৪০ বছরে আমরা বেশি এগোতে পারিনি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

স্বাধীনতার পরবর্তী ৪০ বছরে আমরা খুব বেশি এগিয়ে যেতে পারিনি। শিক্ষায় ভর করেছে পশ্চাৎপদতা। আমরা যেমন মাতৃভাষাকে সমৃদ্ধ করতে পারিনি, তেমনি ভালো ইংরেজিও শিখতে পারিনি। শিক্ষায় দুরবস্থার এটি একটি বড় কারণ। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত মাসিক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন এ কথা বলেছেন। গতকাল শনিবার সোসাইটির মিলনায়তনে ওই বক্তৃতার আয়োজন করা হয়।

চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের জন্য অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক নুরুল ইসলামকে সোসাইটির ফেলোশিপ দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বক্তৃতা করেন অধ্যাপক আনোয়ার। তিনি বলেন, ‘কথা ছিল আমাদের শিক্ষাব্যবস্থা হবে মানবিক, অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক। কিন্তু আমরা তা করতে পারিনি। এখন শিক্ষা নানা ভাগে বিভক্ত। এককথায় তা ভয়াবহ।’

শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে ফ্রাইডমেনকে উদ্ধৃত করে আনোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে বিনিয়োগের সবচেয়ে বড় ফলদায়ক খাত শিক্ষা। ভারত, শ্রীলঙ্কা এই খাতে বিনিয়োগ করে সুফল পেতে শুরু করেছে।

তিনি বলেন, ৪০ বছরে প্রথমবারের মতো একটি জাতীয় শিক্ষানীতি সংসদে গৃহীত হয়েছে। এটিও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে পারেনি। অনেক ক্ষেত্রে আপস করতে হয়েছে। তার পরও যে হয়েছে, সেটিই বড় কথা। কিন্তু এ নীতি বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, নীতি প্রণীত হয়েছে, কিন্তু বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বা হচ্ছে না।

তিনি বলেন, এই নীতি বাস্তবায়নে ১৩টি কমিটি করা হয়েছে। সব কমিটির প্রধান করা হয়েছে সচিবদের। এসব কমিটির মধ্যে শুধু পাঠ্যসূচি (কারিকুলাম) কমিটি একবার বৈঠক করেছে। বাকিগুলো এখনো বসতেই পারেনি। তিনি সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের এসব কমিটির প্রধান করে কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করেন। নিরক্ষরতা দূরীকরণে তিনি ইসলামী ছাত্রশিবির বাদে অন্য ছাত্র সংগঠনগুলোকে কাজে লাগানোর কথা বলেন।

এই বক্তৃতার আগে জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম তাঁকে ফেলোশিপ প্রদান করায় এশিয়াটিক সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন।
সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ‘সবাই এগিয়ে যাচ্ছে, আমরা পারছি না। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটে পড়ার জন্য শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের সব দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী আসতেন। তাঁদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল হয়েছে। কিন্তু সেখানে ছাত্র নেই। সেসব দেশের শিক্ষাব্যবস্থা এখন অনেক উন্নত হয়ে গেছে।’

সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম অনুষ্ঠানে বক্তব্য দেন। এ ছাড়া দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক শ্রোতা তাঁদের মতামত তুলে ধরেন।

আপ নারা বলতে পারেন কেন পারিনি এগোতে ?

source : http://www.prothom-alo.com/detail/date/2011-05-01/news/150897

আর যারা ওয়েব hosting করতে চান এখানে কিলিক করেন। unlimited space, Unlimited bandwidth with all only ১৭০০ টাকা.

Level 0

আমি supurboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই ভালো টিউন…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…………. আরও এইধরনের টিউন আশা করি…….