু/হিন্দি/হিব্রু বা এমন অন্যান্য তারিখের তুলনায় ইসলামের স্বার্থেই। কারণ, রোযা, হজ্জ্ব, ঈদ বা অন্যান্য ধর্মীয় উৎসব সবই কিন্তু করা হয় আরবী তারিখ বা চান্দ্র মাস মেনে চলে। সুতরাং, একেও কিছুটা হলেও প্রাধান্য দেয়া উচিত মুসলিম হিসেবে ইবাদাতের স্বার্থেই ।

    Level 0

    @MITHU: @MITHU: দামী কথা বলেছেন মিঠূ ভাই । ধন্যবাদ ।

ভাই আপনার পোষ্টা অনেক ভাল লাগল । কিন্তু খালিদ ফারহান ভাই যে কথাটা বল্ল তা ভাল লাগেনাই । কারন, আরবি নবর্বষটাকে কিছুটা হলেও আমাদের গুরত্ব দেওয়া উচিত্‍ যেহেতু এই মহরম মাসেই করবালার মরর্মান্তিক ঘটনা ঘটেছিল । যা মুসলমানদের জন্য অত্যন্ত বেদনা দায়ক ।

    Level 0

    @MD.JOYNAL ABDIN: আসছে সেই বেদনাদায়ক ১০ ই মহররম অ্থাৎ পবিত্র আশুরা ।কমেন্ট এর জন্য ধন্যবাদ MD.JOYNAL ABDIN ভাই ।

      @A.R.Bhuyan: ১০ ই আশুরার সব চেয়ে বড় ভুল হলো শিয়া দের সাথে এক হয়ে তাজিয়া মিছিল এ যোগ দেয়া এবং তাদের মত নিজেদের বুক, পিঠ চাপ্রিয়ে হায় হোসেন হায় হোসেন করা।এটা সিয়ে দের কাজ।আমাদের(সুন্নী) করা জঘন্যতম অপরাধ কারন এতে আমরা নিজেরা তো গুনাহ করছি,সাথে সাথে তাদের পাল্লা ভারি হচ্ছে।

      অতএব, ১০ ই মহরম এর দিন নামাজ পড়ুন এবং আল্লাহ তায়ালার কাছে তওবা করে নিজের ও সবার জন্য ক্ষমা চান।
      এই দিনের বিশেষ গুরুত্ব এর মধ্যে একটি হলোঃ এই দিনেই পৃথিবী ধ্বংস হবে।

@আব্দুল আলিম ভাই, নাম সুন্দর হলেই যে কাম সুন্দর হবে,এমনতো কোনো কথা নেই। এজন্যইতো বলা হয়- নামে নয়,গুণেই পরিচয়।
যে জিনিসের আলোচনা বেশী হবে,তার প্রভাবই বাস্তব জীবনে পরিলক্ষিত হবে। আমরা মুসলিম হয়েও আমাদের মধ্যে ইসলামের আলোচনা না থাকায় আমরা দিন দিন দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি।
ইসলামী নববর্ষের বিষয়টি নিয়ে আলোচনা করায় ধন্যবাদ ভুইয়া ভাইকে।

    Level 0

    @মুকুট: আমার মনের কথাটাই বলেন ভাই । ধন্যবাদ ।

    @chai hedayat: আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট এর জন্য

Level 0

ধন্যবাদ A.R.Bhuyan ভাই এমন সুন্দর একটি টিউন লিখার জন্য।সাথে সাথে কিছু মানুষ কে বলতে চাই আরবি কুরআনের ভাষা তাই একে সন্মান করা ধরকার।

Level 0

প্রথমে ধন্যবাদ জানাই এত দামী পোষ্টটি করার জন্য। আর দামী বলার কারণ একটাই এখানে দামী বিষয়ে কথা বলা হয়েছে। আর দামী ওটাকেই বলে যে জিনিসটি কোরআনের সাথে সম্পৃক্ত। আশাকরি সবাই বোঝতে পেরেছেন। but মি. স্যার খালিদ ফারহান সাহেব এর ইসলামিক ধারনাটা কম থাকায় সে এরকম উল্টো-পাল্টো বকছেন, আশাকরি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

Level 0

ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য

অবশ্যই প্রাধান্য দেয়া উচিত মুসলিম হিসেবে…

Level 0

@MOHAMMED MILAD: comment er jonno dhonnobad MOHAMMED MILAD vai. pc te calender thaklei je mone porbe ar na thakle vule jabo eta vaba ta mone hoy thik noy vaia.
Tobe paper a lekhalekhi thakle jana jay ….kintu amader potrika walara rajniti niye khub bg thakay frontpage a hoyto esob lekha asena 🙁 .