গুগলের বিরুদ্ধে অভিযোগ মাইক্রোসফটের

টিউন বিভাগ খবর
প্রকাশিত

শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট দাবি করছে, সার্চইঞ্জিন বাজারে মাইক্রোসফটের প্রবৃদ্ধিকে সীমিত করার চেষ্টা করছে গুগল। মাইক্রোসফট ইউরোপীয় কমিশনের কাছে গুগলের বিরুদ্ধে এই অভিযোগ করেছে। মাইক্রোসফট দাবি করছে সার্চ মার্কেটে মাইক্রোসফটের প্রবৃদ্ধিকে সীমিত করার জন্য গুগল তার কর্তৃত্বময় অবস্থানকে ব্যবহার করছে। এ অভিযোগের ব্যাপারে গুগল বলেছে, তারা এতে অবাক হয়নি এবং এ বিষয়ে অবশ্যই তাদের ব্যাখ্যা আছে। মাইক্রোসফটের পরামর্শক ব্র্যাড স্মিথ তাঁর ব্লগে লিখেছেন, আমরা লক্ষ করেছি অনলাইনে তথ্য খোঁজা অর্থাৎ সার্চের ক্ষেত্রে গুগল তাঁর আধিপত্য দৃঢ়ভাবে স্থাপন করার চেষ্টা করছে। আমরা কোনোভাবেই গুগলের কাছ থেকে এমন আচরণ আশা করি না। গুগলের এই মনোভাবের কারণে আমাদের সার্চ ইঞ্জিন বিং কোনোভাবেই এগোতে পারছে না। তিনি জানান, বিভিন্ন উপায়ে গুগল এটা করছে। প্রথমত ইউটিউব সার্চ ইঞ্জিনের তালিকায় যাতে মাইক্রোসফটের বিংয়ের নাম না থাকে সে জন্য গুগল বিশেষ কারিগরি পদক্ষেপ নিয়েছে। মাইক্রোসফটের স্মার্টফোনগুলোয় যাতে ঠিকমতো ইউটিউব ব্যবহার না করা যায়, গুগল সে ব্যবস্থা নিয়েছে। বড় বড় ওয়েবসাইটগুলোকে তাদের পেজে কেবল গুগল সার্চবক্স ব্যবহার করতে বাধ্য করছে। মাইক্রোসফটের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ইউরোপীয় কমিশন এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। —বিবিসি অবলম্বনে

http://www.trueonlineearn.com

Level 0

আমি Rocky Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.