
আজ আমি আপনাদের বাংলাদেশী একটি নতুন মোবাইল ইনফরমেশন বেসড সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব। সাইটটি একেবারে নতুন কিন্তু বাংলাদেশে যে সকল মোবাইল নিয়ে সাইট তৈরী করা হয়েছে তাদের থেকে একটু ভিন্ন। সাইটটিতে নতুন এবং পুরাতন সকল ব্র্যান্ড এর মোবাইলের দাম এর সাথে আরো জানা যাবে, মোবাইল এর ইনফরমেশন, রিভিউস, ভিডিও, ফটো এবং অফার। চলুন দেখি সাইটটির আরো কিছু বৈশিষ্ট।
Search Button :
এই সার্চ বাটন এ মোবাইল ফোনটির নাম লিখলেই সেই ফোনটি সার্চ রেজাল্ট আসার আগেই ডিসপ্লে করে।
Brand Menu :
এই পেজ এ সকল ব্র্যান্ড এর মোবাইলফোন আর একটি লিস্ট পাওয়া যাবে। সকল নতুন ফোন প্রথম এ এই লিস্ট এ লিপিবন্ধ হয়। সাইটটির ডান পাশে মোবাইল ব্র্যান্ড এর একটি লিস্ট আছে যেখানে ভিন্ন ভিন্ন ব্র্যান্ড এর ফোন আলাদা করে দেখা যাবে।
Compare :
এই লিংকটিতে যেকোনো ব্র্যান্ড এর দুটি বা তিনটি মোবাইল ফোন একসাথে compare করা যাবে। compare করার জন্য সার্চ বাটন এ গিয়ে ফোনটির মডেল টাইপ করলে ফোনটি শো করবে।
Comparisons:
এখানে কিছু ফোনের comparisons লিস্ট পাওয়া যাবে।
উল্লেখিত সুবিধা ছাড়াও সাইটটির উল্লেখযোগ্য বৈশিষ্ট হল এখানে আপনি একই ফোনের বিভিন্ন দাম পাবেন, মানে বাংলাদেশে কোথায় কোন অনলাইন শপিং এ কত দাম এবং কি কি সুবিধা দিচ্ছে।
সাইটটির ঠিকানা এখানে mobileinfobd
আমি টেক পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।