এখন চালডাল কেনা যাবে অ্যাপস দিয়ে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

অনলাইন ভিত্তিক বেচাকেনার ওয়েবসাইট চালডাল ডটকম চালু করেছে অ্যান্ড্রয়েড অ্যাপস। স্মার্টফোনে এ অ্যাপটি ইনস্টল করে এই ওয়েবসাইট থেকে চাল-ডালসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ফরমায়েশ দেওয়া যাবে।


চালডাল ডট কমের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ জানিয়েছেন, গুগল প্লে স্টোরে গিয়ে চালডাল লিখে সার্চ দিলেই চালডাল ডট কমের অ্যাপস পাওয়া যাবে। এ ছাড়া অ্যাপসটি ব্যবহার করে যেকোনো পণ্যের প্রথম অর্ডারে ৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।


জিয়া আশরাফ জানান, ২০১৩ সালে কাজ শুরু করার পর চালডাল। বর্তমানে প্রতিদিন তিন শর বেশি গ্রাহক চালডাল থেকে নিয়মিত পণ্য কেনেন।
চালডালের পণ্য ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, তিন ঘণ্টার মধ্যে ঢাকার মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে চালডালের টিম। দিনে তিনবার ক্রেতার অর্ডার পৌঁছে দেয় চালডাল ডট কম। পণ্য হাতে পাওয়ার পর যদি সেটি পছন্দ বা মানসম্মত না হয় তাহলে পরবর্তী ৭ দিনের মধ্যে সে পণ্য ফেরতও নেওয়া হয়। চালডাল ডট কমে (Chaldal. com) চাল, ডাল, তরকারি, সবজি, মাছ, মাংস, ফ্রোজেন ফুড, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, স্টেশনারি পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য পাওয়া যায়।

টিউন নেয়া হয়েছেএখানে থেকে Prothom Alo থেকে নেয়া।

যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন

আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।

ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।

আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন

প্রতিদিন বিনা মূল্যে নির্দ্দিষ্ট পরিমান ইন্টারনেট দিবে মোবাইল অপারেটরররা

ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।

CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks

Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।

এন্ডয়েড এর সেরা ও অন্যরকম একটি গেম। খেলেই দেখুন কত মজা।

মোবাইল ভেরিভিকেশন ছাড়াই যত ইচ্ছা জিমেইল একাউন্ট খুলুন

কম্পিউটারেরর সবচেয়ে জনপ্রিয় গেমটি এবার খেলুন এন্ডয়েডে।

আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।

Level New

আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস