এবার হাতের ইশারায় যেকোনো স্মার্ট ডিভাইসকে নিয়ন্ত্রণ করুন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বর্তমানে প্রায় সকল স্মার্ট ডিভাইসগুলো একে একে টাচস্ক্রিণ ফিচারে চলে এসেছে। মোবাইল ফোন থেকে শুরু করে এখন টিভি, ল্যাপটপের ডিসপ্লেগুলোতেও টাচ ফিচারটি আমরা দেখতে পাচ্ছি। আর এই টচ স্ক্রিণ ফিচারের সাহায্যে আমরা এখন যেকোনো স্মার্ট ডিভাইসকে সহজেই হাতের স্পর্শেই নিয়ন্ত্রণ করতে পারছি। এটা হলো বর্তমান যুগের ফিচার। কিন্তু আজ আমি নিয়ে এলাম এমন একটি নতুন গ্যাজেট এর খবর নিয়ে যেটির ব্যবহারের মাধ্যমে আপনি যেকোনো স্মার্ট ডিভাইসকে হাতের ইশারায় নিয়ন্ত্রণ করতে পারবেন কোনো প্রকার ছোঁয়া ছাড়াই! ৯৯ মার্কিন ডলারের এই গ্যাজেট এর নাম Bixi Touch-Free Smart Controller।
এটির মাধ্যমে আপনি যেকোনো স্মার্ট ডিভাইসকে আপনার হাতের ইশারায় In-air gestures এর মাধ্যমে কমান্ড সেন্ড করতে পারবেন। এটি গাড়ি চলানোর সময়, অফিসের কাজের ব্যস্ততার মাঝে কিংবা ঘরের কাজের মাঝে আপনার স্মার্ট ডিভাইসের নিয়ন্ত্রণকে আরো সহজ করে দেবে। এটি সকল প্রকার অন-দ্যা-লাইন ডিভাইস এবং অ্যাপস যেমন LifX, Hue bulbs, Bluetooth speakers, GoPro সহ অনান্য সকল loT ডিভাইসগুলোকে সার্পোট করবে।


Bixi এর সাহায্যে আপনি সর্বোচ্চ দুটি অ্যাপস কিংবা ডিভাইসকে একই সাথে নিয়ন্ত্রণ করতে পারবেন। সাইজে ছোট হওয়ায় ডিভাইসটিকে পকেটে নিয়েই আপনি সহজেই বহন করতে পারবেন।
এছাড়াও আপনি আপনার মোবাইলে এই ডিভাইসটিকে লাগিয়ে নিয়ে কল করা, কল কেটে দেওয়া, মেসেজ সেন্ড করা, জিপিএস এ কমান্ড দেওয়া, মিউজিক কন্ট্রোল, ভলিউম কনট্রোল, নোটিফিকেশন মিউট সহ বিভিন্ন কাজ করতে পারবেন মোবাইলে টাচ না করেই। আর সবথেকে মজার ব্যাপার হলো এটি চালানোর জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।

কারণ ডিভাইসটি Bluetooh 4.1 দিয়ে অনান্য স্মার্ট ডিভাইসে কানেক্টটেড থাকে আর আপনি সর্বোচ্চ ২০ মিটার পর্যন্ত রেঞ্জ পাবেন। ডিভাইসের নিজস্ব Bixi Remote App রয়েছে যার মাধ্যমে আপনি ডিভাইসটি সহজেই সেটআপ করে নিতে পারবেন। এছাড়াও ডিভাইসটিতে রিচার্জেবল ব্যাটারি যা ফুর্ল চার্জে দুই সপ্তাহ পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। Bixi দিয়ে আপনি একই সাথে সবোর্চ্চ ৭টি Gestures সার্পোট পাবেন, আর বর্তমানে ৫ টি ভিন্ন রংয়ে আপনি Bixi কে কিনতে পারবেন।

তো সেদিন আর বেশি দূরে নেই যেদিন আমরা আমাদের স্মার্ট ডিভাইসগুলোকে আমাদের ব্রেইনের মাধ্যমে চিন্তাভাবনার মাধ্যমে কমান্ড দিতে পারবো! অপেক্ষায় রয়েছি আরো তথ্য প্রযুক্তির চমকের জন্য।
আর হ্যাঁ এই রকমই বিভিন্ন তথ্য প্রযুক্তি চমকপ্রদ সংবাদ নিয়মিত পেতে নিয়মিত ভিজিট করুন বিশ্বের বৃহৎ বাংলা সোশাল প্লাটফর্ম টেকটিউনস এ। আর টিউনটি ভালো লাগলে জোস বাটনে ক্লিক করতে ভুলে যাবেন না যেন।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস