এবারো বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যাপল

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মার্কিন সাময়িকি ফোর্বসের তালিকায় এবারো বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যাপল ইনকরপোরেশন। টানা সাত বছর এ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি। ফোর্বসের বার্ষিক তালিকাটিতে দেখা গেছে, বর্তমানে অ্যাপলের বাজারমূল্য ১৭ হাজার কোটি ডলার। গত এক বছরে কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ১০ শতাংশ। বরাবরের মতো চলতি বছরও তালিকার অগ্রভাগে প্রযুক্তিসংশ্লিষ্ট কোম্পানিগুলোর আধিপত্য লক্ষ করা গেছে। খবর ফোর্বস ও ইনডিপেনডেন্ট।

প্রতি বছর বিশ্বের সেরা ১০০ ব্র্যান্ডের একটি তালিকা প্রকাশ করে থাকে ব্যবসায়-বিষয়ক সাময়িকী ফোর্বস। কোম্পানিগুলোর তিন বছরের আয় ও সে অনুযায়ী ওই কোম্পানিটি তার বিভাগে ঠিক কতটুকু আধিপত্য রাখছে, তার ওপর নির্ভর করে তালিকাটি তৈরি করা হয়। চলতি বছরের জন্য ফোর্বসের তালিকা প্রকাশ পেয়েছে গত মঙ্গলবার। এবারের তালিকায় থাকা সেরা ১০০ ব্র্যান্ডের সম্মিলিত বাজারমূল্য ১ দশমিক ৯৫ ট্রিলিয়ন ডলার। শীর্ষ পাঁচে অ্যাপল ও গুগল ছাড়াও রয়েছে মাইক্রোসফট (৮ হাজার ৭০০ কোটি ডলার), ও ফেসবুক (৭ হাজার ৩৫০ কোটি ডলার) ফোর্বসের তালিকা অনুযায়ী ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে আইবিএম। মার্কিন এ প্রযুক্তি কোম্পানিটি গত বছরের তুলনায় ২০ শতাংশ ব্র্যান্ড ভ্যালু হারিয়েছে।

তালিকা প্রসঙ্গে ফোর্বসের পক্ষ থেকে বলা হয়েছে, এবারো সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর তালিকায় প্রযুক্তি কোম্পানির আধিপত্য বেশি। শীর্ষ ১৫টি কোম্পানির মধ্যে নয়টিই প্রযুক্তিসংশ্লিষ্ট। প্রিমিয়াম ব্র্যান্ড আইফোনের সুবাদে স্মার্টফোন বিভাগের মুনাফার ৮০ শতাংশই অ্যাপলের হাতে।

কানাডাভিত্তিক বিনিয়োগ ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ক্যানাকর্ড জেনিউটির এক গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে মোট ৭ কোটি ৮০ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে অ্যাপল। এ সময় প্রতিটি আইফোন গড়ে ৬৯৫ ডলারে বিক্রি হয়েছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং তার প্রতিটি স্মার্টফোন ৫০০ ডলারের কিছু কম বা বেশিতে বিক্রি করেছে। ফলস্বরূপ স্মার্টফোন ক্যাটাগরিতে অ্যাপল ৯২ শতাংশ মুনাফা ঘরে তুলতে সক্ষম হয়েছে। কোম্পানিটির ব্যালান্সশিটে ২৫ হাজার ৭০০ কোটি ডলার নগদ অর্থ যোগ হয়েছে।

অ্যাপলের এ ক্রমোত্কর্ষের ট্রেনের ছুটে চলা শিগগিরই শ্লথ হবে না বলে মনে হচ্ছে। কারণ আসছে বসন্তেই কোম্পানিটির নতুন আইফোন৮ আত্মপ্রকাশ করবে। দুর্দান্ত গতিতে আইফোন৭ বিক্রি করে সম্প্রতি এর দশম বছর পূর্তি উদযাপন করেছে অ্যাপল। আইফোনপ্রেমীদের কাছে নতুন সংস্করণটিও আকর্ষণীয় হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আইফোন৮ পূর্ববর্তী সংস্করণের চেয়ে আরো আধুনিক ও ব্যাপক পরিবর্তিত রূপ নিয়ে ক্রেতাদের হাতে হাজির হবে। আইফোন৮-এর বিশেষ দিক ওএলইডি স্ক্রিন, তারবিহীন চার্জ ব্যবস্থা। নতুন ফিচারটির দাম ১ হাজার ডলারে ঠেকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধারণা বাস্তবে রূপ নিলে অ্যাপলই হবে প্রথম কোম্পানি, যাদের বাজারমূলধন হবে ১ ট্রিলিয়ন ডলার।

এদিকে সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের কাতারে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগল। কোম্পানিটির ব্র্যান্ডের বাজারমূল্য ১০ হাজার ১৮০ কোটি ডলার। এ নিয়ে টানা দুই বছর সেরা ব্র্যান্ড হিসেবে অ্যাপলের পরই দ্বিতীয় অবস্থান করে নিয়েছে গুগল। চলতি বছর কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু ২৩ শতাংশ বেড়েছে। আমাদের প্রাত্যহিক জীবনে নানাভাবে জড়িয়ে আছে গুগল। কোম্পানিটির দেয়া তথ্যানুযায়ী এর সাত ধরনের সেবার প্রতিটির জন্য কমপক্ষে ১০০ কোটি ব্যবহারকারী রয়েছে। এসব সেবার মধ্যে রয়েছে— অ্যান্ড্রয়েড, ক্রোম, জিমেইল, গুগল প্লে স্টোর, ম্যাপস, সার্চ ও ইউটিউব। প্রসঙ্গত, ইউটিউবকে পৃথক ব্র্যান্ড হিসেবে এর বাজারমূল্য নির্ধারণ করেছে ফোর্বস। তবে ভিডিও-শেয়ারিং ব্র্যান্ডটি ফোর্বসের শীর্ষ ১০০-এর মধ্যে নেই।

সূত্র: বণিক বার্তা

Level 0

আমি মোঃ ফাহাদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস