বাজেট ২০১১-২০১২ এবং হতাশা।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আস-সালামু-আলাইকুম।

০৯-০৬-১১ তারিখে আওয়ামিলিগ সরকার তাদের ৩য় বাজেট পেশ করলো।বিদ্যুত সমস্যার কারনে পুরোটা দেখতে পারিনি।এই বারের বাজেট নিয়ে আমার অনেক আশা ছিলো যে এই বার সরকার ডিজিটাল বাংলাদেশ বানানোর জন্য একটু বেশি পদক্ষেপ নিবে।কিন্তু বিধিবাম।

কাল অর্থমন্ত্রির কথায় ডিজিটাল বাংলাদেশ বানানোর কোনো কথা না শুনে হতাশ হলাম।কারন আশা করেছিলাম যে এইবার সরকার ইন্টারনেট এর উপর থেকে ট্যাক্স সম্পুর্ন প্রত্যাহার করে নিবে।কম্পিউটার যন্ত্রাংশ থেকে শুল্ক প্রত্যাহার করবে।কিন্তু এর কিছুই হলোনা।উল্টা Fibar Optic Cable এর দাম বাড়ানোর প্রস্তাব করলো।যার কারনে ইন্টারনেট বিল  এ প্রভাব পড়তে পারে।

মনে করেছিলাম মোবাইল এর উপর থেকে আরোপিত ট্যাক্স কমাবে।তাও করলোনা।

বাজেট এর অনেক আগে থেকেই শুনে আসছিলাম যে এইবার থেকে আর ইন্টারনেট বিল এর সাথে ভ্যাট দিতে হবেনা।এবং বিল কমবে।কিছুই হলোনা।অর্থমন্ত্রি এই ব্যপার নিয়ে আলোচনাই করেননি।

ইন্টারনেট বিল না কমালে আর কম্পিউটার যন্ত্রাংশের উপর থেকে শুল্ক সম্পর্ন প্রত্যাহার না করলে ২০২১ সাল কেন, ২১০০ সালেও বাংলাদেশ এর কিছু হবেনা।

আমি অর্থনীতি বিষয়ে এতো অভিজ্ঞ নই।তাই কোনো তথ্যে ভুল থাকলে মাফ করবেন।

হযরত মুহাম্মাদ (সঃ) এর নাম শুনলে প্রথম বার দুরুদ পড়া ওয়াজীব। দুরুদ টি হলো  """  সাল্লাললাহু  আলাইহি ওয়া সাল্লাম """"

সফটওয়্যার

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলে বলার অনেক কিছুই আছে।কিন্তু কে শুনবে?বাংলাদেশের মানুষদের স্বপ্ন দেখাতাই ঠিক।এর বেশি কিছু না করাই ভাল এই অবস্থায়।হতাশ হয়ে কথা গুলা বললাম ভাই। 🙁 :/

মুখেই বলে ডজিটাল বাংলাদেশ কাজের বেলা কিছুই নাই তারই প্রমান এ বাজেট……….ধন্যবাদ মুকুট ভাই

    Level 0

    আপনি শোকে দুঃখে ডিজিটাল কে ডজিটাল বানিয়ে ফেললেন?

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

আমার-আপনার শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিইবা করার আছে ?

    Level 0

    ঠিক বলেছেন।শুধু অপেক্ষা আর অপেক্ষা।

    Level 0

    অনেক কিছুই করার আছে ১৯৭১ এর কথা স্বরন করুন যথন বাঙ্গালিরা পাকিস্থানি স্বৈরাচারিদের বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ করেছিল । এখনও যদি আমরা স্বৈরাচরি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করি তাহলে অনেক কিচুই হবে

Level 0

ভাইরে,এগুলা বলে কোনো লাভ আছে ? আমি এসব পলিটিশিয়ানদের উপর যত বিরক্ত,তার থেকে বেশি বিরক্ত দেশের জনগনের উপর,এদেশের পাবলিকের চামড়া মনে গন্ডারের,একারনেই ৫বছরে ভুলে যায় বিরোধী দলের শাসনকালে থাকাকালে দুরবস্থার কথা আর ঘিলু মনে হয় গোবরের,এ কারনেই ঘুরে ফিরে দুইটা দলেই খালি চয়েস খুজে নির্বাচনে,আপনি নিজেও তো নিশ্চয়ই এ দুই দলের বাইরে যাবেন না,ঠিক বলছি কিনা?

    Level 0

    ভুল বল্লেন।আমি না ভোট দিয়েছিলাম।কারন আমি এদের কাউকেই দেখতে পারিনা।
    আপনিও কিন্তু এদেশের জনগন।ভেবে দেখুন আপনার কথা গুলো।তাহলে আপনার মাথাতেও কিন্তু গোবর।হেহেহেহেহে

Level 0

rasel japan says:
১০ জুন, ২০১১ at 3:36 অপরাহ্ন

মুখেই বলে ডজিটাল বাংলাদেশ কাজের বেলা কিছুই নাই তারই প্রমান এ বাজেট……….ধন্যবাদ মুকুট ভাই

ডজিটাল: ডজিটাল: ডজিটাল: ডজিটাল: ডজিটাল: ডজিটাল: ডজিটাল: ডজিটাল: ডজিটাল: ডজিটাল:
@rasel ভুল বানান ও কোন কোন সময় অর্থবহ হয়…. হাহাহাহাহাহাহা
সত্যিই ডজিটাল বাংলাদেশ…

    হা হা হা আসলেই বানান ভুল@prince ভাই ক্ষমা করবেন

সরকার করে না দিক আমাদেরকে সাহায্য করা উচিত ছিল। কিন্তু তারা উলটো অসযোগিতা করছে।

    Level 0

    হুমমম।নিজেরা না করে বেসরকারি হাতে ছেড়ে দিলেও অনেক কিছু হওয়া সম্ভব।

আমাদের নেতা নেত্রীরা তো ভাই এত কিছু বুঝে না। ওনারাতো নিজেদের নিয়ে ব্যস্ত। কে কত বেশি পরের গিবত বলবে। দেশ নিয়ে তো কেউ ব্যস্ত না। দেশের কথা কেউ চিন্তাও করেনা। আর ডিজিটাল শব্দটা তো ব্যবহার হয়েছে নির্বাচনী স্বার্থ হাচিলের জন্য। ক্ষমতায় গেলে কি আর এত কথা মনে থাকে ভাই। আপনি দেখুন এখন আমাদের সংসদ ব্যবহার হচ্ছে গিবত খানা হিসেবে। দেশের মানুষের কষ্টের টাকায় দিয়ে গড়া আমাদের স্বপ্নের সংসদ এখন নেতা নেত্রীরা অপব্যবহার করছে।
কি লাভ বলেন গুরেফিরে আবার এই এরাই ক্ষমতায় আসবে। আমরা শুধু দেখবো। আল্লাহ যেন এদের হিদায়েত করেন, আমীন…………
যাক ভাই কিছু মনে কইরেন না আমি মনে হয় একটু বেশিই বলে ফেললাম।

    এত কষ্ট করে ক্ষমতায় আসছে কি আমাদের নিয়া চিন্তা করার জন্য…? অনেক টাকা খরচ করে ক্ষমতায় আসছে, তার তিন গুন টাকা পকেটে রাখবে তার পর সময় যদি পাই তাহলে আমাদের চিন্তা করবে।

Level 0

ডিজিটাল! না হলেই ভাল এক টিউন পড়তে ৩ বার কারেণ্ট যায়! আর ডিজিটাল হলে তো এটুকুও থাকবে না। ধন্যবাদ।

Level 0

ভাই ওরা আমাদের কথা কি বুঝবে ।ওরা ত আমাদের মত problem e নেই।

    Level 0

    ঠিক বলেছেন।নিজেদের গাড়ি আছে।তাই সাধারন মানুষ যাতে কিনতে না পারে তাই দাম বাড়িয়ে দিয়েছে।

সকল দল আমাদের মত মানুষকে মদন বানিয়ে ক্ষমতায় আসা হল তাদের উদ্দেশ্য। দেশ ডিজিটাল হলে তাদের ক্ষতি ছাড়া লাভ নাই। আমরা যত দিন বোকা তাকব তত দিনই তাদের লাভ। দেশ নিয়া তাদের ভাবার সময় কি তাদের আছে নাকি ? যে দল-ই ক্ষমতায় আসে তারা বিরোদী দল কে নিয়া চিন্তা করে যে সময় নস্ট করে সে সময় যদি দেশ নিয়ে চিন্তা করত তাহলে দেশের এই অবস্তা থাকত না। আসলে দেশে সত্যিকারের দেশ প্রেমিক রাজনীতি-বিধ নাই।

কি আর বলার আছে,আমাদের দেশের রাজনীতিবিদ্গন রাজনীতি করেন নিজেরদের স্বার্থের জন্য,দেশ বা জনগনের কথা ভাবার সময় কই তাদের,তাছাড়া যেই দেশের বেশির ভাগ সংসদ সদস্য হয় ব্যাবসায়ী তো তাহারা নিজেরদের স্বার্থের কথা ভাব্বেন্নাতো কাদের কথা ভাব্বেন।
আর বাজেরটের কথা বলছেন!সেটা শুধুই কাগজে কলমে লোক দেখানো এইগুলি কখনো সঠিক ভাবে কাজে লাগে কিনা আমার বিশ্বাস হয় না।
আমাদের দেশের রাজনীতিবিদরা আছে শুধু আমাদের নিয়ে খেলায়,নির্বাচন এলেই নতুন নতুন মিথ্যা আশ্বাস আর নির্বাচন শেষ হয়ে গেলেই সব ভুলে যাওয়া।দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত করুন।
পবিত্র হাদিস থেকে উদৃত,
"সেই জাতির উপর আল্লাহর লানত যেই জাতির নেতৃত্বে থাকে নারী"
টিউনারকে ধন্যবাদ বিষয়টা উপস্থাপন করার জন্য।

    সহমত ?

    Level 0

    সহমত। তবে আমি এখনো জানিনা কোন সূরার কোন আয়াতে এ কথা আছে,আফসোস। ভাই,জানেন কি? একটু বলবেন।

    কোন কথাটা MITHU ভাই বলেনতো?
    আর আমি যেই উদৃতিটা দিলাম সেইটা ক্বোরানের কোন সুরার নয়,হাদিস থেকে নেয়া।

    আতাউর রহমান @
    """সেই জাতির উপর আল্লাহর লানত যেই জাতির নেতৃত্বে থাকে নারী""""

    বলেন কি !!! জানতাম না তো !!! কোথায় লেখা আছে?

    নবী করিম(সঃ) বলেছেন,যেই কওমের নেতৃত্বে নারী,তাদের কোন কল্যান নাই'–বোখারী শরিফ,
    অন্য জায়গায় লানতের কথাটাও এসেছে।
    তবে হাদিসটা সরাসরি আমি বোখারী থেকে নেই নাই অন্য কিতাব থেকে নিয়েছি এবং কিতাবটা বিশ্বাসযোগ্য ছিল।
    তাছাড়াও আমি অনেক আলেম থেকে এই হাদিস খানা শুনেছি,ধন্যবাদ।

    Level 0

    তাহলে হাদীস এর কথা অনুযায়ী আমাদের কল্যান জিবনেও হবেনা যদি আল্লাহ না চায়।আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তায়ালার কাছে যাতে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষন করুক।আমীন

Level 0

কি আর করা রাজনিতীবিদ ছাড়া তো আর দেশ চলবে না। 🙁

    কেন ভাই। কেয়ারটেকারতো ভালই দেখিয়ে দিল বাংগালীরে টাইটের উপর রাখলে দেশ-দশ সবই ঠিক থাকে।
    আসলে এই দেশে গণতন্ত্রের দাম নাই।

    Level 0

    নীল ভাই এর সাথে ১লাখ% সহমত।

অর্থমন্ত্রী বাজেট পেশ করেন নাই… এক কথায় দালালী করেছেন । কারন উনি বোধহয় ফেসবুক চ্যাটিং ই করতে পারেনা । তাহলে উনি হয়তবা বাজেট পেশের আগে PM হাসিনার সাথে একটু চ্যাটিং করে নিলে দালালী টা স্পষ্টত ফুটে উঠত না… 🙁

Level 0

ভাই ওরা আমাদের কথা কি বুঝবে ।ওরা ত আমাদের মত problem e নেই।