
ফেসবুক, ভাইবার, ইমো, উই চ্যাট, WhatsApp, টুইটার, ইন্সট্রাগ্রাম এসব নেই স্মার্টফোনে এমন ব্যবহারকারী এখন খুঁজে পাওয়া কঠিন। সারাদিন মানুষ এখন স্মার্টফোন নিয়েই ঘাঁটাঘাঁটি করে, সারাক্ষণই সোশাল মিডিয়ার সাথে যুক্ত থাকে।
সারাক্ষণই বন্ধুদের সাথে চ্যাট, ছবি শেয়ারিং, ভিডিও শেয়ারিং এসব চলতে থাকে,আর তখনই স্মার্টফোনটি ভাইরাস আক্রান্ত হয়। হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরাও এমন সমস্যার সম্মুখীন হয়েছেন। মাঝে মাঝেই এমন অনেক ম্যাসেজ আসে যেখানে ফ্রী গিফট দেয়ার কথা বলা হয় এবং বিভিন্ন ধরনের পুরষ্কার দেয়ার কথা বলা হয় ব্যবহারকারীকে। আর তখন কৌতুহলবশত অনেকেই ম্যাসেজ ওপেন করে দেখেন আর তখনই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় আপনার স্মার্টফোনটি।
হোয়াটস অ্যাপ এর আপডেট ভার্সন নিয়ে শোনা যাচ্ছিল কিছুদিন আগে গুজব।এমন শোনা যাচ্ছিল হোয়াটস অ্যাপ গোল্ড নামে হোয়াটস অ্যাপ এর আপডেটেড ভার্সন হয়ে গিয়েছে। আবার এমনও শোনা যায় যে হোয়াটস অ্যাপ নাকি বন্ধ হয়ে যেতে পারে। এসব অনেক নিউজ দিয়েই মানুষের মধ্যে হোয়াটস অ্যাপ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।যারা এই ধরনের নিউজ ছড়াচ্ছে তারা নিজেদেরকে হোয়াটস অ্যাপ এর কর্মকর্তা বলে পরিচয় দেন।কিন্তু আসল কথা হল হোয়াটস অ্যাপ কখনই এমন তথ্য দিতে পারে না।
তাই যদি কখনো কারও স্মার্টফোনের হোয়াটস অ্যাপ এ এমন কোন ম্যাসেজ আসে তাহলে কখনই ম্যাসেজটি ওপেন করবেন না। ম্যাসেজটি এড়িয়ে যাবেন। কারন এই ধরনের ম্যাসেজ ওপেন এর জন্য আপনার স্মার্টফোনটি ভাইরাস আক্রান্ত হয়ে নানা ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।