এসএসএল সার্টিফিকেট বিহীন ওয়েবসাইটগুলোকে গুগলের সতর্কবানী

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বর্তমানে আমরা অনলাইনে টাকা লেনদেন থেকে শুরু করে শপিং করা, অনেক কিছুতে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করি। আপনি কি কখনো চাইবেন আপনার ব্যাংক একাউন্ট নাম্বার আর পাসওয়ার্ড কোন খামের উপরে লিখে ডাকযোগে  আপনার পাওনাদার কাউকে পাঠাতে, যাতে সে প্রয়োজনীয় টাকা সে কেটে রাখতে পারে? আক্ষরিক অর্থে আমরা কোন ওয়েবসাইটকে গিয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করা মানে প্লেইন টেক্সট আকারে HTTP প্রটোকলে ওয়েব একাউন্টের তথ্য পাঠিয়ে দেয়া। এক্ষেত্রে কি নিরাপত্তার বিষয়টি চিন্তা করার বিষয় নয়?

ইন্টারনেটের জন্মশুরু থেকেই প্রযুক্তি বিজ্ঞানীরা প্রতিনিয়ত ইন্টারনেটকে নিরাপদ করার চেষ্টা করে যাচ্ছেন। HTTP কানেকশানের পরেই বিজ্ঞানীরা নতুন করে চেষ্টা শুরু ওয়েবসাইটকে SSL সার্টিফাইড করা, যাতে গুরুত্বপুর্ণ তথ্য এনক্রিপট করে ওয়েবে পাঠানো যায়। আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইট  ভিজিট করার সময় এড্রেস বারে URL এর আগে http এর পর অতিরিক্ত (S) দেখতে পাই। এতেই বুঝা যায় যায় ওয়েবসাইটটি SSL সার্টিফায়েড। কেন আমাদের ওয়েবসাইটের জন্য এই  SSL সার্টিফিকেট জরুরী চলুন জানি...

HTTP বনাম HTTPS

Hyper Text Transfer Protocol Secure (HTTPS) হলো HTTP এর সিকিউরড রূপ। যখনি কোন ওয়েবসাইটে HTTPS ব্যবহার করা হয় তখন দুইপ্রান্তের কম্পিউটারগুলো একে অপরের মাঝে তথ্যগুলো বিনিময় হয় অনেকগুলো নিরাপত্তার চাদরে ঢেকে, যাতে হ্যাকার কিংবা ইন্টারনেট প্রোভাইডার কিংবা সরকার তাতে এক্সেস করতে না পারে।এই তথ্য আদান প্রদানের সময় নিরাপত্তা ব্যবস্থার নাম Secure Sockets Layer (SSL) এবং Transport Layer Security (TLS)।
বড় বড় জায়ান্ট কোম্পানী যেমন, গুগল, মাইক্রোসফট অনেক আগে থেকেই তাদের সার্ভিসসমূহকে অধিক নিরাপদ করতে HTTPS ব্যবহার করছে। গুগল তাদের পুর্ব পরিকল্পনা মাফিক ২০১৭ সাল থেকে গুগল ক্রোম ব্রাউজারে SSL বিহীন ওয়েবসাইট সমূহ যেগুলো ক্রেডিট কার্ড কিংবা ব্যবহারকারীর তথ্য সংরক্ষন করে সেগুলোকে অনিরাপদ হিসেবে দেখানোর ব্যাপারে ঘোষনা দিয়েছে। নিঃসন্দেহে ওয়েবসাইট মালিকদের জন্য এটি দুঃশ্চিন্তার বিষয়। সম্প্রতি গুগল HTTPS কে তাদের সার্চ রেজাল্টে র‍্যানকিং ফ্যাক্টর হিসেবে ঘোষনা দেবার পরেই ঠিক এই ঘোষনাটি আসল। তাদের গবেষনা অনুসারে এখনো প্রায় টপ ১০০ ওয়েবসাইটের মধ্যে ৭৫টি মাত্র HTTPS  ব্যবহার করে এবং এর পরিমাণ শতভাগ করতে তারা কাজ শুরু করে দিয়েছে।

তাই যারাই ইকমার্স ওয়েবসাইট চালান বিশেষ করে যেগুলোতে ব্যবহারকারি কিংবা ক্রেতার ক্রেডিট কার্ড ও তথ্য সংরক্ষন করা হয়, তাদের শীঘ্রই ওয়েবসাইট SSL সার্টিফিকেট না অনুমোদিত করে নেয়া উচিত। বর্তমানে SSL সার্টিফিকেট সেটাপ করা ও দামের ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। খুব অল্প মুল্যেই আপনি এই SSL সেবা আপনার ওয়েবসাইটে নিতে পারেন। কিছু কোম্পানী তাদের গ্রাহকদের সব ওয়েবসাইটেই ফ্রি SSL ইন্সটল করে দিচ্ছে যার মাঝে আমাদের দেশী ExonHost আছে।এছাড়াও কমোডো, লেটস এনক্রিপট সহ অনেক বিদেশি কোম্পানী ফ্রি এসএসএল সুবিধা দিচ্ছে। আজেই আপনার ওয়েবসাইট এ HTTPS ব্যবহার করে অধিকরতর নিরাপদ করে তুলুন।

Level 0

আমি এক্সনহোস্ট হোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বমানের SSD শেয়ার্ড, রিসেলার, ভিপিএস ও ডেডিকেটেড সার্ভারের হোস্টিং সেবা দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হোস্টিং সেবা প্রতিষ্ঠান ExonHost। সুলভমূল্যে হোস্টিং, ডোমেইন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। ওয়েবসাইটঃ https://www.exonhost.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস