গুগলকে ছাড়িয়ে গেল ফেসবুক। এডসেন্সে এর প্রভার পড়বে কি? দেখে যান একবার।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কেমন আছেন বন্ধুরা। গুগল আর ফেসবুক প্রতিদিনই প্রতিযোগিতার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এ লড়াইয়ে কে জিতে আর কে হারে তা কম গুরুত্বপূর্ণ নয়। কারন এ লড়াই বাজার দখল ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় carry করে।

খবরের ওয়েবসাইটে পাঠক টানতে এখন গুগলের চেয়ে ফেসবুক বেশি এগিয়ে আছে। শুধু খবরের উৎ​স বা খবর পাওয়ার ক্ষেত্রেই নয়, লিংক শেয়ার করে ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোরও গুরুত্বপূর্ণ উৎস এখন ফেসবুক। ওয়েব বিশ্লেষক প্রতিষ্ঠান পার্সে ডটলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পার্সে ডটলির গবেষকেরা বলেন, ‘ওয়েবসাইটে নতুন পাঠক আনার ক্ষেত্রে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে লিংক শেয়ার করা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

পার্সে ডটলির প্রধান কারিগরি কর্মকর্তা অ্যান্ড্রু মন্টালেন্টি ফরচুন ম্যাগাজিনকে জানিয়েছেন, তাদের সর্বশেষ মিডিয়া সাইটের নেটওয়ার্কে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট থেকে আসে ৪৩ শতাংশ পাঠক। সেখানে, গুগল থেকে আসছে মাত্র ৩৮ শতাংশ পাঠক।

ওয়েবসাইটে পাঠক আনার ক্ষেত্রে গুগলকে ছাপিয়ে যাওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। গত বছরের অক্টোবর মাসেও গুগলকে ছাড়িয়ে গিয়েছিল ফেসবুক। তবে এবারে গুগলের

সঙ্গে ফেসবুকের ব্যবধান আরও অনেক বেড়েছে। এদিকে, ফেসবুকের চেয়ে অনেক পিছিয়ে আছে টুইটার। (আইএএনএস)

টিউন নেয়া হয়েছেএখানে থেকে Prothom Alo থেকে নেয়া।

যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন

আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।

ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।

আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন

প্রতিদিন বিনা মূল্যে নির্দ্দিষ্ট পরিমান ইন্টারনেট দিবে মোবাইল অপারেটরররা

 

ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।

CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks

Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।

এন্ডয়েড এর সেরা ও অন্যরকম একটি গেম। খেলেই দেখুন কত মজা।

 

মোবাইল ভেরিভিকেশন ছাড়াই যত ইচ্ছা জিমেইল একাউন্ট খুলুন

কম্পিউটারেরর সবচেয়ে জনপ্রিয় গেমটি এবার খেলুন এন্ডয়েডে।

 

আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।

Level New

আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস