ফিশিং – ফেইসবুকে/মেইলে লিংকে ক্লিক করতে সাবধান!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

Fish-Fishing

মাছে-ভাতে বাঙালি’র অন্যতম প্রধান অনুষঙ্গ জলজ প্রাণীর নামের সাথে মিলের মতো মিল আছে অর্থেও, তবে ফিশিং (কেউ কেউ স্পিয়ার ফিশিং ও বলে) মানে ‘ধরি মাছ না ছুঁই পানি’ এই যা পার্থক্য আর কি!

ফিশিং শব্দের আভিধানিক অর্থ প্রতারণার মাধ্যমে তথ্য চুরি, আর ইন্টারনেটের পরিভাষায়- যে কোনো জনপ্রিয় ওয়েবসাইটের মতো দেখতে একটি ডামি পেইজ সাজিয়ে সুকৌশলে কাউকে তাতে লগইন করিয়ে তার আইডি হ্যাক করা তথা ইউজার নেম, পাসওয়ার্ডসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য বা ছবি চুরি।

অন্যান্য দেশে মূলত গ্রাহকদের ব্যাংক একাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয়া লক্ষ্য হলেও গুগলে আপনি বাংলায় ‘ফিশিং’ লিখে সার্চ দিলে দেখবেন যে আমাদের স্বজাতি ভাই-বেরাদররা, যাদের বিদ্যায় অতটুকু কুলায় না, দিনরাত লেগে আছে কেবল আপনার/আমার ফেসবুক আইডিটি ‘খাওয়ার’ আশায়!

যেহেতু এখনো আমাদের কী করলাম, কখন খেলাম, কোথায় যাচ্ছি থেকে শুরু করে গোটা ইন্টারনেট-জগতটাই ফেইসবুক-কেন্দ্রিক তাই এ বিষয়ে জানা ও সাবধান হওয়া প্রয়োজন, অন্তত সাধের সোশ্যাল মিডিয়া আইডিটি হ্যাক বা এর মাধ্যমে বন্ধুবান্ধব বা পরিবার-পরিজনদের কারও সাথে কোনো প্রতারণা হওয়ার আগেই...।

ফিশিং কী?

Fake-Facebook

সোশ্যাল মিডিয়া বা ইমেইলে অবাক করার মতো কোনো সংবাদ, আকর্ষনীয় অফার বা চটকদার কিছু’র বিজ্ঞাপন দিয়ে সাথের লিংকে ক্লিক করতে বলে জনপ্রিয় কোনো ওয়েবসাইটের লগইন পাতার মতো হুবহু দেখতে কোনো পেইজে ইউজার নেম, পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য দিতে বলাকে ফিশিং বলা হয়।

মাছ ধরার ক্ষেত্রে যেমন ‘টোপ’ দিয়ে শিকার করা হয় তেমনি এখানে বিভিন্ন রকম লোভ দেখিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হয় বলেই ইন্টারনেটে প্রতারণার এই কৌশলটির এমন নাম দেয়া হয়েছে।

কীভাবে চিনবেন?

LeapFrog-Phishing

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কোনো নায়িকার স্ক্যান্ডাল ফাঁস, ইমেইলে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে সম্প্রতি কোনো এক নিঃসঙ্গ বৃদ্ধ মারা যাওয়ার পর জানা গেছে আপনিই তার উত্তরসূরি কিংবা আচমকা মেসেজ পাওয়া যে আপনি লটারিতে গাড়ি জিতেছেন – এসব খবরে ক্লিক করার আগে একটু দম নিন... মিলিয়ে দেখুন নিচের বিষয়গুলো:

  • ঠিকানা, যে কোম্পানির কথা বলে খবরটি দেয়া হয়েছে – তাদের কোনো ঠিকানা দেয়া হয়েছে কি?
  • তাদের নাম, লোগো এসব আছে তো?
  • ভালো করে লক্ষ্য করুন লিংকে দেয়া এড্রেসটি। সাধারণত এসব ক্ষেত্রে আসল সাইটের নামের সাথে মিল রেখে এড্রেস দেয়া হয় – যেমন facebok.com, faceboook.com বা faecbook.com!
  • অপরিচিত আইডি থেকে যে নামেই ইমেইল আসুক না কেন – যাচাই করে নিন তারা আসলে কারা (ইমেইল খোলার আগে ‘From’ সারিতে প্রেরকের নামের উপর মাউসটি নিন, ক্লিক বা কিছুই করার দরকার নেই, দেখুন নাম এবং ইমেইলে আসলেই মিল আছে কি না?)
  • চেক করে দেখুন তো ওয়েব এড্রেস https:// দিয়ে শুরু কি না? সব সাইট না হউক, নামীদামী বেশিরভাগ কোম্পানিরই ওয়েব ঠিকানা কিন্তু এখন নিরাপত্তার খাতিরে উল্লেখিত ফরম্যাট, যা নিশ্চিত করে যে সাইটটি এনক্রিপ্টেড, অর্থাৎ এখানে আপনি যা তথ্য দিচ্ছেন তা আপনি ছাড়া আর কেউই জানছে না।
  • মাথায় রাখবেন কোনো ব্যাংক বা প্রতিষ্ঠিত সোশ্যাল মিডিয়া অহেতুক ইমেইল বা যেখানে-সেখানে আপনার কার্ড নম্বর বা পাসওয়ার্ড জানতে চাইবে না।
  • .exe কিংবা .bat ধরণের কোনো ফাইল এটাচড থাকলে বা ডাউনলোড করতে চাইলে সাবধান।
  • খেয়াল করে দেখবেন কেউ যখন আপনাকে কিছু দিতে যায় – ধীরেসুস্থেই তিনি তা দেন, কিন্তু ছিনতাইকারীরা জিনিসপত্র হাতিয়ে নেয়ার সময় এর উল্টোটা করে... যদি পুলিশ আসে কিংবা জনগণ তাড়া করে, তাই তারাই চায় সব জলদি হাতিয়ে নিতে! তাই, অফার যাই হোক না কেন, যদি বলে তা পেতে এখুনি লগইন করুন কিংবা সময় খুব সীমিত তবে বাদ দিন তার আশা। মনে রাখবেন ‘NO’ মানে কিন্তু শুধু না নয়, Next Opportunity ও বটে!

Flying-FIsher

পরিশেষে এইটুকুই বলার যে হাতের নাগালে হাজারো প্রযুক্তি, সবাই যেখানে এসব নিয়ে মেতে আছে আপনিই বা বাদ যাবেন কেন - সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস থেকে শুরু করে কঠিনতর প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, সব জায়গায়ই ছড়িয়ে দিন আপনার পদরেখা... যে কোনো সমস্যায় আমরা তো আছিই আপনার সাথে!

ফ্রি এন্টিভাইরাসঃ ভাইরাস তাড়ায় না, পোষে! - ছাড়াও আগের অন্যান্য টিউনে চোখ বুলিয়ে নিতে ও যে কোনো টেক সমাধান পেতে ‘লাইক’ দিয়ে সংযুক্ত থাকতে আমাদের ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/techshomadhan

Level 0

আমি টেক সমাধান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই হইছে !