ই-টোকেন ছাড়াই ইন্ডিয়ান ভিসার আবেদন!!! ঈদ উপলক্ষে জুন ২০১৬

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসন্ন ঈদ উপলক্ষে ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশি নাগরিকদের অগ্রিম সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়াই সরাসরি ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করবে ভারতীয় হাই কমিশন।

ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, এই প্রথমবারের মত আসন্ন ঈদের ছুটিতে ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশি নাগরিকদের জন্য আগামী ৪-১৬ জুন ২০১৬ এক ঈদ ভিসা ক্যাম্পের আয়োজন করেছে ভারতীয় হাই কমিশন। ভিসা আবেদনকারীরা অগ্রিম সাক্ষাতের তারিখ/ই-টোকেন ছাড়াই তাদের ট্যুরিস্ট ভিসার আবেদন সরাসরি এ ঈদ ভিসা ক্যাম্পে জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঈদ ভিসা ক্যাম্প ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ১-৩ জাতিসংঘ সড়ক, বারিধারায় আগামী ৪-১৬ জুন ২০১৬ (শুক্রবার ১০ জুন ২০১৬ ছাড়া) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে। পার্ক রোডের চ্যান্সেরি গেট দিয়ে ক্যাম্পে ঢুকতে হবে। ক্যাম্পের ভেতর কোনো ব্যাগ ও মোবাইল আনা যাবে না।'

এতে আরও বলা হয়, 'বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য শুধুমাত্র এ ক্যাম্প খোলা থাকবে।
আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে। তবে একসঙ্গে ভ্রমণেচ্ছু পরিবারের সদস্যদের (পিতা-মাতা/ছেলে-মেয়ে/ স্বামী-স্ত্রী) পক্ষে একজন আবেদনপত্র জমা দিতে পারবেন।'

ভারতীয় হাই কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব আবেদনকারীর সাক্ষাতের তারিখ আছে তারা ঢাকার গুলশান, ধানমণ্ডি, উত্তরা ও মতিঝিল এবং ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ ও খুলনায় আইভিএসি কেন্দ্রে (ইন্ডিয়ান ভিসা অ্যাপলিকেশন সেন্টার) ভিসা আবেদন জমা দিতে পারবেন। মেডিকেল, বিজনেস ও অন্যান্য ভিসা বিভাগের আবেদনপত্রও সংশ্লিষ্ট আইভিএসি কেন্দ্রগুলোতে গ্রহণ করা হবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীদের নিশ্চিত থাকতে হবে যে, তাদের পাসপোর্টের মেয়াদ আবেদন করার তারিখে কমপক্ষে ৬ মাস আছে ও পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে। আবেদনপত্র জমা দেয়ার আগে সতর্কতার সঙ্গে এই লিঙ্কে ক্লিক করে নির্দেশাবলী পড়তে বলা হয়েছে:http://www.hcidhaka.gov.in ।

ভিসা প্রসেসিং ফি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা আবেদন গ্রহণের জন্য ভারতীয় হাই কমিশনের আউটসোর্সিং এজেন্সি ইন্ডিয়ান ভিসা অ্যাপলিকেশন সেন্টারের (আইভিএসি) ভিসা প্রসেসিং ফি ৬শ' টাকা। ভিসা প্রসেসিং ফি ছাড়া আর কোনো ফি নেই। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতীয় হাই কমিশনের কোনো এজেন্ট বা মাধ্যম নেই। ভিসা করে দেবার প্রতিশ্রুতি দানকারী ব্যক্তিকে কোনো টাকা না দেয়ার জন্য হাই কমিশনের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া যেকোনো তথ্যের জন্য ফোন আইভিএসি হেল্পলাইন: ০৯৬১২ ৩৩৩৬৬৬ ও ০৯৬১৪ ৩৩৩৬৬৬ এবং http://www.hcidhaka.gov.in  এবং   http://indianvisa-bangladesh.nic.in/visa/index.html

ঢাকায় ভারতীয় হাইকমিশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এইবেলাডটকম ওয়েব সাইট থেকে সংগ্রহীত

 ফেসবুকে  লিঙ্ক  (আশাকরি লাইক দিয়ে সাথে থাকবেন)

Level 0

আমি মাহাদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello! This is Mahade Hasan, And Owner at Mahade Academy. I Teaching Computer Related Work. Specially Search Engine Optimization (SEO), Keyword Research, Dofollow Back- links, Amazon Affiliate Marketing, Computer Hardware Solution, Basic HTML4,Basic CSS3, Basic Networking etc. And Still now working A group of Company in IT Officer, Dhaka-Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল খবর..

Address er google map Link Shara korle aro bhalo hoto. Thanks for this post. Its very useful.

Visa koto diner jonno ditase ektu bolben plz