বর্তমানে বাংলা ভাষায় এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠালে আগের চেয়ে অর্ধেক খরচে হবে গ্রাহকের

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন
Level 12
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন। আজ মহান একুশে ফেব্রুয়ারি। এই দিনেই ভাষার জন্য শহীদ হয়েছিল অনেকে। তাদের একটি দাবি ছিল সেটি হলো বাংলাকে এদেশের রাষ্ট্রভাষা করার। যে দাবির জন্য তাদেরকে জীবনই দিতে হয়েছে। বাংলা আমাদের মাতৃভাষা। আর এটি বর্তমানে এ দেশের রাষ্ট্রভাষা।

আমরা জাতিতে বাঙালি হলেও কথা এবং কাজে বাংলা ভাষার ব্যবহার এখনও চালু করতে পারেনি। ফেসবুকে চ্যাটিং কিংবা মেসেজে বন্ধুর সাথে কথা বলতে আমরা ব্যবহার করে থাকি ইংরেজি ভাষা। যেটিকে ইংরেজি বললেও ভুল হবে। অনেকে এটাকে বাংলিশ ভাষা নামেও বলে থাকে। যেটি না তো বাংলা, না তো ইংরেজি। যেখানে ইংরেজি বর্ণ কে বাংলা উচ্চারণ এর মাধ্যমে ব্যবহার করা হয়। যেটি কিন্তু মোটেও ইংরেজি কিংবা বাংলা ভাষা নয়। মেসেজের মাধ্যমে আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলতে বাংলা ভাষার ব্যবহারের জন্য বাংলা খুদে বার্তা বা (এসএমএস) পাঠানোর চার্জ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল বলেন, একুশের প্রথম প্রহর থেকেই মুঠোফোনে বাংলায় খুদে বার্তা (এসএমএস) পাঠানোর চার্জ অর্ধেকে নামিয়ে আনা হবে।

সে শর্ত অনুযায়ী বাংলা বর্ণে এসএমএস বা খুদে বার্তা পাঠালে চার্জ পড়বে ২৫ পয়সা। যেটি আগে পরতো ৫০ থেকে ৬৭ টি পয়সার মত। কিন্তু অপারেটরে এসএমএস এর মূল্য ভিন্ন হতে পারে। তবে বর্তমানে বাংলায় এসএমএস পাঠালে চার্জ আগের চাইতে অর্ধেক প্রযোজ্য হবে। তবে এখনই সব অপারেটরে এই নিয়মটি কার্যকর করেনি। গ্রামীণফোন ও টেলিটকের গ্রাহকেরা আজ থেকে এ সুবিধা পাবেন। অর্থাৎ, আজ রাত বারোটার পর থেকে এই সুবিধাটি পাওয়া শুরু করে দিয়েছে। তবে অন্যান্য অপারেটরদের ক্ষেত্রে আরো কিছুটা দেরি হবে এটি কার্যকর করতে। এজন্য রবি ১৫ মার্চ ও বাংলালিংকের গ্রাহকেরা ৩১ মার্চ থেকে এ সুবিধার আওতায় আসবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলায় এসএমএস এর খরচ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে বলে জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

গতকাল শনিবার সকালে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এ সময় এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপনিকের নির্বাহী কমিটিতে নির্বাচিত প্রথম বাংলাদেশি প্রযুক্তিবিদ সুমন আহম্মেদ সাবির। এ ছাড়া এ ওয়েবিনারে বক্তব্য দেন জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির, বিসিএস, আইএসপিএবি এবং বাক্যের সভাপতি, সাধারণ সম্পাদক ও দেশের প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ চার সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বাংলাকে আধিপত্যশীল ভাষা হিসেবে পরিণত করতে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ কাজ করে যাচ্ছে বলে জানায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এ সময় ওয়েবিনারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেটে বাংলার ব্যবহার বাড়াতে এবং বাংলাকে আধিপত্যশীল ভাষা হিসেবে স্থান করে দিতে ১৬টি টুলস উন্নয়ন করছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। এই প্রকল্পটির কাজ শেষ হলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার কাজ আরো সহজ হবে। এছাড়া তিনি আরও বলেন, মুঠোফোনে খুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে বাংলা বর্ণ এত দিন যে বৈষম্যের শিকার হয়েছে, আজ থেকে তার অবসান ঘটছে।

গতকাল শনিবারে বিটিআরসি ভবন মিলনায়তনে বিটিআরসি, অ্যামটব এবং মোবাইল অপারেটরদের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, এছাড়া এসময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান প্রমুখ।

তবে বন্ধুরা, বাংলা কে ভালবাসুন। আপন মানুষ এবং বন্ধুবান্ধবদের সঙ্গে বাংলায় যোগাযোগ করুন। বাংলা ভাষা আমাদের রক্তের বিনিময়ে অর্জিত ভাষা। বাংলাকে ভালো না বাসলে অথবা বাংলায় যোগাযোগ না করলে আমাদেরকে বাঙালি বলা যায়ই বা কি করে? তাই সবসময় বাংলা ভাষায় যোগাযোগ করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আজ এখানেই। দেখা হবে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।

Level 12

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 332 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 60 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে নিউজ বা টেক নিউজ সংক্রান্ত কোন টিউন প্রকাশ করা যায় না।

আপনার এই টিউনটি টেকটিউনস ক্যাশের জন্য প্রসেস করা হলো। তবে পরবর্তীতে একই ভুলের জন্য টেকটিউনস ক্যাশ প্রসেস হবে না।