একটি ক্ষোভ, একটি ধিক্কার (আজম খান প্রসঙ্গে)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজকে যখনই রেডিও আর টেলিভিশন অন করছি তখনই শুনি আজম খানের গান, তাঁর গুনগান। চ্যানেল আই তো যথারীতি আজম খানের প্রতি শ্রদ্ধা নিবেদনের কালকের আয়োজন টাকে বানিজ্যিক বানিয়ে ফেলেছে সরাসরি সম্প্রচারের নামে। অথচ এই মানুষ টি যখন সিঙ্গাপুর থেকে টাকার অভাবে অর্ধেক চিকিৎসা করেই দেশে ফিরে এলেন নিশ্চিত মৃত্যুর বন্দরে তখন এই চ্যানেল-রেডিও গুলো কি এতুটুকু সাহায্য করতে পারলো না? এই যে এতো ধনী টেলিকম কম্পানীগুলো শখ-সারিকার পেছনে লাখ-লাখ টাকা ফালাচ্ছে তারা কী একটু সাহায্য করতে পারতো না? না করবে কেনো-এতে তো বানিজ্যিক লাভ নেই, এভাবে আরো অনেকেই মারা গিয়েছে চিকিৎসার অভাবে...আজম খান তাদেরই একজন... সাবিনা ইয়াসমিন ও সেই পথের ই যাত্রি হয়ে যাচ্ছিলেন, ভাগ্যের অসীম কৃপায় বেঁচে গেলেন। তবে বাঁচতে পারলেন না আজম খান... এই নিষ্ঠুর মানুষদের সাথে অভিমান করে চলে গেলেন দূরের পথে... হয়তো যাবার সময় একটি গান তার মনে চলছিল..."অভিমানী........."

আজ ধিক্কার জানাই সেই মানুষদের প্রতি...

Level 0

আমি Partha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইরে টিভি চ্যানেলের কথা আর বইল্লেন না। যা শুরু করছে। হিন্দি চ্যানেলগুলা দেখলে তো নিজেরই লজ্জা লাগে। একদিন ওরা চ্যানেলের লোগো এমন করব যে লজ্জায় নিচু হয়ে থাকবে। আর বাংলাদেশের চ্যানেল তো ওয়েস্টার্ণ কালচার ধরার চেষ্টা করছে। চ্যানেলে চ্যানেলের প্রতিযোগিতা অনুষ্ঠান বের কইরা নিজেরা যেই প্রতিযোগিতা লাগাইছে আর প্রতিযোগিদের ওয়েস্টার্ন পোষাক পরানোর যেই ঢেঊ শুরু হইছে তাদের নিজের ঢেউ এ নিজেরাই একদিন ভেসে যাইব। আর এ ক্ষেত্রে আজম খানরে নিয়া বাণিজ্য করা তো ওদের পান্তা ভাত।

এখন আর কিছু দেখি না। কার্টুন চ্যানেলে টম এন্ড জেরি দেখি। আপনারা সবাই কার্টুন চ্যানেল দেখা শুরু করেন।

    Level 0

    সহমত।

    Level 0

    Boss tik koisen……………….. samna paila apnara salut ditam…………

    Level 0

    ভালো বলেছেন ভাই। তবে আমি এখন টিভি দেখাই বন্ধ করে দিয়েছি, কালকে কেন জানি খুললাম আর এই সব দেখে নিজেকে আটকাতে পারলাম না। তবে শুধু টিভি না, আমাদের রেডিও যা করছে তা আরো জঘন্য আমার মতে।

    ভাল বলেছেন। আসলেই এখন আর আগের মত টিভি দেখতে ইচ্ছে করে না। বাংলা চ্যানেল আর হিন্দি চ্যানেল কোন পার্থক্য নাই। আমাদের চ্যানেল গুলো অনুকরনে বিশ্বাসি। আর এর প্রভাব পরছে আমাদের মডার্ন এবং আল্ট্রা মডার্ন তরুনদের উপর। যা রাস্তায় বের হলেই বুঝা যায়। কোনটা যে ছেলে আর কোনটা যে মেয়ে বুঝাই যায় না।
    যাক ভাই মনে হয় একটু বেশি বক বক করে ফেললাম।
    তাদের জন্য সবাই দোয়া করেন আল্লাহ যেন তাদের হিদায়েত দান করে।

    টিভি মানেই কার্টুন নেটওয়ার্ক 🙂

    টিভি মানেই কার্টুন নেটওয়ার্ক

    Level 0

    সূফী ও রানা ভাই, "টিভি মানেই কার্টুন নেটওয়ার্ক" – ভুল কইলেন ভাই, টিভি মানেই স্টার প্লাস। ২৪ ঘণ্টাই বাসায় স্টার প্লাস। মাথা গরম হয়ে যায়। দেশের মাইয়ারা কি এমনে নষ্ট হয়?

সহমত। মডেল হান্ট নামে যা চলছে তা আর বলার অপেক্ষা থাকে না। আর সেই সাথে চলছে বিজ্ঞাপন। এতদিন মাল্টিন্যাশনাল কোম্পানীগুলো তাদের পণ্যের বিজ্ঞাপন আমাদের দেশের মডেল দিয়ে সুশ্রীভাবে করাতো। আর এখন তারা সরাসরি অন্য দেশের বিজ্ঞাপন দেখাচ্ছে অথবা ওয়েস্টার্ন স্টাইলে তা তৈরী করেছে। এর আসলেই একটা প্রতিকার করা চাই।

    Level 0

    ভাই প্রতিকার কীভাবে হবে যেখানে দেশের যাদের মাথা ঘামানোর কথা এগুলা নিয়ে তারাই এগুলার প্রধান দর্শক।

আমাদের লজ্জা হওয়া উচিৎ 🙁

    Level 0

    .একদম খাটি কথা.।

    Level 0

    লজ্জা-হায়া-শরম, এই শব্দ গুলা ডিকশনারীতেই পাওয়া যায় এখন.।.।.

Level 0

মডেল হান্ট নামে বেশ্যা হান্ট চলছে…………এদের জন্য রয়েছে জাহান্নামের সর্বনিন্ম স্থান।

    Level 0

    Josssss bossss……………… maratok kotha bolsan

    akhonkar model to Allah KA manaiii na…………….

    Level 0

    আল্লাহ তাদের রক্ষা করুন

Level 0

একেবারেই ঠিক বলছেন ভাই। এইসব হান্ট ফাণ্ট কোম্পানি গুলা কিছু টাকা কামায়, পরে আর ওই হান্টদের দেখাই পাওয়া যায় না। যেমনঃ নোলক নামে একদা এক গায়ক ছিল। যারে এখন আর কোথাও দেখা যায় না।

খুব ই খারাপ লাগছে আপনার পোস্ট টি পড়ে। আসলে আমাদের মনুষ্যত্ব আর কোথায় কোথায় যে আমরা বিক্রি করব ! ইণ্ডিয়ানা চ্যানেলের অসহ্য অনুষ্ঠাঙ্গুলোর কথা না হয় বাদ ই দিলাম।। যারা শুধু নামের জন্য কাজ করে তাদের জন্য শত ধিক্কার।

Level 0

vai mon ta khub kharap hoyea gache. khub kharap lagche. ar mai hindi grina kori. ami USA te ak indian malik ar under e kaj kori kintu ami hindi te kotha boli na. abong hindi gan ba chobi dakhi na. amar bangla e amar kache onek valo. ar age jane kichu hole o azam khan e help kortam. shotti e vai mon ta khub kharap

    Level 0

    আপনার এই মানবতাবাদী দৃষ্টভঙ্গির প্রশংসা না করে পারছি না। তবে আপনার হয়তো একার প্রচেষ্টায় কিছুই হতো না, এর জন্য সমাজের সকলের একসাথে এগিয়ে আশা উচিত ছিল। কিন্তু……

Level 0

amra manush ra jotokhon khawa ace totokhon khai tarpor plate ta fele diea cole jai….. onar belay o tai hoice jotokhon gaite parcilen totokhon onake niea hoicoi r jokhon oni gite partecilen na tokhon r onake dekhar kew nai……………….!

    Level 0

    কঠিন একটা সত্যি কথা বললেন…

vai shudhu pari na,jodi partam tahole aishob মডেল হান্ট der ke juta peta koira desh chara kortam.
khub kahrap lagtese……………….
apnar post er jonno onek dhonnobad.

    Level 0

    জ্বী, কিন্তু ধন্যবাদ দিয়ে লাভ হবে না, ভবিষ্যতে যাতে আর কোনো শিল্পী এভাবে টাকার অভাবে আমাদের না ছেড়ে যান তার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে।

এখন তার জন্য দোয়া করা ছাড়া আর কি বা আছে বলুন ।এখন আমরা তার জন্য বেশি বেশি দোয়া করি ।

মহান আল্লাহ তার সকল পাপ তুমি ক্ষমা করে দাও ।তাকে তুমি বেহেস্ত নসীব কর।(আমীন)

ভাই, মিডিয়া ততক্ষন আপনার সাথে থাকবে যতক্ষন আপনার কাছ থেকে কিছু পাবে। যখন, আপনার দেয়ার কিছু থাকবে না, তখন আপনার দিকে ফিরেও তাকাবে না। শুধু সমাজ বদলে দেয়ার শ্লোগান দিলেই বদলে দেয়া যায় না, আগে বানিজ্যিক মানসিকতা থেকে বেড়িয়ে আসতে হয়…মানুষ কে মানুষ হিসেবে দেখতে হয়, পণ্য নয়।

    Level 0

    এই কথা শোনার মানুষ কি এই আমাদের দেশে আছে????

Level 0

গুরুর মৃত্যুতে যতটা খারপ লাগছে :(: আপনজনের মৃত্যুতেও মনে হয় এত খারাপ লাগে নি। আমি সত্যই শোকহত। 🙁 🙁

গুরু তোমায় সালাম। সালাম, সালাম, হাজার সালাম, লক্ষ-কোটি সালাম। তুমি আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। মানুষকে, দেশকে যে ভালবাসা তুমি দিয়েছো তার প্রতিদান আল্লাহ্‌ তোমাকে অবশ্যই দিবে। পপ সম্রাট আজম খানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি এবং তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করছি… তারা যেন ভাল থাকেন। ……….. জুনাইন হাসীন

Level 0

just wanna say – হুজুগে বাঙালী ।

এই আমরা বাঙ্গালী?এই আমাদের অহঙ্কার?একজন মুক্তিযোদ্ধাকে বাচাতে পারলাম না?দেশের বড় একটা সম্পদকে আমরা মূল্যায়ন করতে পারলাম না।আর আমরা এখন ও আমাদের নিয়ে বড় বড় কোঠা বলে যাই।নিজেদের দোষ আমরা দেখতেই চাই না।স্বীকারই করতে চাই না।

আজম খান এর মারা যাবার খবর শুনে এত খারাপ লেগেছে যে বলার ভাষা আমার নেই।তবু আমি বলব আজন খান মারা জাননি।তিনি আমার মাঝে বেচে রয়েছেন।আমাদের সবার মাঝে বেচে রয়েছেন।তাকে আমরা কখন ও মরতে দিব না।আমার অন্তর থেকে দোয়া করি,আশা রাখি তিনি বেহেশতে যাবেন।

আসলে আমরা যতই শাক দিয়ে মাছ ঢেকে রাখার চেস্তা করি না কেন।আমাদের অনেক সমস্যা রয়েছে।এই কথা শুনে আমাকে অনেকে অনেক উপদেশ মুলক কথা বলবেন।কিন্তু তাদের আমি আগে থেকে বলে রাখি নিজেদের দোষএুটি যারা মানে না,ধরতে পারে না তাদের মত বোকা আর কেও নেই।

আজম খান।আপনাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই।

Level 0

কি আর বলব ? বললে খারাপ শোনা যাবে। শখ-সারিকারা তো কোমর দুলাই কোম্পানীর প্রচার করে দিতে পারবে আর আমাদের গুরুর তো আর সেই বসয় নাই তাই উনার দিকে ফিরে তাকানো সময় কোথায়। যে গুরু দেশের জন্য যুদ্ধ করেছে, দেশ নিয়ে গান করেছে আজ আমরা কি দিতে পেরেছি তাকে? কিছুই দিতে পারি নি? উনার লাশ আনা হয়েছিল জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধানিবেদন করার জন্য সেখানে গিয়েছিল। শুনতে পেলাম সিংগাপুর থেকে আসার পর নাকি একদিন বাড়িতে রিক্সায় করে ফিরছিলেন হঠাৎ রিক্সা থেকে পড়ে গিয়েছেন। যার একটি গাড়ীও নেই।

গুরুর মৃত্যুতে যতটা খারপ লাগছে : আপনজনের মৃত্যুতেও মনে হয় এত খারাপ লাগে নি। আমি সত্যই শোকহত।
সহমত… 🙁

I Hate Bangladesh Channel

যাক এতদিন পর আপনারা আমার মত কার্টুন নেটওয়ার্ক এর দলে যোগ দিলেন । যাক আব্বা কে বলতে পারব বড় হলেও কার্টুন নেটওয়ার্ক দেখতে লজ্জা নেই এই তার প্রমাণ।

বাংলাদেশী চ্যানেলের কথা আর কি বলব। যারা একবার ভেতরে ঢুকেছেন তারা হয়ত জানেন। এমনিতে সব অনুষ্ঠানই তো বস্তা ভরা পঁচা। কিচ্ছু নেই যে দেখে মনটা শান্তি পায়। আর ভিতরটা? ও আল্লাহ! এত নোংরামী, নষ্টামী, বলে বোঝানো যাবেনা। আমি ভাগ্যবান যে আমি কিছুদূর গিয়ে আবার বের হতে পেরেছি এই নরক থেকে।

আমি বিশ্বাস করি আজম খানের চিকিৎসা করা যেত। আমরাই করতে পারতাম। করিনি। আর এই মৃত্যুটাকে চ্যানেলগুলো পয়সা কামাবার উপায় বানিয়েছে। ধ্বংস হোক।

জটিল বলছেন

Level 0

কবিগুরু একবার মনের দুঃখে বলেছিলেন " সোনার বাংলা শশ্বান হতে আর কত দেরি "। তিনি আজ বেচে থাকলে দেখতেন যে আমাদের সোনার বাংলা সত্যি সত্যি শশ্বান এ পরিণত হয়ে গেছে……….এ জন্যই বোধহয় তিনি বলে গেছেন-

সাত কোটি মানুষেরে হে বংগ জননি,
রেখেছ বাঙালি করে, মানুষ করনি।

হায়রে, " এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি……." আর কিছু বলার নাই রে ভাই।