ফেসবুকে যোগ হয়েছে নতুন ১০ ফিচার, হয়তো খেয়ালই করেননি !!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১৫০ কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। অন্য সবার চেয়ে নিজেদের এগিয়ে রাখতে প্রায়ই বিশেষ ফিচার ছাড়ে ফেসবুক। ‘৩৬০ ডিগ্রি ভিউ’ থেকে ‘ভিডিও প্রোফাইল পিকচার’ কত কিছুই না এনেছে ফেসবুক। এসব ফিচার ফেসবুককে আরো আকর্ষণীয় করে তুলেছে। আর এর ব্যবহারও হয়েছে সহজ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ফেসবুকের সম্প্রতি আনা কয়েকটি শীর্ষ ফিচার দেওয়া হলো।

লাইভ ভিডিও স্ট্রিমিং

লাইভ নামে নতুন একটি ফিচার চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে উল্লেখযোগ্য ব্যক্তিরা তাদের লাইভ ভিডিও প্রচার করতে পারবে। অবশ্য গত বছর থেকেই ফেসবুকের নির্দিষ্ট অ্যাপে এই ফিচার চালু আছে।

ভেরিফায়েড ব্যবহারকারীদের বিশেষ অ্যাপ

সাংবাদিকসহ ভেরিফায়েড ব্যবহারকারীরা বিশেষ অ্যাপের মাধ্যমে ফলোয়াদের সঙ্গে বিশেষভাবে যুক্ত হতে পারবেন। এ ছাড়া বিশেষ টিউনও শেয়ার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট ফরম পূরণ করে অ্যাপটি ডাউনলোড করতে হবে।

নতুন রূপে নোটস

ফেসবুকের নোটস ফিচারটি এসেছে নতুন রূপে। এটি এখন দেখতে অনেকটা ব্লগের মতো। নোটের ফন্ট পরিবর্তনের যথেষ্ট সুযোগ আছে। এ ছাড়া টিউনের ওপর বড় করে ছবি দেওয়ারও সুযোগ রাখা হয়েছে।

৩৬০ ডিগ্রির সহযোগী অ্যাপ

৩৬০ ডিগ্রি ভিডিওর জন্য সহযোগী অ্যাপ এনেছে ফেসবুক। ব্যবহারকারীকে ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা দেবে এই অ্যাপ। এটি তৈরি করতে বিখ্যাত প্রতিষ্ঠান অকুলাসের সঙ্গে কাজ করেছে ফেসবুক।

ভিডিও হবে প্রোফাইল পিকচার

ফেসবুকের একজনের প্রথম পরিচয় হলো তার প্রোফাইল পিকচার। আর একে আরো সুন্দর করে উপস্থাপন করতে নতুন ফিচারে কোনো ভিডিওকেই প্রোফাইল পিকচার করার সুযোগ করে দিয়েছে ফেসবুক।

ডিজলাইক করা

কোনো কিছু ভালো লাগলে লাইক। তবে ফেসবুকের সব টিউনই তো আর ভালো লাগে না। কিছু কিছু টিউন ফেসবুকের নিয়মের মধ্যে থাকলেও অনেকের কাছে তা ভালো না-ও লাগতে পারে। তবে দীর্ঘদিন ফেসবুকে লাইক বাটন থাকলেও কোনো ডিজলাইক বাটন ছিল না। সম্প্রতি এই ফিচার চালু হয়েছে।

আরো ভিডিও

ফেসবুকের এখন প্রায়ই অনেক ভিডিও দেখা যায়। আর এসব ভিডিও দেখলে নিচে দেখা যায় এমনই আরো কয়েকটি ভিডিও এসে উপস্থিত। একে সম্ভব করেছে ফেসবুকের ‘সাজেস্টেড আট ভিডিও’ ফিচার।

ইন্সট্যান্ট আর্টিস্ট

মোবাইল ফোনে পড়াকে আরো দ্রুত করতে চাইছে ফেসবুক। এরই প্রাতিষ্ঠানিক নাম দিয়েছে ইন্সট্যান্ট। এই ফিচার মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার আরো দ্রুত করবে বলে জানিয়েছে ফেসবুক।

রিয়াল টাইম সার্চ

কোনো বিষয়ে সার্চ করে সেই সম্পর্কে নতুন সব তথ্য ও টিউমেন্ট দ্রুত পাওয়ার ব্যবস্থা ‘রিয়াল টাইম সার্চ’। সম্প্রতি এই ফিচার এনেছে ফেসবুক।

নোটিফিকেশন ব্যবহারকারীর হাতে

নোটিফিকেশন ব্যবস্থা আরো ব্যবহারকারীর হাতে তুলে দিয়েছে ফেসবুক। এখন কোনো ব্যবহারকারী নিজেই ঠিক করে নিতে পারবে সে কোন বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছে।

সৌজন্যে : www.ntvbd.com– বাংলাদেশের একমাত্র ইনফোটেইনমেন্ট পোর্টাল, ntv র খবর, নাটক,সিনেমা টেলেফিল্ম সহ

সব অনুষ্ঠান এর ভিডিও পাবেন এখানে

Level 0

আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Earn Free $0.08-$0.10 + Daily !
Click Cash Links Daily !
And more $$$ for You…
You Earn 100% Referral Commissions !
5 Referrals click, You earn around $0.5 daily, $3.5 weekly, $14 monthly
10 Referrals click, You earn around $1 daily, $7 weekly, $28 monthly
100 Referrals click, You earn around $10 daily, $70 weekly, $280 monthly
500 Referrals click, You earn around $50 daily, $350 weekly, $1400 monthly
Join Now Free :https://tr.im/akxDT

Its easy to say but dificult to do.

Real earn from high ad value PTC
1. http://www.linkadz.com/?r=aminatikah
2. http://www.clixpack.com/?ref=aminatikah

Level 0

DISLIKE Button ta koi vai ?????

আমার কিছুই আসে নি