ECB (European Central Bank) সম্ভাব্য কি কি করতে পারে EUR এর জন্য?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ECB (European Central Bank) সম্ভাব্য কি কি করতে পারে EUR এর জন্য?

• যেহুতু ইউরোযোনের মুদ্রাস্ফীতি যথেষ্ট কমতেছে এতএব ecb থেকে হয়তো আরও কিছু নীতিমালা তারা শিথিল করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। তবে আমার মনে হয় রেট কাটের ব্যাপারে এখনই তারা কোন সিদ্ধান্ত নিবে না। তবে অদুর ভবিষ্যতে তারা QE purchases এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। তবে সেটাও এই বছর হয় কিনা সন্দেহ আছে।

• যেহুতু তাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে এবং gdp ও কিছুটা বেড়েছে এবং ইউরোজোনে বেকার সমসস্যাটাও কিছুটা কমেছে আমার ধারনা সবকিছু মিলিয়ে তাদের যে বর্তমানে বেতন বৈষম্য আছে সেটাতে একটা ভালো সাপোর্ট দিবে। যদিও এখন পর্যন্ত ইউরোজোনের শ্রম বাজারের অবস্থার উপর মজুরি বাড়ানোর জন্য কোন চাপ নাই। কিন্তু মুদ্রাস্ফীতি যদি কোন কারনে বেড়ে যায় তবে ecb বেতন বাড়াবে তা না হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য eur তে ইন্টারফেয়ার করতে পারে।

• আমার কাছে সবচেয়ে যেটা বড় ইস্যু মনে হয় সেটা হলো eur যদি এই ধারা অব্যাহত রাখে তাহলে ecb হয়তো আরে রেট কাট করবে না। অলরেডি তারা ২.৫% কমাইছে এবং এটার ফলও তারা ভালো পেয়েছে। আমার মনে হয় আগামী এক বছরে তারা দ্বিপাক্ষিক বিনিময় হার কিছটা শিথিল করবে এবং eur এর উপর এখন পর্যন্ত যে চাপ আছে সেটা কাটিয়ে উঠবে।

• দীর্ঘ মেয়াদে আপাততো মুদ্রাস্ফীতি ইস্যু ছাড়া বড় কোন ইস্যু আমি দেখতেছি না। যদিও ইসিবি একটি বিকল্প মুদ্রাস্ফীতি পূর্বাভাস দিয়েছে, ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে তারা ইউরোকে আরও ৫.৫ % পর্যন্ত শক্তিশালী করতে চায়। মুদ্রাস্ফীতি 2018 সালে গড়ে 1.2-1.5% পর্যন্ত আনার লক্ষে তারা এই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।

• আমি ব্যক্তিগত ভাবেই মনে করি ইউরো আগের তুলনায় এখন বেস শক্তিশালী অবস্থাতেই আছে। এবং এই অবথান থেকেও ecb কিছুটা সময় নিবে মার্কেট ভালোভাবে পর্যবেক্ষণ এর জন্য। মার্চ মাসে রেট কাট করে তারা মুদ্রাস্ফীতি তারা ভালো ভাবেই নিয়ন্ত্রণ করেছিলো। তবে দীর্ঘ মেয়াদে কি হয় সেটাই এখন ভাবনার বিষয়। প্রথমত তাদের এই সিদ্ধান্তে যদি ইউরোজোনের অভ্যন্তরীণ পর্যায়ে বেতন বৈষম্য কমাতে না পারে, জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে না পারে তবে ক্লোজিং আউটপুটে একটা বড় ধরবের গ্যাপ পরে যাবে, দ্বিতীয়ত, TLTRO ২ নিলাম ক্রয় এবং কর্পোরেট বন্ড ক্রয় শুরু হবে আগামী জুন মাসে। এই সময় পর্যন্ত eur এই চাপটা কিভাবে সামাল দিবে এটাও দেখার বিষয়।

• যদিও ইউরো এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানেই আছে কিন্তু মার্কেটে বর্তমান ইউরোর বাজার মূল্য মুদ্রাস্ফীতির সাথে কিছুটা হতাশাপূর্ণ। ইউরোকে তাদের এই অবস্থান ধরে রাখতে হলে অবশ্যই তাদের কোর মুদ্রাস্ফীতি যথেষ্ট কমিয়ে একচুয়াল মুদ্রাস্ফীতি বর্তমান মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

ফরেক্স এর নিয়মিত আপডেট-we-freelancer

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি omor009। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস