প্যানাসনিক এর নমনীয় লিথিয়াম আয়ন ব্যাটারি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রতিবছরই প্যানাসনিক মোবাইল কোম্পানি গুলির জন্য বিপুলসংখ্যক ব্যাটারি তৈরি করে। যারা মোবাইল ফোন কোম্পানিগুলির জন্য ব্যাটারি প্রস্তুত করে তাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি প্যানাসনিক। সম্প্রতি এই প্রতিষ্ঠানটি প্রস্তুত করেছে নতুন এক ধরনের ব্যাটারি। ব্যাটারিটি নমনীয় একে বাঁকানো যায় এবং লিথিয়াম আয়নের ব্যাটারি এমন ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
ব্যাটারিটি যেকোনো ব্যবহার্য ডিভাইসে ব্যবহার করা যাবে,এছাড়া বিভিন্ন ধরনের কার্ড টাইপের ইলেকট্রনিক পন্যের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। ব্যাটারি ০.৫৫ মিমি এবং ০.০২২ ইঞ্ছি।
ব্যাটারি প্রস্তুতকারক প্যানাসনিক কোম্পানির ভাষায়, এই ব্যাটারিটি বাঁকানো এবং মোড়ানো যাবে। একে আর৪০এমএম ব্যাসার্ধে বাঁকানো এবং একে ১৫ ডিগ্রি/৮৫.৬ মিমি পর্যন্ত মোচড়ানো সম্ভব হবে। ব্যাটারীটি বারংবার বাঁকানো এবং মোচরানোর পরেও অপরিবর্তিত থাকবে। এতে ফোনের বড় ব্যাটারীর মতো চার্জ দেয়ার বা রিচার্জ করার বৈশিষ্ট্যসমূহও একই ভাবে কাজ করবে।

ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করে প্যানাসনিক বলেছে যে, এই নতুন বাঁকানো যায় এমন ব্যাটারীটি কোন ডিভাইসে স্থাপন করলে তার ব্যবহারকারী নিরাপত্তা কোন ক্রমেই হুমকীতে ফেলবে না। মানুষের শরীরের পক্ষেও এটি নিরাপদ। এটি স্মার্ট পোষাক ও হাতের কব্জিতে ব্যবহার্য ডিভাইসে অবশ্যই যুক্ত করা যাবে।

এর উপরে চারিপাশ লেমিনেটিং করা থাকবে। বাঁকানো বা মোচড়ানো হলেও এটা কোনভাবেই লিক করবে না ও ডিভাইসও এর কারণে অনেক বেশি উত্তপ্ত হবে না। সে কারণে ব্যাটারিটি নির্ভরযোগ্য ও নিরাপদ। ফলে শরীরে ব্যবহার্য ডিভাইসগুলিতে এটি নিশ্চিন্তভাবে ব্যবহার করা সম্ভব হবে।

বিস্তারিত

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস