২ টেরাবাইট এর হার্ড ডিস্ক।মাত্র ১৫হাজার টাকা।কিনবেন?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আস-সালামু-আলাইকুম।

আমরা সবাই বাংলাদেশ বাজার এ ১টেরাবাইট ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক দেখতে পেয়েছি।এখন যারা নতুন পিসি কিনছেন তারা সবাই ১ টেরাবাইট এর হার্ড ডিস্ক ব্যবহার করছেন।

সুখবর হলো এখন বাংলাদেশ এর বাজার এ ২ টেরাবাইট এর হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে।আমার জানামতে এটা আগে পাওয়া যেতনা।আর যাদের কাছে ছিলো সেটাও খুব কম ছিলো।এখন যে কেউ চাইলেই কিনতে পারবেন।

নাম/ব্র্যান্ডঃ Western Digital.

মডেলঃ 2002FIX

বৈশিষ্টঃVibration Control Technology.

এছারা যেকোনো ধরনের মাল্টিমিডিয়া,ভিডিও ও হাই রেজুলেশনের ফটো এডিটিং এর কাজ করা যাবে।

মূল্যঃ ১৫০০০টাকা।

বাজারজাত করছেঃ কম্পিউটার সোর্স।

সুত্রঃ প্রথম-আলো

Free Software Center

আমার সকল টিউন সমুহ দেখতে আমাকে ক্লিক করুন

ধন্যবাদ সবাই কে

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks but i have no money

    Level 0

    হাহাহা।আমারো নাই।আমার হার্ড ডিস্ক মাত্র ৮০জিবি

    Level 0

    I have also 80 GB only

    এজন্যই বুঝি মানুষ টাকা শব্ধটি ব্যবহারের পূর্বে মাত্র ব্যবহার করে।ভাই আমি কিনতে চাই,তবে মাত্র ১৪৯৯৯ টাকা কম আছে।হা..হা…

ভাই মন চাই এক্ষনি একটা কিনা ফালাই কিন্তু… ৳৳৳৳৳

    Level 0

    হাহাহাহা

ভাইয়া আগে দাম কমুক তারপর কিনতাম ………………
ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    Level 0

    ভাইয়া আগে দাম কমুক তারপর কিনতাম"""""?নাকি কিনবো?
    আপ্নাকেও ধন্যবাদ

Level 0

১৫০০ টাকা আসলে কেনার চিন্তা করব।

১৫০০০/- আবার মাত্র হইল নাকি?

সামর্থ নাই :(।

    Level 0

    একি অবস্থা।যাদের টাকা আছে আর যারা সার্ভার এর কাজ করে তাদের লাগবে।

    মুকুট ভাই এটা সার্ভারে ব্যবহার করা যাবেনা। পোর্টেবল তো, ক্যাশ আর আরপিএম অনেক কম হয়

    Level 0

    এটা পোর্টেবল না।ইন্টারনাল HDD.ছবি টা শুধুমাত্র একটা উদাহরন।

Level 0

হুম,আগে ৮০গিগা+১টেরা। এইটাই আগে ফিল আপ হোক তারপর কিনব। 😀

    Level 0

    আমিও তাই করবো মিঠু ভাই।এখন আছে ৮০।পরে কিনবো ১০২৪।

Onek taka lagbo…….ki kora jaiiiiiii….???

    Level 0

    ভাবতে থাকুন।কোনো বুদ্ধি পেলে আমাদের জানাবেন।

আমার ৩২০ গিগা আছে এখন দরকার নাই……………পরে দেখি

আগে ৮০ পরে ৫০০………=৫৮০ খারাপ না…………….
এতটাকা নাই এটা কিনার তবে কেউ গিফট দিতে পারেন । তাহলে নিব…..

ভাই আমি যখন প্রথম কম্পিউটার কিনেছিলাম তখন আমার কম্পিউটারে হার্ড ডিস্ক ছিল 3.91GB পরে যেটা কিনেছিলাম সেটা 40GB ছিল আর 40GB কে আমি ৬টা Partition করেছিলাম। আর এখন 500+320=820

    Level 0

    পারলে আমাকে ৩.৯১ জিবি এর টা দিয়ে দিয়েন।যাদুঘর এ রেখে দিব।জখন কিনেছিলেন তখন পিসি এর দাম কত ছিলো?৮০হাজার?

    ৩.৯১ গিগারটা পেন ড্রাইভ হিসেবে ব্যবহার করা যেতে পারে 😀

    Level 0

    শাওন ভাই……এতো আগের হার্ড ডিস্ক পেন ড্রাইভ হিসেবে ব্যবহার করবেন?হাহাহা
    লাগাবেন কিভাবে?ওটার পোর্ট তো এখন কোনো মাদারবোর্ড এই কাজ করবেনা।

    Level 0

    vai, amar kaseo ekta 4 GB HDD ase. keu kinben? :P:P

আমার কম্পিউটারে আছে ১টেরাবাইট আর পকেটে আছে ৫০০জিবি। দরকার নাই।

    Level 0

    ওরে বাবা।তাহলে তো আপনার আর কিছু দরকার নাই।

    পকেটের টা আমাগো গিফট দেন গো ভাই 🙂

এখানেঃ http://www.computersourcebd.com/?tp=product&pid=361 তো বলা হচ্ছে দাম 9000 টাকা ক্যাভিয়ার গ্রীণ 2টিবি।

    এইডা পোর্টেবল হয়ত, ছবি তো তাই কয়

    Level 0

    আমি ভাই এটা পেপার থেকে নিয়েছি।হয় তাদের ভুল,নয়তো আমার ভুল।

    হ্যা এটা পোর্টেবল এই।ওয়েস্টার্ন এর এক্সটার্নাল এইচডিডি বেশী চলে

    হু পোর্টেবল এ, আমার ফ্রেন্ডের আছে, একই রকম দেখতে। নাইম ভাই ঠিক কইসেন, বেস্ট কোম্পানি হইল ওয়েস্টার্ন ডিজিটাল 🙂

    Level 0

    শাওন ভাই……বেস্ট পোর্টেবল হার্ডডিস্ক হলো ওয়েস্টার্ন।কিন্তু বেস্ট Internal হার্ডডিস্ক কোনটা?

vai warrenty koto bosorer?

vai warrenty koto bosorer?

    Level 0

    ৩ বছর।

Level 0

bro akta question silo. ami shunsi j jodi karo pc te 250gb / 312gb internal hdd thakey, taholey naki 1tb or 2tb portable connect korle pc hang hoe jae, is it true ? or… erokom kono bepar ase ki portable hdd er like system configuration onek high hotey hobe or somthing??

    না। পোর্টেবল হার্ডডিস্ক আসলে একটা ২.৫ ইঞ্চি এর সাধারণ ডিস্ক। সেটা ইউএসবি অ্যাডাপটার দিয়ে ছোট্ট খাপে পুরে দেওয়া হয়। আমি ১টেরা ব্যবহার করেছি। এমনকি একসাথে ৩২০, ৫০০, ৫০০ ব্যবহার করেছি। কোন সমস্যা হয়নি। তবে পাওয়ার আর সিস্টেম রিসোর্স একটু বেশি তো যাবেই 🙂

    Level 0

    সহমত শাওন ভাই এর সাথে

আমি একটি ৫০০ জিবি হার্ড ডিস্ক ও গিগাবাইট ৪১ মাদারবোর্ড কিনতে চাই
কোন কোম্পানির হার্ড ডিস্ক কিনলে ভাল হবে এবং গিগাবাইট ৪১ মাদারবোর্ড এর সঠিক নামটা কি হবে দয়া করে কেউ বলবেন কি?

    ওয়েস্টার্ন ডিজিটাল অথবা সিগেট

    Level 0

    স্যামসাং ৫০০জিবি ৪৭০০টাকা।
    http://www.computersourcebd.com/থেকে ঘুরে আসতে পারেন।ওখানে সব কিছুর দাম সহ দেয়া আছে।

    আমার পোর্টেবল হার্ডডিস্ক হলো ওয়েস্টার্ন ডিজিটাল দাম নিয়েছে রাজশাহীতে ৪৯০০ টাকা।

Level 0

কেউ আমাকে gift করতে চাইলে করতে পারেন।

    Level 0

    আমি করবো।স্বপ্নে।নিবেন?

Level 0

15000 Takai To Core I3 Processor Kense. Ato Taka Nai. Ame Vai 5OOGB Tae Valo Ase 🙂 Aeta Full Hoye Gele Vabbo Ke Kara Jai…

একটা ৫০০ জিবি আরেকটা ১৬০ জিবি আছে, এতেই বেশ আছি… আরেকটা পোর্টেবল ৮০ জিবিতো আছেই… 😈

    Level 0

    ওরে বাবা।আপনার তো দেখি জিবি এর ভান্ডার।আমাকে কিছু ধার দেন ভাই।

Level 2

amar 320+320

আরে ভাই হার্ডডিস্ক এর দিন প্রায় শেষ ! SSD আছে কিনা বলেন ।

Level 0

এমন একদিন আসবে যেদিন ১০২৪ টিবি মাত্র ৩০০০ টাকায় পাওয়া যাবে, সেদিন বেশী দুরে নয়। আসলে টিবি টা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমাদের প্রয়োজন। পরিপূর্ণ হাই ডেফিনিশন তৃমাত্রিক সিনেমা ''অবতার'' এর ওজন মাত্র ৪৮ জিবি। তাই যাদের হাইডেফিনিশন চলচ্চিত্র সংগ্রহ এর অভ্যাস আছে তারাই এখন ২ টিবি এর পোর্টেবল হার্ডড্রাইভ টা কিনতে পারেন। আমার পরামর্শ হলো অপ্রয়োজনে ১ এমবি ও কিনবেন না। কারণ আজকের ১৫০০০ টাকার পণ্যটা আগামীকাল ১৫০০ টাকায় পাবেন। শুধু হার্ডডিস্ক এর বেলায় নয় কম্পিউটার সংক্রান্ত যে কোন পণ্য অপ্রয়োজনে একটু ও বেশী শক্তিশালী কেনার দরকার নাই। আপনি মনে করলেন আজ কম্পিউটারের গতি টা আমার কাজে না লাগুক কিন্তু আগামীকাল তো লাগবে, তবে আগামীকাল দেখবেন ওই ক্ষমতার পণ্যটা অর্ধেক এ নেমে এসেছে।

    Level 0

    চমৎকার বিশ্লেষনের জন্য পারভেজ ভাইকে ধন্যবাদ।

    "অপ্রয়োজনে ১ এমবি ও কিনবেন না"

    খাঁটি কথা…

    Level 0

    ekhane shorbonimno mone hoy amarta. 40 GB. hahaha

    Level 0

    ঠিক বলেছেন।আমার কাছে কিছু ব্লুরে মুভি আছে।যার একেক্টার সাইয ৩ থেকে ৪ জিবি।এখন আর রাখার মত যায়গা নাই।চিন্তা করছি এগুলো ডিভিডি তেঁ রাইট করে রাখবো।

    আপনার মতামতের জন্য ধন্যবাদ

    Level 0

    Thanks Parvage Vai. Onek Shundor Kotha Bolsen 🙂

আমার তো মাত্র অর্ধেক আছে…

৫০০ GB Internal (Hitachi) + ৫০০ GB External (WD Elements)

আরও বেশী বেশী TB আসতে থাকুক, Tnx Share করার জন্য…

    Level 0

    আমার মাত্র ৮০।আর ল্যাপ্টপ এ ৩২০।
    আপনাকেও ধন্যবাদ।

মুকুল ভাই personal pc এর জন্য ১TB কিনেছিলাম ৫০০০টাকা দিয়ে মনে হয় । তখনি ২ TB বাজারে দেখেছি তবে অপনি যেটা দিয়েছেন সেইটা মনে হয় সাভার এর কাজের জন্য দামও অনেক বেশি ।

    Level 0

    মুকুল?এটা কে ভাই?আমার নাম মুকুট।
    সাভার এ কিসের জন্য এই ডিস্ক কাজে লাগবে?হেহেহে।

Level 0

bai amer internal hard drive 360GB. R noton akta portable hard drive kense transcend r 640GB. r doita flash drive asa akta 4GB R akta 16GB..vai centa kortaselam aber akat 1TB kenbo but akon centa kortasi 2TB tai kenbo..but aber centa kortasi 1TB dam 7000 taka… so akta 2TB na kena na kono doita 1TB kenbo ( r vai sorry ami bangla lekta parina so don't mind )

    Level 0

    স্যামসাং ১টেরা ৪৭০০ টাকা।
    ১টেরা+১টেরা=২টেরা=৯৪০০ টাকা।

আমার মোবাইলের দুইটা ২জিবি =4জিবি মেমোরী কার্ডই enough !!! ;-D

    Level 0

    কই মোবাইল এর মেমরি আর কই পিসি এর মেমরি।হাহাহাহাহা

Level 0

vai ami 12000tk kore dibo. brand new. je je nite chan. mail koran. [email protected]. ami U.S.A TE THAKI ami ai dame dite parbo 100% garrenty.

    Level 0

    আপনি থাকেন বিদেশে।তাহলে দিবেন কিভাবে?