কম্পিউটার বাজার আপডেট।দেখে নিন এই সপ্তাহের দরদাম

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আস-সালামু-আলাইকুম।

প্রিয় টিউনার ভাইয়ারা...।সবাই কেমন আছেন?আমার ১৬ নাম্বার পোস্ট এ আপনাদের সবাই কে স্বাগতম।

এই সপ্তাহের কম্পিউটার বাজার কেমন ছিল এবং কেমন যাবে তা একনজর দেখে নিন।এতে আপনার যদি কম্পিউটার এর  কোনো Accessories কেনার দরকার হয় কিন্তু দামের আইডিয়া নেই,তাহলে একটু এখানে দেখে নিন।

প্রসেসরঃ


ইন্টেল সেলেরন ১.৮ গি হাঃ ৩১০০ টাকা।

ইন্টেল ডুয়েল কোর ২.৮ গিঃহাঃ ৫১০০টাকা।

ইন্টেল কোর ২ ডুয়ো ২.২ গিঃহাঃ ৭০০০টাকা।

ইন্টেল কোর টু কোয়াড ২.৫ গিঃহাঃ ১২৫০০ টাকা।

ইন্টেল কোর আই ৩( ২.৫ গিঃহাঃ) ৮৫০০ টাকা।

ইন্টেল কোর আই ৫ (৩.৫ গিঃহাঃ) ১৫৫০০ টাকা।

ইন্টেল কোর আই ৭ (৩ গিঃহাঃ) ২৩৫০০ থেকে ২৪৫০০ টাকা।

মাদারবোর্ডঃ


গিগাবাইট জিএ ৪১ এমটি-ডি-৩  ঃ   ৪২০০টাকা।

গিগাবাইট জি ৪১১এমটি-ইএস২এলঃ   ৪০০০টাকা।

গিগাবাইট এইচ এম৫৫-ডিটুএইচ   ঃ৭৪০০টাকা।

ইন্টেল দিএইচ৫৫পিজে ঃ  ৬৭৫০টাকা।

আসুস পি৫জি-৪১টি-এমেলেক্স  ১৭৫০০ টাকা।

ফক্সকন জি৩১ এমভি ৩১০০টাকা

ফক্সকন এইচ৫৫ এক্সভি  ৫৩০০টাকা।

র‍্যামঃ


২গিগা ডিডিয়ার-২  ঃ১৭০০টাকা।

১গিগা ডিডিয়ার ২   ঃ ১৩০০টাকা।

২গিগা ডিডিয়ার ৩   ঃ২২০০টাকা।

হার্ডডিস্ক ড্রাইভঃ


৩২০ গিগাঃ ২৯০০টাকা।

৫০০গিগাঃ ৩২০০টাকা।

১টেরাবাইটঃ ৪৮০০টাকা।

এলসিডি মনিটরঃ


স্যামসাং ১৭"  ৭৫০০টাকা।  ১৮.৫"   ৮৫০০টাকা।  ২০"   ৯৪০০টাকা।  ২২"  ১১০০০টাকা। ২৩"  ১৯৮০০টাকা।

ফিলিপসঃ ১৮.৫" ৮১০০ টাকা।

ডেলঃ১৮.৫" ৮২০০টাকা।

এলজিঃ ১৮.৫" ৮৪০০টাকা।   ১৬"  ৭৫০০টাকা।  ১৭"  ৭৮০০টাকা।  ২১.৫"   ১১৭০০ টাঁকা।

গ্রাফিক্স কার্ডঃ


গিগাবাইট এইচডি ১ গিগাঃ ১৭৭০০ টাঁকা।

আসুস ৫১২ মেগাবাইটঃ ৩০০০টাকা।

গিগাবাইট এইচডি ৫৮৮০  ১গিগাঃ১৫৪০০ টাঁকা।

জিটিএক্স ৪৬০  ১ গিগাঃ ডিডিয়ার ৫  ১৫৩০০টাকা।

ডিভিড রাইটার/রি-রাইটারঃ


স্যামসাং ৫২*২৪*৫২ এক্স  ১৫০০টাকা।

আসুস ৫২*৩২*৫২ এক্স   ১৭৫০ টাঁকা।

সনি ডিভিডি আরডি  ১৮০০টাকা।

কেসিংঃ

১৫০০ থেকে ৫০০০টাকা।

মাউসঃ


২০০ থেকে ৩০০০ টাঁকা।

কিবোর্ডঃ


৩৫০ থেকে ২৫০০টাকা।

স্পিকারঃ

এফোরটেক ৬০০ থেকে ২০০০০ টাকা।

মাইক্রোল্যাব  ১২০০ থেকে ১৫৫০০ টাকা।

ক্রিয়েটিভ ৭০০ থেকে ১২০০০ টাকা।

মডেমঃ

মোবিডাটা এডজিই ২২০০ টাকা।

এইচেসডিপিএ  ৩০০০টাকা।

টিভিকার্ডঃ


এভারমিডিয়া এক্সটার্নাল   ৩৪০০ থেকে ৭০০০টাকা

রিয়েল ভিউ এক্সটার্নাল ১৫০০ থেলে ৩০০০ টাকা।

প্রিন্টারঃ

ক্যানন পিক্সমা আইপি এম্পি ৬০০০টাকা।

এইচপি ১৬৬০ ডেস্কজেট ২৫০০টাকা।

এপসন টি৬০  ১২০০০টাকা।

এইচ পি লেজার প্রিন্টার পি-১২০২  ৯৫০০ টাকা

সুত্রঃ প্রথম আলো

ফ্রী সফটওয়্যার ডাউনলোড করুন


free counters

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

graphics card should have more specifications like,

Asus nVidia 8400 GT Silent 512MB DDR2=5000/-
Gigabyte Ati Readon 5880 HD 1GB GDDR3=15000/-

But thank you for this market update.

    Level 0

    আমি যে তথ্য পেয়েছি তাই শেয়ার করেছি।আপনাকে ধন্যবাদ।

এটা আমার জন্য খুব কাজের,

    Level 0

    ধন্যবাদ

উপকারী টিউন
ভাল লাগলো…………
যে দাম গুলো দেওয়া আছে…..সে গুলি বাংলাদেশের টাকায়
১ ডলার = কত বাংলাদেশী টাকা ?
যদি জানেন আমাকে জানাবেন………………
আমার বুঝতে সুবিধা হবে………………
ধন্যবাদ…………

    Level 0

    জি ভাইয়া।বাংলাদেশি টাকায়। বর্তমান এ ১ ডলার এ ৭৩.৫ অথবা ৭২.৫ টাকা

    কমেন্টস এর জন্য ধন্যবাদ