পৃথিবী’র দ্বিতীয় সূর্য্য!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

শীঘ্রই পৃথিবী দ্বিতীয় একটি সূর্য্য পেতে পারে, অন্তত এক বা দুই সপ্তাহের জন্য৷ পৃথিবী থেকে বহুদূরের এক রাতের তারা বিস্ফোরিত হয়ে আলোকিত করতে পারে চারিদিক৷ এই আলো কেড়ে নেবে রাতের আঁধার৷

মহাবিশ্বে এমন আলোর খেলা দেখা যেতে পারে এবছরই, অন্তত গবেষকরা এমনটাই দাবি করছেন৷ বিশালাকৃতির লাল নক্ষত্র বেটেলগেজের বিস্ফোরণের ফলে তৈরি হবে সুপারনোভা৷ এই সুপারনোভা আলোকিত করবে চারিদিক৷

পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে বেটেলগেজ৷ তাসত্ত্বেও বিস্ফোরণের পর এটিকে দেখে মনে হবে, আকাশের বুকে দ্বিতীয় এক সূর্য্য উঠেছে৷ আলোর তীব্রতায় এক বা দু'সপ্তাহের জন্য পৃথিবীর বুক থেকে রাতের আঁধার হারিয়ে যেতে পারে৷

বলাবাহুল্য, বেটেলগেজ হচ্ছে রাতের আকাশে দৃশ্যমান নবম উজ্জ্বলতম তারা আর নক্ষত্রপূঞ্জের দ্বিতীয় উজ্জ্বলতম নক্ষত্র৷ তবে এটির বিস্ফোরণে মানবজাতি কিংবা পৃথিবীর কোন ক্ষতি হবে না বলেই আশ্বস্ত করছেন বিজ্ঞানীরা৷

অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্র্যাড কার্টার এই প্রসঙ্গে বলেন, নক্ষত্রের বিস্ফোরণের পর সাধারণত আমরা ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার বর্ষণ অনুভব করবো, যাকে বলা হয় নিউট্রিনোস৷ এগুলো আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় আলোর গতিতে ছুটতে সক্ষম৷

তবে আসল প্রশ্ন হচ্ছে, ঠিক কবে এই নক্ষত্রের বিস্ফোরণ ঘটবে? ব্র্যাড কার্টার এর মতে, ২০১২ সালের আগেই এই বিস্ফোরণ ঘটতে পারে৷ তবে, সেটা যদি এখন না হয়, তাহলে দ্বিতীয় সূর্যের দর্শন পেতে আরো কয়েক লাখ বছর অপেক্ষা করতে হবে৷

(Source-Link-1 Link-2 Link-3 Link-4)

Level 0

আমি এন.সি.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটু আগেই দেখে এলাম…আবার দেখলাম। 🙂

ভাই টিউন করার আগে একটু দেখবেন না যে একটু আগেই এটি নিয়ে টিউন হয়েছে। তারপর ও আপনাকে ধন্যবাদ।

    সম্ভবত এন.সি.দাস ভাই এবং BABU একই সময়ে টিউন দুটি লিখেছেন। তবে পাবলিশ হলে যে কোন একটা তো নিচে বা উপরে যাবেই । তাই নয় কি?

Kemamot bodhoe kobe nekote

দারুন ২৪ ঘ্নটা দিনের আলোয় আমি মাছ ধরব আপনি কি করবেন?

ধুর তখন ইউনিভার্সিটির ক্লাস করতে হবে সারাদিন।

যদি হয় তাহলে ভালো….আর না হলে আশা করি মরার পর……
ধন্যবাদ….