এবার বাংলায় নিজের পছন্দের লেখা ও ছবি দিয়ে বিশেষ কনটেন্ট তৈরি করুন কারণ মজিলার ওয়েবমেকার এখন বাংলায়

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মজিলা ফাউন্ডেশন এবার অনলাইনে নিজের পছন্দের ও চাহিদা অনুযায়ী বিষয়বস্তু বা কনটেন্ট তৈরির সুবিধা দিচ্ছে। ওয়েবমেকার নামের এ সুবিধা ব্যবহার করে যে কেউ নিজের পছন্দের বিষয় তুলে ধরতে পারেন। অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশন সম্প্রতি ওয়েবমেকারের অ্যাপ চালু করেছে। বর্তমানে ওয়েবমেকার চারটি ভাষা সমর্থন করে।


যার মধ্যে বাংলা একটি। অন্য ভাষাগুলো হচ্ছে ইংরেজি, ব্রাজিলীয়, পর্তুগিজ ও ইন্দোনেশীয় ভাষা ওয়েবমেকার একটি মুক্ত অ্যাপ্লিকেশন। এটি বিনা মূল্যে ব্যবহার করে অনলাইনে নিজের পছন্দের লেখা ও ছবি দিয়ে বিশেষ কনটেন্ট তৈরি করা যাবে। সেই কনটেন্টের ঠিকানা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়াও যাবে। বাংলা ভাষা ব্যবহার করা যাবে ওয়েবমেকারে। প্রকল্পটি চালুর ব্যাপারে মজিলা ফাউন্ডেশনের বাংলাদেশ শাখা মজিলা বাংলাদেশের স্বেচ্ছাসেবকেরা সহায়তা করেছেন বলে জানিয়েছেন মজিলা রেপস মেন্টর মাশকাওয়াত আহসান।



তিনি বলেন, মজিলা বাংলাদেশের স্বেচ্ছাসেবকেরা স্থানীয় স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা মেটাতে এ অ্যাপ নির্মাণ-প্রক্রিয়ায় বেশ কয়েক মাস ধরে জড়িত ছিলেন।

ওয়েবমেকারে ব্যবহারকারীরা ছবির গ্যালারি, স্ক্র্যাপবুক থেকে শুরু করে গেম, মেমে এবং কমিক তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন মজিলা বাংলাদেশের প্রতিনিধি মাহে আলম খান। তিনি জানান, ওয়েবমেকার এমনভাবে তৈরি করা,

যেখানে অ্যাপের সহজ নকশা রয়েছে, যাতে লেখা, ছবি এবং লিংক ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে একটি প্রকল্প তৈরি করা যাবে।

ওয়েবমেকার অ্যাপে আছে একটি ‘ডিসকভারি’ নামের গ্যালারি। এতে ব্যবহারকারীরা দেখতে পারবেন আশপাশের ব্যবহারকারীরা কী বানাচ্ছেন এবং কী প্রকাশ করছেন।

এই অ্যাপের প্রচারণায় মজিলা বাংলাদেশকে সহায়তা করবে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। অ্যাপটি পাওয়ার ঠিকানা

 

টিউন নেয়া হয়েছেএখানে থেকে Prothom Alo থেকে নেয়া।

যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন

আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।

ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।

আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন

প্রতিদিন বিনা মূল্যে নির্দ্দিষ্ট পরিমান ইন্টারনেট দিবে মোবাইল অপারেটরররা

ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।

CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks

Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।

এন্ডয়েড এর সেরা ও অন্যরকম একটি গেম। খেলেই দেখুন কত মজা।

মোবাইল ভেরিভিকেশন ছাড়াই যত ইচ্ছা জিমেইল একাউন্ট খুলুন

কম্পিউটারেরর সবচেয়ে জনপ্রিয় গেমটি এবার খেলুন এন্ডয়েডে।

আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।

Level New

আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস